MS Dhoni: বেশ কিছুদিন আগেই ভারত আবার আবার আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারালো। জুনের দ্বিতীয় সপ্তায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL) ম্যাচটিতে আবার একবার পরাজিত হতে হলো টিম ইন্ডিয়াকে। এরপর ভারতীয় দল উড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২ই জুলাই থেকে টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। আর তারপরই পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। তবে, ভারতীয় বোর্ডের জন্যই শ্রীলংকাতে শেষের কয়েকটি ম্যাচ দেখা যাবে। তবে ভারত তাদের প্রতিটি ম্যাচ শ্রীলংকাতেই খেলবে। তবে, এশিয়া কাপ হয়ে গেলে, শুরু হবে বিশ্বকাপ। এবছর ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ আর ২০২৩ বিশ্বকাপের জন্য অভিনব ভাবনা এনেছে বিসিসিআই (BCCI)।
Read More: Top 3: ৩ ঘটনা যখন মেজাজ হারিয়েছেন ক্যাপ্টেন কুল, মাঠেই করেছিলেন হাঙ্গামা !!
বিশ্বকাপের আগে বড় ভাবনায় BCCI
এশিয়া কাপ ২০২৩, সেপ্টেম্বর মাসে খেলা হবে যার জন্য টিম ইন্ডিয়া ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এশিয়া কাপের ৪টি ম্যাচ পাকিস্তানে এবং বাকি ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় খেলা হবে। তবে, এরই মধ্যে উঠে এসেছে বড় খবর। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) বিশ্বকাপ ২০২৩-এ দলে যুক্ত করা হতে পারে, ধোনি বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করতে পারেন। আসলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০০৭, ২০১১ ও ২০১৩ সালে আইসিসি ট্রফি জেতেন। বিশ্বের একমাত্র ক্যাপ্টেন হিসাবে এই কৃতিত্ব রয়েছে তারই। পাশাপাশি, ম্যাচ সম্পর্কে তার ধারণা অসাধারণ এবং এইবছরেই তার নেতৃত্বে টিম চেন্নাই সুপার কিংস পঞ্চম বারের মতন আইপিএল চ্যাম্পিয়ন হলো।
মেন্টর হিসাবে দেখা যাবে ধোনিকে
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে ২০২৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর করা হতে পারে। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। প্রচুর ক্রিকেটের জ্ঞান ও ম্যাচের অনেক ধারণা রয়েছে ধোনির মধ্যে, এককথায় জ্ঞানের ভান্ডার হলেন ধোনি। আর তাকে আগামী বিশ্বকাপে হাতিয়ার করতে চায় টিম ইন্ডিয়া। যদিও এর আগেও, BCCI ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ টিম ইন্ডিয়ার মেন্টরের দায়িত্ব দিয়েছিল। তবে ওই সময় টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ফর্মে ছিল না এবং টুর্নামেন্ট থেকে ছিটকেও গিয়েছিল। তবে, আবার একবার ধোনির উপর গুরুদায়িত্ব দিতে চায় বিসিসিআই (BCCI)।