“এখনও চালিয়ে যাবো…” অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই MS ধোনির, বড় ঘোষণা মাহির !! 1

চেন্নাই সুপার কিংসের (CSK) কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আসন্ন আইপিএল (IPL 2026) নিয়ে বড় আপডেট দিয়েছেন। ধোনি আগামী ৫ বছর আইপিএল খেলবেন বলে জানিয়ে দিয়েছেন। এমনকি, আসন্ন মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে ঋতুরাজ গাইকোয়ার্ডকে (Ruturaj Gaikwad) নেতৃত্ব দেখা যাবে বলে জানিয়ে দিয়েছেন। শনিবার চেন্নাইয়ের এক প্রাইভেট ইভেন্টে এমএস ধোনিকে দেখতে পাওয়া গিয়েছিল। সেখানেই ধোনি জানিয়ে দেন আসন্ন মৌসুমে ওপেনার হিসাবে দেখতে পাওয়া যাবে ঋতুরাজকে এবং তিনিই দলকে নেতৃত্ব দেবেন।

বড় ঘোষণা এমএস ধোনির

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীন ঋতুরাজ চোটের কারণে আইপিএলের মাঝ পথে ছিটকে গিয়েছিলেন। ঋতুরাজ ছিটকে যেতেই দলের নতুন অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাতে গুরুদায়িত্ব তুলে দেয় চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। এই ইভেন্টে এসে ধোনি স্পষ্ট উল্লেখ করেন, ২০২৫ আইপিএল টু্র্নামেন্টে চেন্নাইকে একেরপর এক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তিনি জানিয়ে দিয়েছেন, আসন্ন মৌসুমে চেন্নাই দলের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী করা হবে। এবারের আইপিএলে, পাঁচ বারের চ্যাম্পিয়ন সিএসকে ১৪টা ম্যাচের মধ্যে মাত্র ৪টে জিতে ১০ নম্বরে শেষ করে।

Read More: আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন চাহাল-ধনশ্রী, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!

খেলা চালিয়ে যাবেন ধোনি

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

চেন্নাইয়ের একটি প্রাইভেট ইভেন্টে এসে ধোনি (MS Dhoni) বললেন, “আমরা দলের ব্যাটিং অর্ডার নিয়ে সামান্য হলেও চিন্তিত। তবে, আগামী মৌসুমে তা সমাধান করতে হবে। ঋতুরাজও ফিরে আসবেন ও কামব্যাক করছে। আশা করি এবার আমরা ভালো প্রদর্শন করবো।” সঙ্গে তিনি আরও যোগ করেন, “২০২৫ আইপিএল টুর্নামেন্টে আমরা যে খারাপ প্রদর্শন দেখিয়েছি তা বলাও যায়না। আমাদের প্রদর্শনে সামান্য কিছু ত্রুটি ছিল যেগুলো মেরামত করার চেষ্টা চালাতে হবে। আশা করি এবার আমরা নতুন ভাবে নামতে পারবো।” তবে ধোনি নিজে খেলতে নামবেন কি না, সেই ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে, “আগামী ৫ বছরের জন্য আমি ক্রিকেট খেলার অনুমতি পেয়েছি। কিন্তু সমস্যা আছে, ডাক্তার শুধু চোখের জন্য অনুমতি দিয়েছেন, শরীরের জন্য নয়। কিন্তু আমি শুধু চোখ দিয়ে তো আর ক্রিকেট খেলতে পারব না।

Read Also: MS Dhoni’র জন্যই ২০১১’এর বিশ্বকাপে সুযোগ পান যুবরাজ সিং, চাঞ্চল্যকর তথ্য ফাঁস প্রাক্তন ভারতীয় কোচের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *