Mohammed Siraj: লর্ডসে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৯৩ রান প্রয়োজন ছিলো টিম ইন্ডিয়ার। অল্প রানের লক্ষ্যমাত্রা সহজেই ছুঁয়ে ফেলবে তারকাখচিত ব্যাটিং লাইন-আপ, ভেবেছিলেন অনুরাগীরা। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে উলটো ছবি। চতুর্থ দিনের শেষ সেশনেই মুখ থুবড়ে পড়ে টপ-অর্ডার। দ্রুত সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিল’রা। নাইটওয়াচম্যান হিসেবে পাঠানো হয়েছিলো আকাশ দীপ’কে। দিনের শেষ বলে বোল্ড হন তিনিও। ৪ উইকেটের বিনিময়ে ৫৮ তুলে সেদিন থেমেছিলো ‘মেন ইন ব্লু।’ ব্যর্থতার ছবিটা বদলায় নি পঞ্চম দিনের সকালেও। রাহুল, ঋষভ পন্থ, ওয়াশিংটন, নীতিশ রেড্ডিরা আউট হন লাঞ্চের আগেই। শেষমেশ দুই টেল-এন্ডারকে নিয়ে প্রতিরোধ গড়েন রবীন্দ্র জাদেজা। তাঁর ব্যাটেই বেঁচে ছিলো ভারতের আশা। কিন্তু শেষরক্ষা হয় নি। প্রথমে বুমরাহ ও পরে সিরাজ (Mohammed Siraj) ফিরতেই হার নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার।
Read More: দক্ষিণী তারকার সঙ্গে শুরু বিয়ের প্রস্তুতি, শোয়েব অধ্যায় মুছলেন সানিয়া মির্জা !!
হার হৃদয়বিদারক,বলছেন সিরাজ-

আর্চার-ওকস-কার্সদের পেস আক্রমণ দারুণ ভাবে সামলাচ্ছিলেন জাদেজা (Ravindra Jadeja) ও সিরাজ (Mohammed Siraj)। ক্রমেই দৃশ্যমান হচ্ছিলো লক্ষ্য। উপায়ন্তর না দেখে আহত শোয়েব বশিরের হাতেই বল তুলে দেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। পাক বংশোদ্ভূত অফস্পিনারের চতুর্থ ডেলিভারিটিতে ব্যাকফুটে গিয়ে ‘ডিফেন্ড’ করেছিলেন সিরাজ। ব্যাটের একদম মাঝখানে লেগেছিলো বল। কিন্তু ‘ডেড’ হওয়ার পরিবর্তে তা গড়িয়ে লাগে স্টাম্পে। ছিটকে যায় একটি বেল। ১৭০ রানেই যবনিকা পড়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংসে। এইভাবে আউট হওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন সিরাজ (Mohammed Siraj) স্বয়ং। আগামী বৃহস্পতিবার থেকে রয়েছে চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন হায়দ্রাবাদের পেসার। সেখানেই লর্ডসের সেই ‘অভিশপ্ত মুহূর্ত’ সম্পর্কে মুখ খুলেছেন তিনি।
সিরাজ (Mohammed Siraj) জানান, “যেভাবে আমরা ব্যাটিং করছিলাম, আমি আর জাড্ডু ভাই (রবীন্দ্র জাদেজা), কখনোই মনে হয় নি যে আমি আউট হতে পারি। ওখানে ব্যাটিং করার সময় আত্মবিশ্বাসী ছিলাম আমি যে একমাত্র নিজে থেকে ভুল না করলে আউট হব না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ব্যাটের মাঝখান দিয়ে ডিফেন্ড করার পরেও আমি আউট হয়ে যাই। সেটা হৃদয়বিদারক।” “একটা সময় মনে হচ্ছিলো যে আমরা ৮০ রানের ব্যবধানে হারব। তারপর আমরা দারুণ লড়াই করি। আমরা চা পানের বিরতির পর অবধি খেলাকে টেনে নিয়ে গিয়েছিলাম। সেটা আরও বেশী যন্ত্রণাদায়ক। যদি ৮০ রানের ব্যবধানে হারতাম কিছুই মনে হত না। কিন্তু এত কাছে গিয়েও হার হৃদয় ভেঙে দেয়। কিন্তু নিজেই নিজেকে বলেছি যে সিরিজ এখনও শেষ হয় নি। এখনও দু’টি টেস্ট বাকি। ঐ ম্যাচগুলিতে মজা হবে,” সংযোজন তাঁর।
ফর্ম নিয়ে চিন্তিত নন মহম্মদ সিরাজ-

ফর্ম নিয়ে বিশেষ চিন্তিত নন মহম্মদ সিরাজ। সাংবাদিক সম্মেলনে গতকাল তিনি বলেছেন, “আমি বেশ ভালো বোলিং করছি। শুধু ভাগ্য সঙ্গ দিচ্ছে না। একজন বোলার হিসেবে আমি যখন ভালো বোলিং করি তখন অবশ্যই উইকেট চাই। কিন্তু নিজেকে এটা বলতেই হয় যে যদি এই ম্যাচে না হয় তাহলে পরের ম্যাচে নিশ্চয়ই পাবে। উপরওয়ালাও দেখছেন। তিনি যদি আমায় এতদূর নিয়ে আসতে পারেন তাহলে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন।” কি করে নিজেকে মোটিভেট করেন? “উইকেট না এলেও বিরক্ত হলে চলবে না। শেষ ম্যাচেও আমি জো রুট’কে ‘বিট’ করলাম, এজ্ লাগলো, শুধু উইকেটটাই এলো না। আমাকে সেই সময় নিজেকে বলতে হয় যে ‘সবকিছু সহজ রাখ আর নিয়মিত ভালো বল করে যাও। ফলাফল আপসে আসবে,’” উত্তর সিরাজের (Mohammed Siraj)।
Also Read: IND vs ENG 4th Test: প্রকাশ্যে চতুর্থ টেস্টের একাদশ, চমক দিয়ে দলে জায়গা করে নিলেন এই তারকা !!