আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। আর এই আসরকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) দলে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে। বোর্ড সূত্রে জানা যাচ্ছে, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং দুইবারের বিশ্বকাপজয়ী নেতা মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) জাতীয় দলের মেন্টর বা পরামর্শদাতা হিসাবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ভারতীয় দল আগামী মাসেই এশিয়া কাপ খেলতে UAE’তে উড়ে যাবে। মাল্টি ন্যাশনাল এই টুর্নামেন্টে ভারতীয় দলের লক্ষ থাকবার টুর্নামেন্ট জয়ের এবং খেলোয়াড়দের মূল উদ্দেশ্য থাকবে পারফরম্যান্স দেখিয়ে আগামী বিশ্বকাপের দলে শামিল হওয়ার। তবে, ভারতের বিশ্বকাপ দলে অতিরিক্ত শক্তি যোগাতে দলে এন্ট্রি নেবেন এমএস ধোনি।
ধোনিকে গুরুদায়িত্ব দিতে চলেছে বিসিসিআই

ক্রিকেটবিশ্বে ধোনি পরিচিত “ক্যাপ্টেন কুল” নামে। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে করে তুলেছিল অনন্য। উইকেটের পিছনে ধোনির বুদ্ধিতে একেরপর এক কিংবদন্তি হয়েছে ঘায়েল। আন্তর্জাতিক মঞ্চে ধোনিকে আর দেখা না গেলেও এখনও তাকে আইপিএলে মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যায়। বিশ্বকাপের মতো মঞ্চে দলের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়াতে ধোনির উপস্থিতি কার্যকর হতে পারে বলেই মনে করছে বোর্ড। বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।ক্রিকেটবিশ্বে ধোনি ও গম্ভীরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা গেছে। বেশ কিছু সাক্ষাৎকারে গম্ভীর ধোনিকে নিয়ে সমালোচনা করেছেন আবার কিছু কিছু সাক্ষাৎকারে তাঁর প্রশংসাও করেছেন। এমনকি, ধোনিকে ভারতের তিন ফরম্যাটের সেরা ক্যাপ্টেন হিসাবেও মনে করেন গম্ভীর। তবে দুজনের মধ্যে এরূপ সম্পর্ক ধোনিকে মেন্টর করার বিষয়ে কতটা কার্যকর হবে তা সময় বলবে।
Read More: ৬,৬,৪,৪,৪,৪.. UP T20’তে ভুবনেশ্বরের বিরুদ্ধে ব্যাটিং তান্ডব তরুণ ব্যাটসম্যানের, লজ্জার রেকর্ড তারকার !!
পূর্ব অভিজ্ঞতা ইতিবাচক

উল্লেখ্য, ২০২১ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে মেন্টর হিসেবে নিয়েছিল ভারতীয় দল। সাবেক ভারত অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায় ধোনি ভারতের মেন্টর হতে রাজি হয়েছিলেন। তবে, এসময় ভারতের পারফরম্যান্স একেবারেই খারাপ ছিল। বিশ্বকাপের মঞ্চে ভারতকে পাকিস্তানের কাছে প্রথমবারের মতন হারতেও হয়েছিল। তবে, বোর্ডের ধারণা, এবারও তাঁর উপস্থিতি দলকে মানসিকভাবে আরও শক্তিশালী করবে। তবে এখনও নিশ্চিত নয় ধোনি এই দায়িত্ব নিতে আগ্রহী হবেন কি না। ধোনি এখন মূলত আইপিএল–এর সঙ্গে যুক্ত। আসন্ন আইপিএলে ধোনি সুপার কিংসের হয়ে খেলতে পারেন।