muhammad-waseem-goes-past-rohit-gayle

ক্রিকেটের বাইশ গজে ছক্কা হাঁকাতে সিদ্ধহস্ত তারকাদের তালিকা তৈরি করতে বসলে সবার উপরে নাম আসবে ভারতের রোহিত শর্মা (Rohit Sharma) ও ওয়েস্ট ইন্ডিজে র ক্রিস গেইল। কেরিয়ারে ৪৬৩ আন্তর্জাতি ম্যাচে ৫৮২ ছক্কা হাঁকিয়েছেন রোহিত। ক্রিকেট ইতিহাসে তাঁর চেয়ে বেশীবার বল’কে মাঠের বাইরে আছড়ে ফেলার রেকর্ড নেই কারও। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী ক্রিস গেইল (Chris Gayle) রয়েছেন ঠিক একধাপ পরেই। তিনি ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ৪৮৩ ম্যাচ খেলে মেরেছেন ৫৫৩ ছক্কা। গেইল নিজের আত্মজীবনীর নাম অবধি দিয়েছেন সিক্স মেশিন। এহেন দুই ছক্কা হাঁকানোর মায়েস্ত্রো’কে কিনা পিছনে ফেললেন সংযুক্ত আরব আমিরশাহীর এক ক্রিকেটার। ২০২৩-এর শেষ দিনে এমনই এক রেকর্ডের সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। রেকর্ড বইয়ের পাতায় পাকাপাকিভাবে স্থান করে নিলেন সংযুক্ত আরব আমিরশাহীর মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem)।

Read More: ২০২৩ সালের সেরা ওয়ানডে দল বাছলেন আকাশ চোপড়া, জায়গা দিলেন এই পাকিস্তানি খেলোয়াড়কেও !!

আফগানিস্তানকে হারালো UAE-

UAE vs AFG | Rohit | Image: Getty Images
UAE vs AFG | Image: Getty Images

২০২৩-এর শেষ দিনে শারজাহ’র মাঠে আফগানিস্তান মুখোমুখি হয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহীর। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় মধ্যপ্রাচ্যের দেশ। দুই ওপেনার মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) ও আরিয়ান লাকড়া (Aryan Lakra) দুর্দান্ত জোড়া অর্ধশতক করে সংযুক্ত আরব আমিরশাহীর ইনিংসকে এগিয়ে নিয়ে যান। তারা নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে যোগ করে ৭ উইকেটের বিনিময়ে ১৬৬ রান। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারে নি আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচে শতরান করা রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) গতকাল ফেরেন ২৭ বলে ৩৬ রান করে। মহম্মদ নবি’র ২৭ বলে ৪৭ রানের ইনিংস সত্ত্বেও ১৫৫ রানের বেশী এগোতে পারে নি আফগানিস্তান। চমৎকার জয় ছিনিয়ে নেয় সংযুক্ত আরব আমিরশাহী। তাদের হয়ে অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৫৩ রানের চমৎকার ইনিংস খেলেন।

অনন্য রেকর্ড গড়লেন মহম্মদ ওয়াসিম-

Muhammad Waseem | Rohit | Image: Getty Images
Muhammad Waseem | Image: Getty Images

সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে গতকাল ৩টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেটের রেকর্ড বইতে পাকাপাকিভাবে জায়গা করে নিলেন মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem)। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক আঙিনায় এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ ছক্কা হাঁকানোর নজির গড়লেন তিনি। কুড়ি-বিশের ক্রিকেটে ওয়াসিম চলতি বছরে হাঁকিয়েছেন ৫৪ ছক্কা। বাকি ৪৬টি এসেছে একদিনের ক্রিকেটে। গোটা বছরেই টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ২০২৩ ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ টি-২০ রানের মালিক ওয়াসিম’ই। ২৩ ম্যাচে প্রায় ৪০ গড়ে করেছেন ৮৬৩ রান। করেছেন ৭টি অর্ধশতক।

আইসিসি’র পূর্ণ সদস্যদের মধ্যে টি-২০তে সর্বোচ্চ রান সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। ভারতীয় তারকা ১৮ ম্যাচে করেছেন ৭৩৩ রান। গড় ৪৮.৮৬। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি শতরান করেছেন তিনি। রয়েছে ৫টি অর্ধশতরানের ইনিংস’ও। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নিরিখে মহম্মদ ওয়াসিমের পরেই রয়েছেন ভারতের রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি ২০২৩ সালে হাঁকিয়েছেন ৮০ ছক্কা। তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন রোহিত’ই (Rohit Sharma)। ২০১৯ সালে তাঁর ছক্কার সংখ্যা ছিল ৭৮।

Also Read: Rohit Sharma-র তিন মহাকাব্যিক ইনিংস যেখানে একার ক্যারিশমাতেই দলকে উপহার দিয়েছেন জয়ের স্বাদ !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *