ভারত-পাক এশিয়া কাপ ম্যাচ নিয়ে কাটছে না জটিলতা, হবে না সরাসরি সম্প্রচার !! 1

এশিয়া কাপে ভারত ও পাকিস্তান (IND vs PAK) রয়েছে একই গ্রুপে। আগামী ১৪ তারিখ মুখোমুখি হওয়ার কথা তাদের। টুর্নামেন্টের যা ফর্ম্যাট তাতে শেষ চার পর্ব ও ফাইনালে আরও দুইবার বাইশ গজে প্রতিদ্বন্দ্বীতায় নামতে পারে দুই দল। সাধারণত ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে সীমান্তের দুই পারেই থাকে তীব্র উত্তেজনা। কিন্তু এবার পরিস্থিতি খানিক আলাদা। গত এপ্রিলের পহলগাম হত্যাকাণ্ড ও মে’র অপারেশন সিঁদুরের পর ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানকে বয়কটের পক্ষপাতী অধিকাংশ ভারতবাসী। ইতিমধ্যে লেজেন্ডস লীগের খেলায় পাক প্রাক্তনীদের বিরুদ্ধে মাঠে নামতে অসম্মত হয়েছেন ভারতীয় প্রাক্তনীরা। এশিয়া কাপে সূর্যকুমার যাদবের দলও একই পন্থা নিক, উঠছে দাবী। ভারত-পাক ম্যাচ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজাও। ম্যাচের সম্প্রচার যাতে না হয় তা নিশ্চিত করতে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রীকে চিঠি লিখেছেন শিবসেনা (UBT) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।

Read More: এশিয়া কাপের আগে অসুস্থ শুভমান গিল, দুশ্চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট !!

বিস্ফোরক চিঠি বিরোধী সাংসদের-

Priyanka Chaturvedi | Image: Twitter
Priyanka Chaturvedi | Image: Twitter

“একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই ভারতের,” দিনকয়েক আগে একটি ট্যুইটবার্তায় লিখেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পড়শি দেশের বিরুদ্ধে ক্রিকেট খেলা মানে আদতে শহীদদের অপমান করা, তুলেছিলেন অভিযোগ। এবার সুর চড়ালেন শিবসেনা (UBT) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও (Priyanka Chaturvedi)। ভারত-পাক (IND vs PAK) ম্যাচ প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি লিখেছেন তিনি। ১৯৯০-৯১ মরসুমে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে টিম ইন্ডিয়া যে এশিয়া কাপ বয়কট করেছিলো তা তাঁকে মনে করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। একান্তই যদি ২০২৫-এর ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথ রোখা না যায় সেক্ষেত্রে তার লাইভ সম্প্রচারে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়, দাবী তুলেছেন তিনি। ট্যুইটারে সেই ছবির প্রতিলিপি পোস্ট করে কড়া ভাষায় আক্রমণও শানিয়েছেন শিবসেনা (UBT) সাংসদ।

“ভারত ক্ষুব্ধ। অপারেশন সিঁদুরের সময় ভারতবাসী নির্দ্বিধায় কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছেন যে অপারেশন সিঁদুর এখনও চলছে, তখন পাকিস্তানের সাথে কোনোরকম সম্পর্করক্ষা আদতে সেই সমর্থনের সাথে প্রতারণা। আশা রাখব আপনি ভারতের স্বার্থকে শিরোধার্য করে দেশবাসী সরকারের থেকে যা চাইছেন সেই কাজটাই করবেন। যদি ভারত-পাক ম্যাচ আয়োজিত হয় তাহলে তার লাইভ স্ট্রিমিং-এ নিষেধাজ্ঞা জারি করার অনুরোধ জানিয়ে তথ্যসম্প্রচার ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে একটি চিঠি আমি লিখেছি,” ট্যুইটবার্তায় জানিয়েছেন রাজ্যসভা সাংসদ। প্রিয়াঙ্কার (Priyanka Chaturvedi) ট্যুইটের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটদুনিয়ায়। ক্রিকেটপ্রেমীদের অনেকেই তাঁর অবস্থানকে সমর্থন জানিয়েছেন। ভারত-পাক (IND vs PAK) ম্যাচকে কেন্দ্রে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, আঙুল তুলেছেন কেউ কেউ।

দেখে নিন সেই ট্যুইটবার্তা ও চিঠি-

অবস্থান স্পষ্ট করেছে সরকার-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানের প্রতি ভারত সরকারের মনোভাব কি? এশিয়া কাপ (Asia Cup 2025) সূচি সামনে আসার পরেই উঠেছিলো এই প্রশ্ন। গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। পড়শি দেশের বিরুদ্ধে (IND vs PAK) কোনো রকম দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করবে না ভারত, স্পষ্ট জানানো হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে। তবে বহুদলীয় টুর্নামেন্টগুলির ক্ষেত্রে খানিক নরম অবস্থান সরকারের। আয়োজক সংস্থাগুলি ও ক্রীড়াবিদ্‌’দের স্বার্থের কথা মাথায় রেখে ঐ প্রতিযোগিতাগুলিতে ভারতের অংশগ্রহণ বা পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) মাঠে নামার ক্ষেত্রে কোনো রকম বাধা সরকার দেবে না বলে জানানো হয়েছে। ভবিষ্যতে কমনওয়েলথ গেমস, অলিম্পকসের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চায় ভারত। তাই পরিকাঠামো উন্নয়ন, সরকারী দীর্ঘসূত্রিতার কাটানোর অঙ্গীকারও রয়েছে ঐ বিজ্ঞপ্তিতে।

দেখুন সেই বিজ্ঞপ্তি-

Also Read: “নির্বাচকদের ব্যখ্যা দিতে হবে..”, অক্ষর প্যাটেল সহ অধিনায়কের পদ হারানোয় ক্ষোভ প্রকাশ মহম্মদ কাইফের !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *