৪. অজিঙ্ক রাহানে
এই তালিকায় দ্বিতীয় নাম ইন্ডিয়ান ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্ক রাহানের। ধৈর্য আর সংযম সহকারে ব্যাটীং করা অজিঙ্ক রাহানে ১৩বার আইপিএলে গোল্ডেন ডাক হয়েছেন। আইপিএলে ২০০৮ সাল থেকে রাহানে দিল্লি, কলকাতা, মুম্বই, রাজস্থান ছাড়াও রাইজিং পুণে সুপার জায়ান্টসের হয়েও খেলেছেন।
বর্তমান সময়ে কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন রাহানে। তার আইপিএল কেরিয়ারের কথা বলা হলে রাহানে এখনও পর্যন্ত ১৫৮টি ম্যাচ খেলেছেন, তার মধ্যে তিনি ৩০ এর বেশি গড়ে ৪০৭৪ রান করেছেন। তার ব্যাট থেকে আইপিএলে ২টি সেঞ্চুরি আর ২৮টি হাফসেঞ্চুরিও বেরিয়েছে।