আইপিএল থেকে অবসর নিচ্ছেন MS ধোনি, বাবা-মায়ের সামনে খেলছেন শেষ ম্যাচ !! 1

MS Dhoni: আজ ২০২৫ সালের আইপিএল এর ১৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লী ক্যাপিটালস (CSK vs DC)। এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দ দেখাচ্ছে দিল্লি দল, তবে তুলনামূলকভাবে ব্যাকফুটে রয়েছে চেন্নাই সুপার কিংস। দিল্লি আপাতত প্রথম দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে চেন্নাই সুপার কিংস একটি ম্যাচ জয় করতে সক্ষম হয়েছে এবং তারা আপাতত পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। দুই দলের মধ্যে আজকের হাড্ডাহাড্ডি লড়াইটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম অর্থাৎ চেপকে অনুষ্ঠিত হচ্ছে। সূত্রের খবর, আজকের ম্যাচ শেষে অবসর নিতে চলেছেন এমএস ধোনি (MS Dhoni)।

শেষ আইপিএল খেলছেন ধোনি

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

হঠাৎ করেই ভারতের হয়ে টেস্ট খেলা ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তারপর ২০২০ সালে হঠাৎ করেই অভিনব স্টাইলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। এবার আইপিএলের মঞ্চে হঠাৎ করেই আলবিদা ঘোষণা করতে চলেছেন তিনি। গত কয়েক বছর ধরেই ধোনির আইপিএল থেকে অবসর নিয়ে জোর চর্চা চলছে। তবে কবে ভারতের সফল ক্যাপ্টেন আইপিএল থেকে অবসর নেবেন তা নিয়ে চর্চা তুঙ্গে। এই মৌসুমে আনক্যাপ্ড খেলোয়াড় রূপে মাত্র চার কোটির বিনিময়ে চেন্নাই সুপার কিংস দলে শামিল হয়েছিলেন। চেন্নাইয়ের প্রথম তিন ম্যাচেই থালা ধোনিকে ব্যাটিং করতে দেখা গিয়েছে।

ধোনির ব্যাটিং পজিশন নিয়ে সমাজ মাধ্যমে অনেক চর্চা শুরু হয়েছিল। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। ভক্তদের ধারণা ছিল আজকের ম্যাচে এমএস ধোনিকে হয়তো ক্যাপ্টেনসি করতে দেখতে পাওয়া যাবে। তবে, গাইকোয়ার্ড সুস্থ হওয়ায় তিনিই দিল্লির বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আজ খেলা চলাকালীন হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া তোলপাড় ধোনির সম্ভাব্য অবসর প্রসঙ্গে।

ছেলের খেলা দেখতে হাজির ধোনি পরিবার

আইপিএল থেকে অবসর নিচ্ছেন MS ধোনি, বাবা-মায়ের সামনে খেলছেন শেষ ম্যাচ !! 2
MS Dhoni’s family | Image: Twitter

আজ ঘরের মাঠ চিপকে এই মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। নেটিজেনদের ধারণা এটি ধোনির শেষ আইপিএল ম্যাচ। আসলে, আজকের ম্যাচে চেপকে হাজির হয়েছেন ধোনির বাবা-মা। আইপিএল চলাকালীন বেশ কয়েকবার ধোনিকে সমর্থন করতে মাঠে হাজির থাকেন তাঁর স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। আগে ধোনিকে সমর্থন করতে তাঁর মা বাবাকে দেখতে পাওয়া যায়নি। ভক্তদের ধারণা ক্যারিয়ারের শেষ বেলায় বাবা-মায়ের সামনে হয়তো ধোনি খেলতে চলেছেন। যদিও, ধোনি দিল্লির বিরুদ্ধে খেলার পর অবসর নিচ্ছেন বলে কোনো খবর প্রকাশ্যে আসেনি।

Read Also: MS Dhoni: উইকেটের পিছনে বিদ্যুৎ গতিতে ধোনির স্ট্যাম্পিং, সাজঘরে ফিরলেন ফিলিপ সল্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *