২০২৬ আইপিএলের (IPL 2026) আগে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের রিটেন তালিকা প্রকাশ করেছে। বেশ কিছু দল তাদের দীর্ঘদিনের পুরনো সদস্যকে ছেড়ে দেওয়ায় ক্রিকেট মহলে সমালোচনার ঝড় উঠেছে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম যোদ্ধা আন্দ্রে রাসেলকে (Andre Russell) মুক্তি দিয়েছে। এই ক্যারিবিয়ান তারকা এক দশকেরও বেশি সময় ধরে নাইট শিবিরে ছিলেন। ঠিক একইভাবে দীর্ঘদিনের সদস্য রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja) ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। যা নিয়ে সিএসকে ভক্তদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মহেন্দ্র সিং ধোনিই (MS Dhoni) চেয়েছিলেন জাদেজা দল ছাড়ুক বলে এবার চাঞ্চল্যকর খবর সামনে এল।
Read More: আন্দ্রে রাসেলের নাইট মহাকাব্যের শেষ, ভক্তদের চোখের জলেই বিদায় ক্যারিবিয়ান তারকার !!
দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ-

২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রবীন্দ্র জাদেজা। এই দলের হয়ে ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে ট্রফি জয় করেন এই তারকা অলরাউন্ডার। দলের হয়ে বল এবং ব্যাট দুই বিভাগেই নিজের অবদান রেখেছেন তিনি। এমনকি ২০২২ সালে ধোনি নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর তাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন কর্মকর্তারা। এবার ২০২৬ আইপিএলের আগে জাদেজার সঙ্গে চেন্নাইয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হল। যা নিয়ে রীতিমতো ক্রিকেট ভক্তরা ক্ষোভ প্রকাশ করছেন।
মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার জুটি এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা বৃদ্ধি করেছিল। নিচের দিকে ব্যাট করতে নেমে ফিনিশার হিসেবে এই দুই তারকা দলকে অসংখ্য সফলতা এনে দিয়েছিলেন। উল্লেখ্য জাদেজা এখনও পর্যন্ত আইপিএলে ২৫৪ ম্যাচে ১৩০’এর ওপর স্ট্রাইক রেটে মোট ৩২৬০ রান সংগ্রহ করেছেন। এর সঙ্গেই ১৭০ টি উইকেট নিজের দখলে রেখেছেন তিনি।
ধোনির পরামর্শেই বাদ পড়লেন-

আগামী বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলতে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে দলের কাছ থেকে এই তারক অলরাউন্ডারকে চেয়েছিলেন কর্মকর্তারা। রাজস্থানের হয়েই আইপিএলের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন স্যার জাদেজা। অন্যদিকে দীর্ঘদিনের বন্ধু এবং সতীর্থকে ছেড়ে দেওয়ার বিষয়ে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবস্থান কী ছিল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
কারণ চেন্নাই দলের অন্যতম চালিকাশক্তি হিসেবে ভারতের প্রাক্তন অধিনায়ক নিজের ভূমিকা পালন করছেন। তার একাধিক সিদ্ধান্ত কর্মকর্তারা মেনে চলেন। এর মধ্যেই এক কর্তা উল্লেখ করলেন যে জাদেজাকে নিয়ে সিদ্ধান্তের বিষয়ে ধোনির সম্মতি ছিল। তিনি বলেন, “তিন বছর ধরে আমরা সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার চেষ্টা করছি। এই বিষয়ে ধোনি এবং জাদেজা নিজেদের মধ্যে কথা বলছিলেন। তারা বিষয়টি জানতেন। সকলের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধোনি কোনো আপত্তি করেননি।”