ms-dhoni-might-replace-rahul dravid-as-team-india-coach

বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটে চলছে অন্ধকার। কয়েকদিন আগেই সমাপ্ত হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL), আবার একবার নকআউট স্টেজে টিম ইন্ডিয়ার কাছে পরাজিত হতে হলো টিম ইন্ডিয়াকে। বিগত ১০ বছর আইসিসির কোনো ট্রফির মুখ দেখিনি টিম ইন্ডিয়া। ২০১৩ সালের শেষবারের মতো আইসিসি ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া, আর সে ট্রফি এসেছিল এম এস ধোনির (MS Dhoni) ক্যাপ্টেন্সিতেই। ক্রিকেট বিশ্বের একটি খুবই জনপ্রিয় নাম হলো ধোনি, ভারতীয় দলের সবথেকে সফল ক্যাপ্টেন বলা যেতে পারে তাকে। তার নেতৃত্বেই ভারতীয় দলের কাছে তিনটি আইসিটি ট্রফি এসেছে। দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে জয় করেছেন কোন ট্রফি। তরুন থেকে নবীন সবাই তার ক্যাপ্টেন্সির খুব প্রশংসা করে থাকে। তবে আর জাতীয় দলে দেখা যায় না ক্যাপ্টেন কুলকে,  ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালেই তার আন্তর্জাতিক ক্রিকেটের বিদায় হয়ে যায়। তবে, এবার ধোনিকেই দেওয়া হতে পারে টিম ইন্ডিয়ার দায়িত্ব।

Read More: IRE VS IND: আয়ারল্যান্ড সফরে MS Dhoni’র মন জয় করবে টিম ইন্ডিয়া, ১৫ সদস্যের টিম অধিনায়ক মাহির শিষ্য !!

টিম ইন্ডিয়ার কোচ হবেন ধোনি

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

এশিয়া কাপ ২০২৩ সেপ্টেম্বর মাসে খেলা হবে যার জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এশিয়া কাপের ৪টি ম্যাচ পাকিস্তানে এবং বাকি ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় খেলা হবে। তবে, এরই মধ্যে উঠে এসেছে বড় খবর। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) এশিয়া কাপ ২০২৩-এ দলের কোচ করা যেতে পারে। আসলে, রাহুল দ্রাবিড় (Rahul Dravid) যিনি হলেন দলের বর্তমান কোচ, রিতিমতন ভারতীয় দলকে আইসিসি শিরোপা দেখাতে হচ্ছেন ব্যার্থ। যে কারনে প্রাক্তন ভারত অধিনায়ক থেকে নেওয়া হতে পারে সাহায্য। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে বিসিসিআই (BCCI)। ধোনির অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ৩ টি আইসিসি ট্রফি জিতেছে। যার কারণে বিসিসিআই ধোনিকে দলের দায়িত্ব দিতে পারে।

দ্রাবিড়ের কোচিংয়ে আসেনি সাফল্য

Rohit and Dravid, ms dhoni
Rohit Sharma and Rahul Dravid | Image: Getty Images

দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া আহামরি পারফরমেন্স দেখাতে পারেনি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় সিরিজে পরাজয়, ইংল্যান্ডে একটি টেস্টে পরাজয়, ২০২২ এশিয়া কাপে সুপার সিক্স থেকে ছিটকে যাওয়া। ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে পরাজয় এবং ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয় টিম ইন্ডিয়াকে পরাজিত হতে হয়েছে অজিদের কাছে। এবার ভারতীয় বোর্ড নিতে পারে কঠিন সিদ্ধান্ত, এবং দ্রাবিড়কে দেখাতে পারে বাইরের রাস্তা। দলের নতুন কোচ হবেন এম এস ধোনি, এর আগেও, BCCI ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ টিম ইন্ডিয়ার মেন্টরের দায়িত্ব দিয়েছিল। তবে, আগামী দিনে ধোনিকে পুরোপুরি দায়িত্ব দিতে চায় বিসিসিআই (BCCI)। তবে এখন জল্পনা তুঙ্গে, ট্রফির খরা কাটাতে ধোনির স্বরণাপর্ণ হতে চায় টিম ইন্ডিয়া।

READ ALSO: WC 2023: বিশ্বকাপের সূচি নিয়ে উঠে আসলো বড় আপডেট, ইন্ডিয়া-পাক ম্যাচ হবে এই ভেন্যুতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *