ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবদান নিয়ে নতুন করে বলার কিছুই নেই। রাঁচির মেকন কলোনি থেকে উঠে আসা তরুণের হাত ধরে সাফল্যের প্রায় সব শৃঙ্গই জয় করেছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে যখন সিনিয়র ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ান, তখন শচীন তেন্ডুলকরের পরামর্শে ধোনির হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেয় বিসিসিআই। এরপরের এক দশক জুড়ে ভারতীয় দলে দেখা গিয়েছে ধোনি (MS Dhoni) জমানা। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ জিতে চমকে দিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ এরপর একে একে ধোনির হাত ধরেই ভারত জিতেছে ২০১১-এর ওডিআই বিশ্বকাপ ও ২০১৩-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। একমাত্র অধিনায়ক হিসেবে সীমিত ওভারের খেলায় আইসিসি আয়োজিত তিনটি ট্রফিই জেতার নজির গড়েছেন তিনি।
কেবল অধিনায়ক হিসেবে ত্রিমুকুট জয় নয়, মাঠে ব্যাট বা কিপিং গ্লাভস হাতে ধোনির (MS Dhoni) পারফর্ম্যান্স’ও তাঁকে জায়গা করে দিয়েছে সর্বকালের সেরাদের মধ্যে। ২০০৪ থেকে ২০১৯-প্রায় পনেরো বছরের কেরিয়ারে ধোনি ওডিআই’তে দশ হাজারের বেশী রান করেছেন। টেস্টেও রান পাঁচ হাজারের কাছাকাছি। সবচেয়ে কম সংখ্যক ইনিংস খেলে আইসিসি ওডিআই র্যাঙ্কিং-এ এক নম্বর ব্যাটার হয়েছিলেন তিনি। আজও যে রেকর্ড রয়েছে অক্ষত। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সমান সফল ধোনি। জিতেছেন পাঁচ আইপিএল ও ২টি চ্যাম্পিয়ন্স লীগ টি-২০। তাঁর মাঠের সাফল্যের খতিয়ান জানেন ক্রিকেটপ্রেমী মাত্রেই। তবে ভারতের ‘ক্যাপ্টেন কুল’-এর ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে কৌতূহল। মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) প্রেমজীবনের উপর থেকে পর্দা সরানোর প্রয়াস থাকলো এই প্রতিবেদনে।
Read More: IPL 2024: KL রাহুলকে নতুন দায়িত্ব দিচ্ছে LSG, ছিনিয়ে নিতে চলেছে অধিনায়কত্ব !!
প্রিয়াঙ্কা ঝা-
মহেন্দ্র সিং ধোনির প্রথম প্রেমিকা হিসেবে প্রিয়াঙ্কা ঝা-এর (Priyanka Jha) নাম জানা যায়। ২০০২ সালে ধোনির বয়স যখন ২০, তখন দুজনের সাক্ষাৎ ও প্রেম। দুর্ভাগ্যজনক ভাবে এক সড়ক দুর্ঘটনায় প্রিয়াঙ্কা প্রাণ হারান। এই দুঃখজনক ঘটনার অভিঘাত যে ধোনির জীবনে বড় প্রভাব ফেলেছিলো তা বলাই বাহুল্য। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বায়োপিক এম এস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি’তে ক্রিকেট তারকার জীবনের এই পর্বটি তুলে ধরা হয়েছিলো। ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। প্রিয়াঙ্কা ঝা-এর ভূমিকায় ছিলেন দিশা পাটনি।
দীপিকা পাড়ুকোন-
![TOP 5: এই পাঁচ সুন্দরীর প্রেমে মজেছিলেন MS ধোনি, তালিকায় রয়েছেন বলিউড জগতের দুই চেনা মুখ’ও !! 3 Deepika Padukone and MS Dhoni | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/01/ddp.jpeg)
বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একটা সময় ধোনির সঙ্গে নাম জড়িয়েছিলো তাঁর’ও। অভিনেত্রীর অনুরোধেই নাকি নিজের ট্রেডমার্ক লম্বা সোনালী চুল’ও কেটে ফেলেছিলেন ধোনি (MS Dhoni)। ক্রিকেট তারকার বেশ কিছু ম্যাচ দেখতে মাঠেও দেখা গিয়েছিলো দীপিকা’কে। পরে অবশ্য জানা গিয়েছিলো যে দূরত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে। দীপিকা’র সঙ্গে জড়িয়েছিলো ভারতীয় দলের অলরাউন্ডার যুবরাজ সিং-এর (Yuvraj Singh) নাম’ও।
প্রীতি সিমোস-
![TOP 5: এই পাঁচ সুন্দরীর প্রেমে মজেছিলেন MS ধোনি, তালিকায় রয়েছেন বলিউড জগতের দুই চেনা মুখ’ও !! 4 MS Dhoni and Preeti Simoes | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/01/simoes.jpg)
মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন প্রেমিকাদের তালিকায় নাম থাকবে প্রীতি সিমোসের (Preeti Simoes)। একটা সময় রটে গিয়েছিলো যে প্রেম করছেন দুজনে। একসঙ্গে তাঁদের বেশ কয়েকবার দেখাও গিয়েছিলো নানা জায়গায়। কিন্তু দুজনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন নি। পরবর্তীতে দূরত্ব বাড়ে দুজনের মধ্যে।
রাই লক্ষ্মী-
![TOP 5: এই পাঁচ সুন্দরীর প্রেমে মজেছিলেন MS ধোনি, তালিকায় রয়েছেন বলিউড জগতের দুই চেনা মুখ’ও !! 5 Rai Lakhsmi and MS Dhoni | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/01/raaidhoni-1532064716.jpg)
দক্ষিণী ছবির অভিনেত্রী রাই লক্ষ্মীর (Rai Lakshmi) সাথে মহেন্দ্র সিং ধোনির ‘ডেটিং’ গুঞ্জন একটা সময় জায়গা করে নিয়েছিলো সংবাদমাধ্যমে। ২০০৯ সালে দুজন কিছুদিনের জন্য সম্পর্কে ছিলেন বলে জানা যায়। সেই সময় রাই লক্ষ্মী জানিয়েছিলেন যে ধোনি প্রস্তাব দিলে তিনি খুশিমনেই সম্মতি দেবেন। যদিও তা আর হয় নি। ধোনি (MS Dhoni) সংবাদমাধ্যমের সামনে রাই লক্ষ্মীর সাথে সম্পর্ক নিয়ে কোনো মন্তব্যই করেন নি। কিছুদিনের মধ্যেই ব্রেক-আপ হয় তাঁদের।
আসিন লোখাণ্ডওয়ালা-
![TOP 5: এই পাঁচ সুন্দরীর প্রেমে মজেছিলেন MS ধোনি, তালিকায় রয়েছেন বলিউড জগতের দুই চেনা মুখ’ও !! 6 Asin and MS Dhoni | Image: Twitter](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/01/asin-dhoni.jpg)
২০১০ সালে গুঞ্জন শোনা গিয়েছিলো যে বলিউড অভিনেত্রী আসিন’কে (Asin) নাকি ডেট করছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএলের সেমিফাইনালের আগে ধোনিকে দেখা গিয়েছিলো আসিনের বাড়িতে, যার ফলে বেড়েছিলো জল্পনা। সাক্ষী সিং রাওয়াত-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে আসিন’ই নাকি ছিলেন তাঁর শেষ প্রেমিকা। শোনা যায় তেমনটাই। যদিও শ্রীলঙ্কায় ২০১১ সালে একটি অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা গিয়েছিলো।