সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আর এই ট্রাফিক ভাগ্য পুরোটাই টিকে রয়েছে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) হাতে। অস্ট্রেলিয়া সফরের চোট পেয়েছিলেন বুমরাহ। আর সেই চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই তারকা পেসার। এমনকি তারকা পেসারকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টাও চালাচ্ছে বিসিসিআই (BCCI)। আপাতত জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেখানে তাঁর চোট খতিয়ে দেখা হচ্ছে। তবে আদেও কি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট হবেন ? তা জানা যাবে দুই তিন দিনের মধ্যেই।
NCA-তে গিয়েছেন বুমরাহ
জানা গিয়েছে, গত রবিবার ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে গিয়েছিলেন বুমরাহ। আর সেখানেই দুই-তিন দিন থাকার সিদ্ধান্ত নেন তিনি। সেখানেই তার স্ক্যান হওয়ার কথা ছিল। চোট খতিয়ে দেখেই রিপোর্ট পেশ করবেন অ্যাকাডেমির চিকিৎসকেরা। আর সেই রিপোর্টের উপর ভিত্তি করেই অজিত আগারকারের নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে বুমরাহ আদেও খেলতে পারবে কিনা। চিকিৎসকরা যদি মনে করেন বুমরাহের অস্ত্রোপচারের কোনো প্রয়জন নেই তাহলে বুনরহাকে নিয়ে চিন্তা থাকবে না টিম ম্যানেজমেন্টের।
সেই রিপোর্ট দেখে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে বুমরাহ খেলতে পারবেন কি না। যদি চিকিৎসকেরা মনে করেন যে বুমরাহের অস্ত্রোপচারের দরকার নেই, তা হলে ভাল খবর। কিন্তু যদি তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হয় তা হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের খেলার সম্ভাবনা নেই। পাশাপাশি, বুমরাহকে সুস্থ করতে নিউ জিল্যান্ডের শল্য চিকিৎসক রোয়ান শাওটেনের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই (BCCI)। ২০২২ সালে তিনিই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল তাতে নাম রয়েছে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah)।
মোহম্মদ সিরাজ হবেন যোগ্য পরিবর্তন
যদিও বুমরাহ সুস্থ হতে না পারলে দলে বদল করা হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে দলে সুযোগ পেয়েছেন হার্ষিত রানা। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের পরিবর্তন হিসাবে হয়তো হার্ষিত রানাকে সুযোগ দেওয়া হবে না। তার বদলে তারকা পেসার মোহম্মদ সিরাজকে (Mohammed Siraj) সুযোগ পেতে দেখা যাবে। সিরাজকে এই টুর্নামেন্টের অংশ করেনি বিসিসিআই। ক্যাপ্টেন রোহিত জানিয়ে দিয়েছিলেন বল পুরানো হয়ে গেলে সিরাজের পারফরম্যান্সও খারাপ হতে শুরু করে। তাই তাকে দলের বাইরে রাখা হয়েছে। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে তিনি শামি ও বুমরাহের পর সবথেকে বেশি অভিজ্ঞ। তাই অভিজ্ঞতার জেরেই জাতীয় দলে সুযোগ পেতে পারেন সিরাজ।