ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত নাম মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দীর্ঘ সময় বহু সাফল্য অর্জন করেছেন তিনি। জিতেছেন একদিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথমবার অধিনায়ক হয়ে মাঠে নেমেই ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ধোনির হাত ধরেই প্রথমবার টেস্ট ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিং-এ এক নম্বরে উঠে আসে ভারতীয় দল। বিরাট কোহলি (Virat Kohli), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) মত আজকের দিনের তারকাদেরও হাতে ধরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনার সাথে পরিচয় করিয়েছেন তিনি। অধিনায়কত্বের পাশাপাশি উইকেটরক্ষক এবং ব্যাটার হিসেবে ধোনির সাফল্য তাঁকে স্থান করে দিয়েছে ভারতীয় জনতার হৃদয়ে।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটকে এখনই বিদায় জানান নি ধোনি (MS Dhoni)। চুটিয়ে খেলছেন আইপিএল। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে ট্রফি জিতেছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক হিসেবে। সেই সাফল্যের পুনরাবৃত্তি ফের দেখা গেলো ২০২৩ সালে। গুজরাত টাইটান্সকে (GT) রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে পঞ্চম ট্রফি জিতলো চেন্নাই। অধিনায়ক ধোনি বোঝালেন বয়স বিয়াল্লিশ হলেও এখনও সচল রয়েছে তাঁর মগজাস্ত্র। পঞ্চম খেতাব জিতে টুর্নামেন্টের সফলতম দলের মর্যাদা পেলো চেন্নাই (CSK)। আর নেতা ধোনি (MS Dhoni) সফলতম অধিনায়ক হিসেবে গিয়ে বসলেন রোহিত শর্মার পাশে। ২০২৩ সালেই অনেকে ভেবেছিলেন অবসর নেবেন তিনি। কিন্তু আপাতত তেমন কোনো ঘোষণা করেন নি তিনি। বরং শুরু করেছেন নতুন অধ্যায়। ক্রিকেটের বাইশ গজের পাশাপাশি এবার চলচ্চিত্র প্রযোজনার কাজেও হাত লাগিয়েছেন তিনি।
Read More: WI vs IND: ক্যারিবিয়ান সফর শেষে অবসরের ইঙ্গিত বিরাট কোহলির, নিজেই বেছে নিলেন নিজের উত্তরসূরি !!
চেন্নাইতে যোগী বাবুর সাথে হাসিঠাট্টায় মাতলেন ধোনি-

এবার চলচ্চিত্র প্রযোজনায় পা রাখতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং তাঁর স্ত্রী সাক্ষী (Sakshi Dhoni)। তাঁদের ব্যানারের প্রথম ছবি হতে চলেছে LGM। তামিল ভাষার এই ছবিটির ট্রেলার উন্মোচনের জন্য সম্প্রতি চেন্নাইতে উপস্থিত হয়েছিলেন ধোনি দম্পতি। ১০ জুলাই এক অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনির হাত দিয়েই ট্রেলার উন্মোচন হয়। মঞ্চে উঠে মাইক হাতে ফুরফুরে মুডেই পাওয়া গেলো ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে। অতিথিদের সাথে হাসিঠাট্টা করতে দেখা যায় তাঁকে। তবে কমেডিয়ান যোগী বাবুর (Yogi Babu) সাথে মাহির কথোপকথনে হেসে খুন হতে হলো অতিথি অভ্যাগতদের। এই আলাপচারিতার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েও পড়েছে গত কয়েকদিনে। এমনকি চেন্নাই সুপার কিংস (CSK) ফ্র্যাঞ্চাইজিও শেয়ার করেছে ভিডিওটি।
তামিল ভাষার চলচ্চিত্রে জনপ্রিয় কৌতুকাভিনেতা যোগী বাবু (Yogi Babu)। ধোনি প্রযোজিত LGM সিনেমাটিতেও পর্দায় দেখা যাবে তাঁকে। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন তিনি। স্টেজে উঠে তাঁর উদ্দেশ্যে ‘মাহি’ বলেন, “খবর পড়লাম যোগী বাবু। আপনি নাকি চেন্নাই সুপার কিংস দলের অংশ হতে চান?” এরপর তিনি বলেন, “অম্বাতি রায়ডুর অবসরের পরে দলে একটা জায়গা খালি হয়েছে। আপনি চাইলে আসতে পারেন। তবে আপনার (কল) শীট যেহেতু সবসময় ভর্তি থাকে, আমায় আপনাকে রোজ ফোন করে জিজ্ঞেস করতে হবে- আন্না (দাদা) আগামীকাল ম্যাচ আছে। আপনি কি খালি রয়েছেন? আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো।” এরপর বাকিদের জানান, “আপনাদের জানিয়ে রাখি, উনি (যোগী বাবু) খুবই দ্রুত বোলিং করেন। সবসময় ব্যাটারদের হেলমেটে আঘাত করতে চান।” ধোনির (MS Dhoni) মন্তব্যে হেসে ফেলেন স্বয়ং কৌতুকাভিনেতাও।
দেখে নিন সেই আলাপচারিতার ভিডিও-
Call sheets to match sheets…
Thala 🤣🎥#LGMFromJuly28 #WhistlePodu 🦁💛 @DhoniLtd @msdhoni https://t.co/bzL8rBeXxd pic.twitter.com/CFf87jBW1H— Chennai Super Kings (@ChennaiIPL) July 23, 2023