ms-dhoni-superfan-jay-jani-passes-away

২০২৪-এর আইপিএলে মুখোমুখি গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ক্রিজে সিএসকে কিংনদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। হঠাৎ’ই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সুরক্ষাবলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েন এক যুবক। লক্ষ্য প্রিয় তারকার সাথে সাক্ষাৎ। ধোনি’র কাছাকাছি পৌঁছানোর আকাঙ্ক্ষা সেদিন পূরণ হয়েছিলো তাঁর। প্রাক্তন ভারত অধিনায়কের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। এমনকি তাঁকে বুকেও জড়িয়ে ধরেন তিনি। নিরাপত্তারক্ষীরা যখন মাঠ থেকে বের করে দিচ্ছিলেন তাঁকে, তখনও ঐ যুবকের মুখে লেগেছিলো এক চিলতে হাসি। স্বপ্নপূরণের আনন্দে বিভোর ছিলেন তিনি। পরে সংবাদমাধ্যম সূত্রে জানা যায় মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) ঐ ভক্তের নাম জয় জানি (Jay Jani)। গুজরাতের ভাবনগর জেলার রাবারিকা গ্রামের বাসিন্দা তিনি।

Read More: ‘ঘরের ছেলে’কে ফেরাতে সচেষ্ট KKR, ভুল শুধরে খরচ করছে কোটি কোটি টাকা !!

প্রাণ হারালেন ধোনি অনুরাগী-

Jay Jani | Image: Twitter
Jay Jani | Image: Twitter

আহমেদাবাদের ঐ পিচ ইনভেশনের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন জয় জানি (Jay Jani)। ইন্সটাগ্রামে _jayjani_7 নামে একটি অ্যাকাউন্ট চালাতেন তিনি। সেখানেও প্রায়শই ধোনিবন্দনায় মাততে দেখা যেত তাঁকে। এমনকি তাঁর ইউটিউব চ্যানেলেরও নাম দিয়েছিলেন Dhoni Ashiq Official। প্রিয় তারকাকে শুভেচ্ছা জানিয়ে নানান ভিডিও সেখানে পোস্ট করতেন তিনি। ইন্সটাগ্রামে ১৮০০০ ফলোয়ার ও ইউটিউবে ১৩০০০ সাবস্ক্রাইবারও ছিলো তাঁর। পেশায় কৃষিজীবী হলেও নেটমাধ্যমকে ব্যবহার করেই হয়ত ধোনি’র (MS Dhoni) আরও কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন জয়। কিন্তু সেই স্বপ্নকে আর স্পর্শ করার সুযোগ হলো না ভাবনগরের তরুণের। ১২ অগস্ট এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

গত মঙ্গলবার মাঠে চাষের কাজ করতে যাচ্ছিলেন জয় (Jay Jani)। কিন্তু ট্র্যাক্টর উলটে যাওয়ায় গুরুতর আহত হন তিনি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিতে পারলেও জীবনযুদ্ধে আর জেতা হলো না তাঁর। মাত্র ২৭ বছর বয়সেই নিভলো জীবনদীপ। দুর্ঘটনার কেস নথিভুক্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান যে ট্র্যাক্টরের ভারসাম্য রাখতে পারেন নি ভাবনগরের তরুণ। সেই কারণেই উলটে গিয়েছিলো সেটি। জয়ের প্রয়াণের খবর সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া। মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) একাধিক ফ্যান ক্লাবের তরফ থেকে পোস্ট করা হয়েছে শোকবার্তা। দুঃখ প্রকাশ করেছেন তাঁর ফলোয়াররাও। ইন্সটাগ্রাম ও ইউটিউব ভিডিও’র কমেন্ট বক্সে শোকবার্তা লিখেছেন তাঁরা। জয়ের পরিবারের জন্য জানিয়েছেন সহানুভূতি।

ধোনি’কে প্রণাম জয়ের, দেখুন ভিডিও-

IPL-এ ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

২০১৯-এ শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এরপর শুধুই আইপিএলে (IPL) ব্যাট হাতে দেখা গিয়েছে তাঁকে। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে তাঁর ভবিষ্যত কি? ৪৪ পেরিয়েও কি খেলা চালিয়ে যাবেন? সম্প্রতি এক অনুষ্ঠানে সেই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। স্পষ্ট কোনো জবাব দেন নি তিনি। বলেন, “আমি খেলব কিনা জানি না। ডিসেম্বর অবধি সময় রয়েছে হাতে। আরও দু’টো মাস দেখি। তারপর সিদ্ধান্ত নেব।” দর্শকাসন থেকে এক অনুরাগী চিৎকার করে বলেন, “আপনাকে খেলতে হবে স্যার।” জবাবে ক্রিকেট কিংবদন্তির রসিকতা, “আরে হাঁটুতে যে যন্ত্রণা হয় সেটার পরিচর্যা কে করবে?” তবে মাঠে নামুন বা না নামুন, চেন্নাইয়ের (CSK) হলুদ জার্সি যে আজীবন তাঁর গায়ে থাকবে সেই অঙ্গীকার করেছেন ধোনি।

Also Read: TOP 5: এই ৫ কারণেই ভারত বনাম পাকিস্তানের মহারণকে বলা হয় ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *