উইকেটের পিছনে বিদ্যুৎ গতিতে ধোনির স্ট্যাম্পিং, সাজঘরে ফিরলেন ফিলিপ সল্ট !! 1

৪৩ বছর বয়সেও উইকেটের পিছনে দাঁড়িয়ে ম্যাচ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন ক্যাপ্টেন কুল এমএস ধোনি (MS Dhoni)। আজ আইপিএল ২০২৫-এর (IPL 2025) অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (CSK vs RCB)। গতদিন চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে দুরন্ত একটি স্টাম্পিং আউট করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি আজকে আবার নিজের অভিনব ভূমিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স দলের ব্যাটসম্যানকে স্টাম্পিং করে প্যাভিলিয়নের পথ দেখালেন।

Read More: IPL 2025: ‘অবিক্রিত’ তকমা মুছে ছিনিয়ে নিলেন পার্পল ক্যাপ , আইপিএলে নতুন রূপকথা লিখলেন শার্দুল!!

চিদাম্বরম স্টেডিয়ামে আবার দেখা গেল মাহির ম্যাজিক। এ দিন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। শুরুতেই চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে আগ্রাসী সূচনা দিতে শুরু করেছিলেন ব্যাঙ্গালুরু দলের ওপেনার ফিলিপ সল্ট (Philip Salt)। তবে প্রথম ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ফের প্রমাণ হল কেন উইকেটের পিছনে এখনও সেরা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

বিদ্যুৎ গতিতে ধোনির স্ট্যাম্পিং

Ms dhoni
MS Dhoni stamping | Image: Twitter

মাত্র ১৫ বলে পাঁচটি চার ও একটি ছক্কা মেরে ৩২ রানে ব্যাটিং করছিলেন সল্ট। নূর আহমেদের ওভারের শেষ বলটা একটু এগিয়ে গিয়ে খেলতে যান সল্ট। বলটি পরে সল্টের থেকে বাইরের দিকে যাচ্ছিল, আর সেই ফাঁদে পা দেন সল্ট। বলটি মারতে ব্যার্থ হন সল্ট এবং সেটি চলে যায় ধোনির হাতে। আর ধোনি বিদ্যুত গতিতে স্ট্যাম্প ভেঙে দেন। তৃতীয় আম্পায়ারের কাছে রেফারাল করেন মাঠে থাকা লেগ আম্পায়ার। রিপ্লে সামনে আসতেই মাথায় হাত পরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ভক্তদের। ১৬ বলে ৩২ রান বানিয়ে সাজঘরে ফেরেন ফিলিপ সল্ট। গতদিন একইভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) স্ট্যাম্প আউট করেছিলেন মহেন্দ্র সিং ধোনি আজকেও নিজের দ্রুত গ্লাভস ওয়ার্কের পরিচয় দিলেন তিনি।

দেখেনিন ভিডিও

Read Also: MS Dhoni: উইকেটের পিছনে ধোনি যেন বিদ্যুৎ, ৪৩-এর তারকার বিস্ময় স্টাম্পিং-এ সাজঘরে সূর্যকুমার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *