ভারতীয় ক্রিকেটের দুনিয়ায় মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। ঝাড়খণ্ডের রাঁচির মেকন কলোনি থেকে বাইশ গজের দুনিয়ার মসনদে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০০৪ থেকে ২০১৯-মোট পনেরো বছর গায়ে চাপিয়েছেন ভারতীয় দলের নীল জার্সি। এই দেড় দশকে দেশের ক্রিকেটে বিরাট রদবদলের ভগীরথ বলা চলে তাঁকে। সোনালী লম্বা চুলের তরুণ হিসেবে যখন প্রথম দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন, তখন থেকেই ক্রিকেটবোদ্ধারা বুঝে গিয়েছিলেন, যে বাকিদের থেকে তিনি খানিক আলাদা। এরপর সময় যত এগিয়েছে, ততই মাহি মাহাত্ম্যের সঙ্গে পরিচয় হয়েছে ক্রিকেটজনতার।
২০০৭ সালে ওডিআই বিশ্বকাপের হতশ্রী পারফর্ম্যান্সের পর টিম ইন্ডিয়া (Team India) যখন বিধ্বস্ত, তখন কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন সিনিয়ররা। শচীনের পরামর্শে ধোনির (MS Dhoni) হাতেই নেতৃত্ব সঁপে দেয় ভারতীয় বোর্ড। এরপর সাফল্যের সরণি বেয়ে কেবলই উত্থান টিম ইন্ডিয়ার। তারুণ্যে ভরসা রেখে জয় মেলে টি-২০ বিশ্বকাপে। চার বছরের মধ্যে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপও আসে ভারতের হাতের মুঠোয়। ২০১৩’তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ধোনির (MS Dhoni) নেতৃত্বে ত্রিমুকুট অর্জন করে ‘মেন ইন ব্লু।’ দেশের হয়ে ১০০০০-এর বেশী ওডিআই রানের মালিক ধোনি, ক্রিকেট কেরিয়ারে ফিটনেসকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন বারবার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরলেও, এখনও আইপিএল (IPL) খেলছেন তিনি। তাই ধোনির হাতে হুঁকোর নলের ছবি প্রকাশ হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।.
Read More: IPL 2024: CSK দলে এন্ট্রি নিলেন ঋষভ পন্থ, এমএস ধোনি দিলেন ক্যাপ্টেনের জার্সি !!
হুঁকোর প্রতি টান রয়েছে ধোনির-
সম্প্রতি একটি পার্টিতে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কালো স্যুট পরিহিত ক্রিকেট নক্ষত্রের হাতে দেখা গিয়েছে হুঁকোর নল। ধূমপানের ছবিও এসেছে সামনে। দিনকয়েক পরেই রয়েছে আইপিএল, তার আগে ধোনির হুঁকোবিলাসের ভিডিও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাংশের নেটিজেন রীতিমত ক্ষুব্ধ এই নিয়ে। ‘ধোনির মত ব্যক্তিত্বকে তরুণ সমাজ অনুসরণ করে, কি শিখবে তারা?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘এমনটা ধোনির মত একজন ক্রীড়াব্যক্তিত্বের থেকে আশা করি নি’ জানিয়েছেন আরও একজন। তবে অনুরাগীদের পাশেই পাচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। তারা জানিয়েছেন, ‘মাঠের বাইরের জীবনে ধোনি কি করবেন, তার কৈফিয়ত তিনি কাউকে দিতে বাধ্য নন।’
এই প্রথম নয়, ধোনির (MS Dhoni) হুঁকো প্রেমের কথা আগেও জানিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলি (George Bailey)। চেন্নাই সুপার কিংস (CSK) দলে এক সময় ধোনির সতীর্থ ছিলেন বেইলি। তিনি জানিয়েছিলেন, “ও (ধোনি) সীসা বা হুঁকো পছন্দ করে। ওর ঘরে থাকত সেটা। সকলের সামনেই থাকত। অনেক তরুণ ক্রিকেটারকে দেখা যেত সেখানে। ভারতীয়দের পাশাপাশি থাকতেন বিদেশীরাও। গভীর রাতে আপনি নিজেকে ওর ঘরে পাবেন ক্রিকেট নিয়ে সুচিন্তিত আলোচনায়, খেলার বিভিন্ন বিষয় বা নানান মানুষজন নিয়েও আলোচনা হত। এটা বাধা কাটানোর একটা দুর্দান্ত উপায়।”
দেখুন হুঁকো হাতে ধোনির ভিডিও-
Influential thala😭 pic.twitter.com/qJlYCApxzJ
— 𝙆𝙐𝙉𝘼𝙇/𝙁𝘼𝙍𝙄𝘿 𝙆𝙄 𝙈𝙆𝘽 (@BholiSaab18) January 6, 2024