IPL 2025: দীর্ঘদিন পর আজ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। ফলে চেপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে হলুদ বাহিনীরা। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে। চেন্নাই সুপার কিংস প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসে। তবে রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী থেকে বিজয় শঙ্কর সকলেই ব্যাট হাতে ব্যর্থ হন। এইরকম পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি দলকে ভরসা দেওয়ার জন্য মাঠে নামেন।
কিন্তু তিনি আজও গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে পারেননি। সুনীল নারিনের করা বলে এলবিডব্লিউ হয়ে ৪ বলে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন ধোনি। এরফলে এই তারকা ব্যাটসম্যান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন। তাকে ‘জোকার’ এবং ‘সবচেয়ে বড়ো প্রতারক’ ক্রিকেটার হিসেবেও ক্রিকেট ভক্তরা উল্লেখ করছেন। আজকের ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ সময় দশম স্থানে ব্যাটিং করতে নেমেছিলেন।
Read More: IPL 2025: ঋতুরাজের ‘চোটে’ ভাগ্য খুলছে পৃথ্বী শয়ের, CSK’র জার্সিতে মাতাবেন মঞ্চ !!
এই সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়েছেন চেন্নাইয়ের অধিনায়ক। একজন লিখেছেন, “আগের ম্যাচে যখন তিনি পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন তখন সব শেষ হয়ে গিয়েছিল। আর আজকে তিনি অশ্বিনকে আগে পাঠিয়ে দিলেন। ধোনি আইপিএলের সবচেয়ে নির্লজ্জ এবং কাপুরুষ ক্রিকেটার।” এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ধারাভাষ্যকার ম্যাথু হেইডেনের বক্তব্য উল্লেখ্য করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “শেষবার আমি ধোনিকে আইপিএলে সফল ফিনিশার হিসেবে দেখেছিলাম তখন আমার ছেলে স্কুলে যেতো। এখন ওনার সন্তান স্কুলে যাচ্ছে। (হাসি)” এক ভক্ত লিখেছেন, “চেন্নাইয়ের পতনের পিছনে ধোনি তুমি হচ্ছ মূল কারণ।”
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ট্যুইট চিত্র-
https://twitter.com/RealGoat_45/status/1910716272125374623?t=bz97JlGRHTUR_6C5ywZDUg&s=19