ms-dhoni-bikes-awed-venkatesh-prasad

ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চার বছর আগে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর আর ‘মেন ইন ব্লু’র জার্সি গায়ে চাপান নি তিনি। ২০২০-তে কেরিয়ারের এক মন্তাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন অবসরের সিদ্ধান্ত। তবে ক্রিকেটীয় দক্ষতায় যে বিন্দুমাত্র মরচে পড়ে নি, তাঁর বিখ্যতা মগজাস্ত্র এখনও একই রকম সতেজ রয়েছে তা তিনি বুঝিয়েছেন আইপিএলের (IPL) ময়দানে। ২০২১ সালে জিতেছিলেন খেতাব। ২০২৩ সালেও ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল এনে দিলেন তিনি। অধিনায়ক হিসেবে পঞ্চম ট্রফি জিতে সফলতম নেতা হিসেবে আসন ভাগাভাগি করে নিলেন রোহিত শর্মার (Rohit Sharma) সাথে। প্রিয় তারকার সাফল্যে তখন আবেগে ভেসেছিলো সারা দেশ।

আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছিলো মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। তারপর জনসমক্ষে আর বেশী দেখা যায় নি চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। রাঁচির ফার্ম হাউজে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। গত ৭ জুলাই ছিলো ধোনির ৪২তম জন্মদিন। কোনো আড়ম্বর নয়, পরিবার ও পোষ্য কুকুরদের নিয়ে জন্মদিনের কেক কাটার এক ভিডিও নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। সাদামাটা জীবনে অভ্যস্ত ধোনির (MS Dhoni) নেশা বলতে কেবল গাড়ি এবং বাইক। রাঁচির ফার্ম হাউসে রয়েছে তাঁর সুবিশাল বাহন সংগ্রহ। নানা দেশের, নানা মডেলের গাড়ী এবং বাইক রয়েছে তাঁর কাছে। নিজে হাতে তাদের পরিচর্যাও করতে দেখা যায় ধোনিকে। সম্প্রতি রাঁচিতে ধোনির ফার্মহাউজে গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় বোলার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। বাইক সম্ভার দেখে রীতিমত হতবাক হয়ে পড়েন তিনি।

Read More: Team India: ওয়ানডে দল থেকেও বাদ পড়ছেন রোহিত শর্মা, এই তরুণ তুর্কি নেবেন জায়গা !!

ধোনির বাইক সম্ভার বাক্যহারা করলো প্রসাদকে-

MS Dhoni Bike Collection | Image: Twitter
MS Dhoni Bike Collection | Image: Twitter

ভারতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) ক্রিকেট থেকে অবসরের পর বর্তমানে হাতে তুলে নিয়েছেন ধারাভাষ্যের মাইক্রোফোন। চাঁচাছোলা ভাষায় কথা বলতেই তিনি পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতেও নিজের মত স্পষ্ট ভাষাতেই ব্যক্ত করেন তিনি। এর আগে কে এল রাহুলকে (KL Rahul) একাধিক ট্যুইটে বিঁধেছিলেন তিনি। সম্প্রতি শুভমান গিলের (Shubman Gill) টেস্ট ব্যাটিং গড় নিয়েও সরব হয়েছেন তিনি। এহেন প্রসাদের মুখেও কথা সরছে না মহেন্দ্র সিং ধোনির বাইক সম্ভার দেখে। রাঁচিতে ধোনির (MS Dhoni) ফার্ম হাউসে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর বাইক সংগ্রহ চোখে পড়ে প্রসাদের। গোটা ঘটনার ভিডিও করে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে পোস্ট করেছেন তিনি। ১০৯ সেকেন্ডের ভিডিওতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

ট্যুইটারে ভেঙ্কটেশ প্রসাদ লেখেন, “কি দুর্দান্ত একটা সংগ্রহ, কি দুর্দান্ত একজন মানুষ এমএসডি। জীবনে যা কিছু অর্জন করেছে,তার থেকেও অসামান্য একজন মানুষ ও। ওর রাঁচির বাড়িতে থাকা গাড়ি এবং বাইক সংগ্রহের এক ঝলক। এই মানুষটি এবং তাঁর আবেগ দেখে আমি বিহ্বল হয়ে পড়েছি।” ধোনির (MS Dhoni) সংগ্রহের বহর দেখে ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) বলে ওঠেন, “এটা তো বাইকের শোরুম হতে পারে। প্রচণ্ড আবেগ না থাকলে কেউ এমনটা করে না।” ধোনির স্ত্রী সাক্ষীর (Sakshi Dhoni) সাথেও কথা বলেছেন প্রসাদ। সাক্ষী তাঁকে জিজ্ঞাসা করেন, “প্রথমবার রাঁচী এসে কেমন লাগছে?” উত্তরে প্রসাদ বলেন, “দারুণ। না না প্রথমবার নয়, এটা আমার চতুর্থবার। কিন্তু এমন একটা জায়গা (ধোনির বাইক সংগ্রহ) আসলেই পাগল করে দেয়। নিবিড় ভালোবাসা না থাকলে কেউ এত বাইক কেনে না।”

বাইক প্রেমী ধোনির (MS Dhoni) সংগ্রহে রয়েছে পঞ্চাশটিরও বেশী বাইক। তার মধ্যে হার্লি ডেভিডসন ফ্যাট বয়, কাওয়াসাকি নিঞ্জা এইচ ২, ডুকাটি ১০৯৮, ইয়ামাহা আরডি ৩৫০, সুজুকি হায়াবুসার মত নামীদামী বাইক রয়েছে। এছাড়া নিজের প্রথম মোটরসাইকেলটিকেও যত্ন করে রেখে দিয়েছেন তিনি। তাঁর গাড়ী সম্ভারের মধ্যে রয়েছে নিসান জোঙ্গা, হামারের মত নামী বিদেশী গাড়ী।

দেখে নিন ভেঙ্কটেশ প্রসাদের ভিডিওটি-

ভেঙ্কটেশ প্রসাদের কেরিয়ার-

Venkatesh Prasad | MS Dhoni | Image: Twitter
Venkatesh Prasad | Image: Twitter

নব্বইয়ের দশকে ভারতের অন্যতম পেস ভরসা ছিলেন ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। কর্ণাটকের পেসার ভারতের জার্সিতে ৩৩টি টেস্ট এবং ১৬১টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৯৬টি উইকেট। একদিনের খেলায় তাঁর উইকেটসংখ্যা ১৯৬। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৬ বিশ্বকাপে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন প্রসাদ (Venkatesh Prasad)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রসাদের বলে চার মেরে পাক ব্যাটার আমির সোহেল ইশারায় ভেঙ্কটেশ প্রসাদকে বলেছিলেন বাউন্ডারি থেকে বল কুডিয়ে আনতে। পরের বলেই সোহেলের অফস্টাম্প উড়িয়ে আগ্রাসী সেলিবেশনে মেতেছিলেন ভারতীয় পেসার। সেই ম্যাচে জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া।

Also Read: “আমি 360 ডিগ্রি হতে চাই, তাই..” সূর্যকুমার যাদবকে দেখে অনুপ্রাণিত জিতেশ শর্মা, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *