Ms dhoni celebrate his birthday with his pets by cutting cakes

১৯৮১ সালের ৭ জুলাই জন্ম নিয়েছিল বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র এমএস ধোনি (MS Dhoni)। ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণ করেন ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন এমএস ধোনি। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওডিআই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ধোনির। তার জন্মদিনে ভক্তরা প্রচুর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। একাধিক ভক্ত রয়েছে ক্যাপ্টেন কুলের, যারা মাহিকে দেখার জন্য পাগল হয়ে ওঠে। আইপিএল ২০২৩ জয় করেই হাঁটুর অপরেশন করেন ধোনি। তাই বর্তমানে রাঁচির বাড়িতেই রয়েছেন তিনি এবং নিজের জন্মদিন উদযাপন করলেন সারমেয়দের সঙ্গে। ৪২ তম জন্মদিনে সারমেয়দের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন ধোনি। যার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ও সেটি মুহূর্তে হয়েছে ভাইরাল।

Read More: জন্মদিনে বাড়ির ছাদ থেকে ভক্তদের জন্য এই কাজ করলেন এমএস ধোনি, ভিডিও ভাইরাল !!

ভাইরাল এমএস ধোনির কীর্তি

Ms dhoni
MS Dhoni | Image: Twitter

কালো টি শার্ট ও কালো ট্রাইজার পরে ধোনিকে একটি টেবিলে থাকা স্লাইস কেক কাটতে দেখা গেল। প্রথমে তিনি জন্মদিনের রীতিমতন কেকে রাখা মোমবাতিতে প্রথম ফুঁ দিয়ে মোমবাতি নেভান ও কেক কেটে তিনি তার সারমেয়দের খাওয়াতে শুরু করেন। তবে শুধু তারা নয়, কেক কেটে একটি অংশ নিজেও খেতে শুরু করেন। গোটা কেকটা তিনি আর তার সারমেয়রাই শেষ করেন। আর ধোনির (MS Dhoni) এই ভিডিও সামনে আসার পরই মুহূর্তে যা হয়ে গিয়েছে ভাইরাল। বেশ কয়েক বছর আগে ধোনিকে সোশ্যাল মিডিয়াতে খুব একটিভ দেখা যেত, কিন্তু আজকাল তিনি যেন সোশ্যাল মিডিয়াতে ক্ষনিকের সঙ্গী হিসেবে ব্যবহার করেন। আর ঠিক আজকে তিনি তার এই ভিডিওটি শেয়ার করলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। এমনকি ধোনির ভক্তদের উদ্দেশে হাত নাড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ধোনির ক্রিকেট ক্যারিয়ার

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

২০০৪ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ধোনির (MS Dhoni)। সাদা বলের ফরম্যাটে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান হয়ে ওঠেন ধোনি। ৩৫০ টি ওয়ানডে খেলেছেন তিনি ভারতের হয়ে এবং ৫০.৫৭ গড়ে ১০,৭৭৩ রান বানিয়েছেন। পাশাপাশি ১০ টি সেঞ্চুরি এবং ৭৩ টি অর্ধশতরান এসেছে মাহির ব্যাট থেকে। এই ফরম্যাটে তার সেরা স্কোর হলো ১৮৩ যেটি তিনি শ্রীলংকার বিরুদ্ধে করেছিলেন। পাশাপাশি, লাল বলের ফরম্যাটেও ৯০ ম্যাচে ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান করেছেন। ৯৮ টি টোয়েন্টি ম্যাচে ১৬১৭ রান করেছেন ও আইপিএলে ২৫০ ম্যাচে ৫০৮২ রান বানিয়েছেন ধোনি।

Read Also: Team India: শেষের পথে রাহুল দ্রাবিড় জমানা, পরম বন্ধুকে হেড কোচের পদে বসাবেন অজিত আগরকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *