IPL 2025: চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের (CSK) ক্যাপ্টেন রুপে আবার দেখা যাবে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসসের অবস্থা একেবারেই খারাপ। পাঁচটি ম্যাচ খেলে কেবলমাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এবার পরিবর্তন হয়েছে দলের অধিনায়কের। আবার চেন্নাই হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেই দেখতে পাওয়া যাবে। ২০২৪ সালের আইপিএল শুরু হওয়ার ঠিক একদিন আগেই মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। তার পরিবর্তে দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছিল দলে স্টার ব্যাটসম্যান ঋতুরাজ গায়কওয়ার্ডকে।
চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ঋতুরাজ

চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দিয়েছেন, চেন্নাই দলের মূল অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad) চোটের কারণে খেলতে পারবেন না চলতি আইপিএল। মূলত কনুইয়ের চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন ধোনি। আর সেই সুবাদে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি। গত ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই জোফরা আর্চারের বল ঋতুরাজ গাইকোয়ার্ডের কনুইতে গিয়ে লাগে এবং তারপর থেকেই ঋতুরাজের খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
Read More: IPL 2025: দল জিতলেও এই বিদেশী তারকা হয়ে উঠেছে দিল্লীর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ !!
চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন হলেন ধোনি
এবার সেই চোট কাল হয়ে দাঁড়িয়েছে। যে কারণে, চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে এমএস ধোনিকে (MS Dhoni)। চেন্নাইকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন তিনি। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধেই আবার ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে মাহিকে। দলের ব্যাটিং ব্যার্থতার কারণে গত কয়েকটি ম্যাচেই ধোনিকে ব্যাট হাতে দেখা গিয়েছে। ৪৩ বছরের ধোনি এবারের আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে ৫ ইনিংসে ৫১.৫ গড়ে ও ১৫৩.৭৪ স্ট্রাইক রেটে বানিয়েছেন ১০৩ রান, হাঁকিয়েছেন ছয়টি চার এবং সাতটি ছক্কা।