আসন্ন আইপিএল নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। আইপিএল ২০২৬’এর জন্য মঞ্চে চেন্নাই সুপার কিংস দলে এন্ট্রি নিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ১৮ কোটিতে রাজস্থানের থেকে চেন্নাই সুপার কিংস দলে যুক্ত হয়েছেন সঞ্জু। অন্যদিকে সঞ্জুর জায়গায় রাজস্থানে ফিরেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), সাথে স্যাম কারানকে (Sam Curran) দলে নিয়েছে রাজস্থান। রাজস্থান রয়্যালস দলের কথা বলতে গেলে আসন্ন মৌসুমে জাদেজাকে অধিনায়ক বানাতে পারে। শুধু তাই নয়, আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের হর্তাকর্তা এমএস ধোনিকে (MS Dhoni) এবার একাদশ থেকে পড়তে হবে বাদ।
সুপার কিংস দলে নাম লেখালেন সঞ্জু স্যামসন

আইপিএল ট্রেডিং উইন্ডোতে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে নেওয়ার পর থেকেই চাপে পড়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। সঞ্জুর মতো একজন ম্যাচ-উইনারকে দলে শামিল করা মানে ব্যাটিং অর্ডার থেকে নেতৃত্ব – সব জায়গাতেই বদল আসতে পারে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতেই আবার শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। আসন্ন আইপিএলে মাঠে নামা হবে না এমএস ধোনির (MS Dhoni)। যেহেতু দলে সঞ্জু স্যামসন রয়েছেন যিনি উইকেট কিপারের ভূমিকা পালন করবেন। তাহলে, দলে ধোনির থাকাটা ভিত্তিহীন। যদিও, ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট।
Read More: মিনি নিলামের আগেই কপাল পুড়ল KKR’এর, শাহরুখ খানের প্রিয় বন্ধু গেলেন রাজস্থানে !!
ধোনির জন্য নতুন ব্যাবস্থা নেবে সুপার কিংস

CSK–র টিম ম্যানেজমেন্ট সঞ্জুর সম্প্রতি ব্যাটিং ফর্ম ও আইপিএলে তাঁর নেতৃত্ব দানের গুণাবলী দেখে বেশ মুগ্ধ। সঞ্জুকে দলে সুযোগ দেওয়া মানে তিনি উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করবেন, যে কারণে ধোনিকে আর মাঠে প্রয়োজন পড়বে না। গত কয়েকটি মরসুম ধরে এমএস ধোনির ফিটনেস তাঁর কিপিং ও ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে। ধোনিকে কখনও আট নম্বরে বা কখনও নয় নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে। যে কারণে ধোনিকে সম্পূর্ণরূপে ফিনিশার হিসাবে ব্যবহার করতে পারে চেন্নাই ম্যানেজমেন্ট। ধোনির পক্ষে শেষ তিন- চার ওভার ব্যাটিং করাটা তাঁর পক্ষে সুবিধা জনক। যে কারণে আসন্ন আইপিএলে ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই বাছাই করে নিতে চাইবে CSK ম্যানেজমেন্ট। চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দিতে পারেন ঋতুরাজ গাইকোয়ার্ড কিংবা সঞ্জু স্যামসন তাই ফিল্ডিংয়ে ধোনি না থাকলেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিংয়ে নেমে প্রয়োজনীয় রান বানিয়ে দলকে দুর্দান্ত একটি ফিনিশ দিতে পারবেন।