Mohammed Siraj: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হওয়ার। ১৮তম মৌসুমে পা দিয়েছে আইপিএল, এবারের আইপিএলে ক্রিকেট প্রেমীদের নজর থাকবে ভারতীয় স্টার খেলোয়াড়দের দিকে। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল, আর প্রথম খেলায় মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রজত পতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দল। দুই দলের মধ্যে প্রথম লড়াইটা কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে। আসন্ন আইপিএলে বেশ কিছু নতুন খেলোয়াড়কে নতুন দলে দেখতে পাওয়া যাবে।
RCB দলের হয়ে খেলতে দেখা যাবে না সিরাজকে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আসন্ন ম্যাচ খেললেও, এবার RCB-এর জার্সিতে খেলতে দেখা যাবে না মোহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। তারকা ক্রিকেটারকে মুক্তি দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। এবার তাকে নতুন দলের হয়ে মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যাবে। আসলে, আসন্ন আইপিএলে গুজরাত টাইটান্স (GT) দলের হয়ে খেলতে দেখা যাবে মোহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। নিলামের মঞ্চে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় গুজরাত দলে শামিল হয়েছেন, যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) দলের কাছে সুযোগ থাকলেও সিরাজের জন্য রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করেনি।
নতুন দলে নাম লেখালেন সিরাজ

সিরাজ ২০১৮-২০২৪ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অংশ ছিলেন। এই সময় কালে সিরাজ ৮৭ ম্যাচ খেলেছিলেন এবং ৮৩ উইকেট পেয়েছিলেন। তাঁর গড় ছিল ৩১.৪৪ এবং ইকোনমি রেট ছিল ৮.৬০। নিলামের শুরুতেই গুজরাত টাইটান্স তাদের প্রমুখ পেসার মোহম্মদ শামিকে (Mohammed Shami) ছাঁটাই করেছিল। এমনকি, নিলামের মঞ্চেও শামিকে ধরে রাখার কোনো সিদ্ধান্ত নেয়নি ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। মোহম্মদ শামিকে এবার সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলতে দেখা যাবে তেমন সিরাজকে গুজরাতের জার্সিতে খেলতে দেখা যাবে।
আইপিএলের মঞ্চে, দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা (Kagiso Rabada), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) এবং ইশান্ত শর্মাদের (Ishant Sharma) মতন বোলারদের সঙ্গে জুটি গড়তে দেখা যাবে। গুজরাত ২০২২ এবং ২০২৩ সালে আইপিএলের ফাইনালে পরস্পর দুই বছর পৌঁছে গিয়েছিল, তবে ২০২৪ সালের আগেই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) গুজরাত দল ছেড়ে দিতেই গুজরাত গতবারের আইপিএলে প্লে-অফের মঞ্চে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল।