mukesh-kumar-joked-about-his-marriage

জন্ম বিহারের গোপালগঞ্জে হলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। অল্প বয়সে ক্রিকেটের টানে পাশের রাজ্য থেকে এসেছিলেন কলকাতায়। তারপর ‘সিটি অফ জয়’-ই এখন তাঁর ঘরবাড়ি। বাংলার হয়ে খেলেই ভারত-এ দলের প্রতিনধিত্ব করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের পারফর্ম্যান্স তাঁকে এনে দিয়েছে দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ। ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত খেলেছেন। এশিয়া কাপ (Asia Cup) ও বিশ্বকাপে (World Cup) জায়গা না হলেও টিম ইন্ডিয়ার রেডারে যে তিনি রয়েছেন, তা বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে মুকেশের (Mukesh Kumar) সুযোগ পাওয়া থেকেই স্পষ্ট।

ভারতীয় ক্রিকেটে গলি থেকে রাজপথে উঠে আসার কাহিনী নতুন নয়। ট্যাক্সি চালকের সন্তান মুকেশের (Mukesh Kumar) গল্প তবুও প্রেরণা যোগায় ক্রিকেটপ্রেমীদের। হাঁটুর সমস্যায় একটা সময় ক্রিকেটজীবন অনিশ্চিত হয়ে পড়েছিলো তাঁর। পরিবারও চেয়েছিলো বাইশ গজের দুনিয়া ছেড়ে ভারতীয় সেনায় নাম লেখান তিনি। কিন্তু হাল ছাড়েন নি মুকেশ (Mukesh Kumar)। বাংলার প্রাক্তন পেসার রণদেব বোসের সহায়তায় ক্রিকেট মাঠে বীরকাব্য লেখার স্বপ্ন থেকে সরেন নি। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছেন। প্রতিষ্ঠিত হওয়ার পর এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মুকেশ। বিয়ে করলেন ছেলেবেলার বান্ধবী দিব্যা সিং-কে (Divya Singh)।

Read More: IND vs SA: “বাঁদরে কামড়েছে বলেই লম্বা-লম্বা ছয় মারে”, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে রিংকুকে নিয়ে বড় খোলসা শুভমান গিলের !! !!

বিয়ের আসরে হাসির রোল মুকেশের মন্তব্যে-

Mukesh Kumar and his wife | Image: Twitter
Mukesh Kumar and his wife | Image: Twitter

বিহারের গোপালগঞ্জে বিয়ের আসর বসেছিলো মুকেশের (Mukesh Kumar)। বিবাহ অনুষ্ঠানের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ফাস্ট বোলারকে বলতে শোনা গিয়েছে, “আমার খুব ভালো লাগছে। আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যার সাথে শুরু থেকে ছিলাম, তাঁর সাথেই জীবনের এই দ্বিতীয় ইনিংসটা শুরু করেছি। ওর সাথে ভবিষ্যতে ম্যাচটাও জমিয়ে খেলবো।“ নিজের মস্করায় নিজেই হেসে ফেলেন মুকেশ (Mukesh Kumar)। নববধূ বেশে পাশে দাঁড়িয়ে থাকা দিব্যা’ও হেসে ফেলেন মুকেশের কথায়।

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব’ও বিয়ের আসরে দাঁড়িয়েই দিয়েছেন মুকেশ (Mukesh Kumar)। তিনি জানান, “পরিকল্পনা চলছে সিরিজ নিয়ে। আগামীকাল আমরা বেঙ্গালুরুতে কোচিং স্টাফদের সাথে মিলিত হব। ওখান থেকেই আকাশপথে যাব দক্ষিণ আফ্রিকা। ওখানের পিচ দেখার পর কে কি করতে চলেছে তা নিয়ে তথ্য যোগাড় করবো। তারপর ম্যাচ খেলবো।”

দেখে নিন ভিডিও-

মুকেশের বিয়ের খবর জানিয়ে ছিলেন সূর্যকুমার-

Mukesh Kumar | Image: Getty Images
Mukesh Kumar | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা হয়েছিলো মুকেশ কুমারের (Mukesh Kumar)। তিনি প্রথম দুই ম্যাচ খেলার পর টিম ইন্ডিয়ার শিবির ছেড়ে বিহারের গোপালগঞ্জে নিজের বিয়েতে অংশ নিতে গিয়েছিলেন। গুয়াহাটিতে তৃতীয় ম্যাচে খেলা হয় নি তাঁর। মুকেশের বদলে খেলেন আবেশ খান (Avesh Khan)। টসের সময় দলে পরিবর্তনের খবর সকলকে জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি মজা করেন বলেন, “আবেশ (খান) খেলছে মুকেশ (কুমারের) জায়গায়। ও (মুকেশ) আজ নিজের জীবনের সবচেয়ে বড় ম্যাচটি খেলছে। ও বিয়ে করছে। আমরা দলের তরফ থেকে ওকে শুভেচ্ছা জানাচ্ছি।”

বিয়ের পর সরাসরি মধুচন্দ্রিমা যাপনে যান নি মুকেশ কুমার (Mukesh Kumar)। ফের যোগ দেন ভারতীয় শিবিরেই। রায়পুরে সিরিজের চতুর্থ ম্যাচে ৩ উইকেট’ও নেন। একই ওভারে পরপর দুই উইকেট নিয়ে ভারতকে জয় পেতে সাহায্য করেন। দলের সঙ্গে বর্তমানে তিনি উড়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকা। সেখানে টেস্ট, একদিনের ম্যাচ ও টি-২০, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতীয় স্কোয়াডের অংশ মুকেশ (Mukesh Kumar)। প্রোটিয়াদের ডেরায় বল হাতে সাফল্যের লক্ষ্যে মাঠে নামতে চলেছেন বছর ২৯-এর ফাস্ট বোলার।

Also Read: WPL 2024: বেস প্রাইসের থেকে কয়েকগুন বেশি টাকায় বিক্রি হচ্ছেন খেলোয়াড়রা, তরুণ তুর্কিদের দিকে পাল্লা ভারি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *