mohsin-naqvi-on-ind-vs-pak-cricket

নয়া শতকের গোড়ায় শুরু হয়েছিলো ভারত-পাক (IND vs PAK) ক্রিকেটীয় সম্পর্ককে স্বাভাবিক করার প্রয়াস। ২০০৩-০৪ মরসুমে পড়শি দেশে পা রেখেছিলো ‘মেন ইন ব্লু।’ ২০০৪-০৫ মরসুমে ফের একবার তারা গিয়েছিলো পাকিস্তান সফরে। ২০০৭-এ ভারতে আসে পাকিস্তান দল’ও। কিন্তু পরিস্থিতি বদলে যায় ২০০৮-এ। ২৬/১১’র সন্ত্রাসবাদী হামলার পর ওয়াঘা সীমান্তের ওপারে আর দল পাঠায় নি বিসিসিআই। ২০১২-১৩ মরসুমে ভারতের মাঠে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ (IND vs PAK) খেলে উপমহাদেশের দুই হেভিওয়েট ক্রিকেটীয় শক্তি। এরপর সন্ত্রাসবাদী, মৌলবাদের মত নানা কারণে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে,এবং তার সরাসরি প্রতিফলন দেখা গিয়েছে ক্রিকেটের বাইশ গজেও। সাম্প্রতিক পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারতের অভ্যন্তরে দাবী উঠেছে পাকিস্তানকে সম্পূর্ণ বয়কট করার।

Read More: ৪,৪,৪,৬,৬,৬,৬… এশিয়া কাপের আগে দুরন্ত ফর্মে সঞ্জু স্যামসন, হাঁকালেন ৪২ বলে সেঞ্চুরি !!

সুর চড়ালেন মহসীন নকভি-

Mohsin Naqvi | Image: Getty Images
Mohsin Naqvi | Image: Getty Images

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) খেলা নিয়ে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল। ক্রিকেট অনুরাগীদের অনেকেই এই ম্যাচ বয়কটের দাবী তুলেছেন। রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে ভারত-পাক বাইশ গজের দ্বৈরথ নিয়ে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ট্যুইটবার্তায় লিখেছেন, “একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া কোথাও পাকিস্তানের মোকাবিলা করার প্রয়োজন নেই ভারতের।” শিবসেনা (UBT) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী একটি চিঠি লিখেছেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচার ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। টেলিভিশন ও ওটিটি মাধ্যমে ম্যাচের সম্প্রচার রুখে দেওয়া হোক, দাবী জানিয়েছেন তিনি। নিজেদের অবস্থান জানিয়েছে কেন্দ্রীয় সরকার’ও। দ্বিপাক্ষিক সিরিজে (IND vs PAK) নিষেধাজ্ঞা থাকলেও বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে টিম ইন্ডিয়াকে বারণ করা হবে না বলেই জানিয়েছে তারা।

ভারত-পাক (IND vs PAK) ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে চর্চা চলছে ওয়াঘা সীমান্তের পশ্চিম পাড়েও। ২০২৩-এর এশিয়া কাপ বা ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময় টিম ইন্ডিয়াকে পাকিস্তানের মাটিতে আমন্ত্রণ জানিয়েছিলো পিসিবি। কিন্তু নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিসিসিআই। নিরপেক্ষ ভেন্যুতে হয় দুই টুর্নামেন্টই। ২০২৭ অবধি দুই দেশই একে অপরের দেশে ক্রিকেট খেলবে না (IND vs PAK), স্থির হয় বৈঠকে। ভবিষ্যতে আর অনুরোধ-উপরোধের পথে হাঁটবে না পাকিস্তান, সাফ জানিয়েছেন পিসিবি প্রধান মহসীন নকভি (Mohsin Naqvi)। “আলোচনা হলে তা সমতার ভিত্তিতে হবে বলেই আমি মনে করি। আমরা কোনো রকম ভিক্ষা চাইব না। সেই দিন পেরিয়ে গিয়েছে। যা হবে সেটা সমতার ভিত্তিতেই হবে,” লাহোরে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি।

ভারতে আসছে না পাক হকি দল-

IND vs PAK Hockey Match | Image: Getty Images
IND vs PAK Hockey Match | Image: Getty Images

অগস্ট মাসের ২৯ তারিখ থেকে বিহারের রাজগিরে শুরু হচ্ছে হকির এশিয়া কাপ। নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের সিদ্ধান্তে বিরক্ত হকি ইন্ডিয়ার সচিব জেনারেল ভোলা নাথ সিং। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “পাকিস্তান কেন আসছে না? আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়। নিরাপত্তাব্যবস্থা হোক বা পরিকাঠামো-ভারত সবদিক থেকেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে।” উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও কংগ্রেস বিধায়ক প্রগত সিং-ও। বলেছেন, “ভারতে কোনো রকম সমস্যাই নেই।” পাকিস্তানের পাশাপাশি এশিয়া কাপ থেকে নাম তুলে নিয়েছে ওমান’ও। তবে নিরাপত্তাজনিত কারণে নয়, আর্থিক সমস্যার জন্য সরে দাঁড়াতে হয়েছে তাদের। বিকল্প হিসেবে সুযোগ পেয়েছে কাজাখস্তান ও বাংলাদেশ।

Also Read: ভালো খেলেও মিলছে না সুযোগ, গম্ভীর-আগরকারদের ভুলে ডুবতে বসেছে এই তারকার কেরিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *