ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল অধিনায়ক হলেন এম এস ধোনি (MS Dhoni)। কিংবদন্তি তারকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখনও খেলে আসছেন। তবে, আইপিএল ২০২৫’এর (IPL 2025) আগে বাধ্য হয়ে অবসর নিতে হবে ভারতীয় দলের কিংবদন্তি তারকা মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করেছিলেন ধোনি। তবে এখনো পর্যন্ত তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে তার জালওয়া দেখিয়ে আসছেন, গত মৌসুমে তার ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল ভক্তরা। যে কারণে ভক্তদের দাবি আরও একটি সিজিনের জন্য ‘থালা ধোনির’ দর্শন পাওয়া। তবে বিসিসিআই এবার আর ধোনিকে খেলার অনুমতি দেবে না।
আইপিএল থেকে অবসর নিতে হবে ধোনিকে
বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী বিসিসিআই সচিব পদ থেকে জয় শাহ আইসিসির চেয়ারম্যানের পদ গ্রহণ করার পর বিসিসিআইয়ের সচিবের পদ গ্রহণ করবেন অরুণ জেটলির সন্তান রোহান জেটলি। অরুণ জেটলির সঙ্গে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক খুব ভালো। আর গম্ভীর সর্বদাই তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিতেই পছন্দ করেন, একাধিক তরুণ খেলোয়াড়কে তিনি দলে সুযোগও দিতে শুরু করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে তিনি রোহান জেটলির সঙ্গে জোট বেঁধে আইপিএলের নিয়ম পাল্টে দিতে পারেন।
Read More: কাব্য মারানের এই সিদ্ধান্তেই ট্রফি খোয়ালো SRH, ভুগতে হলো ‘লাকি চার্ম’-এর মন ভাঙার ফল !!
প্রসঙ্গত কোন খেলোয়াড় যদি পাঁচ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকেন, তাহলে তাকে আনক্যাপ্ড প্লেয়ার হিসাবে রিটেন করা যায়। তার ফলে তাকে ধরে রাখতে টাকার অংকটাও কম লাগবে ফ্র্যাঞ্চাইজির। তবে এই নিয়মটি ২০২১ সালের পর বন্ধ করে দেওয়া হয়েছিল, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী এই নিয়ম পুনরায় চালু করার একটি খবর প্রকাশ্যে এসেছিল। তবে, গম্ভীরের কারণে সেই নিয়মটি আর চালু করবে না বিসিসিআই। তার ফলে ধোনির কাছে রিটেন হওয়ার মতন কোনো উপলক্ষন থাকবে না তাই বাধ্য হয়েই তাকে অবসর নিতে হবে।
ধোনির আইপিএল ক্যারিয়ার
এমএস ধোনি (MS Dhoni) আইপিএলে ২৬৪ টি ম্যাচ খেলেছেন। ৩৯.১৩ গড়ে ও ১৩৭.৫৪ স্ট্রাইক রেটে ৫২৪৩ রান বানিয়েছেন। পাশাপশি ২৪টি অর্ধ-শতরান হাঁকিয়েছেন। অধিনায়ক হিসেবে আইপিএল ইতিহাসে ৫বার শিরোপা জয় করেছেন মহেন্দ্র সিং ধোনি।