mohammed-siraj-and-dhanashree-verma-post-gone-viral

গতকাল ভারতীয় দল উইন্ডিজের বিরুদ্ধে একটি লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছে। যেখানে প্রথম টি টোয়েন্টি ম্যাচে, উইন্ডিজের কাছে ১৫০ চেজ করতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল এবং সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। তবে অন্যদিকে, বর্তমানে ক্রিকেট দুনিয়ায় অন্যতম চর্চিত চরিত্র হলো জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বিখ্যাত ইউটিউবার ধনশ্রী ভার্মার সাথে সম্পর্কের পর চাহালে ক্যারিয়ারে উঠেছে প্রশ্ন। আসলে, সোশ্যাল মিডিয়ায় সবসময় একটিভ থাকেন চাহাল পত্নী। এবার ধনশ্রীর নতুন একটি লুক ভাইরাল হয়েছে যা দেখে বেশ ফিদা হয়ে গেছে ভক্তগণ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এবার মহম্মদ সিরাজের ভঙ্গিতে পোজ দিলেন ধনশ্রী। তার লুক রিতিমতন সমাজ মাধ্যমে ভাইরাল।

Read More: WI vs IND: ত্রিনিদাদের বাইশ গজে যুজবেন্দ্র চাহাল ম্যাজিক, প্রথম ওভারেই ঝুলিতে জোড়া উইকেট !!

সিরাজকে মনে ধরলো ধনশ্রীর

একদিকে, উইন্ডিজ সফরে ওডিআই দলে থাকা মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) হাঁটুতে চোট পেয়ে দেশে ফিরে আসেন তো অন্যদিকে উইন্ডিজেই রয়েছেন জুজুভেন্দ্র চাহাল ও তার পত্নী। তবে, ভারতে আসতেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল সিরাজ। চাহাল পত্নী সিরাজকে ভাইরাল করেছেন। আসলে, বেশ কিছুদিন আগে সমাজ মাধ্যমে মোহাম্মদ সিরাজ একটি ফটো পোস্ট করেছিলেন যেখানে সিরাজকে একটি বিশেষ পোজে ফটো তুলতে দেখা গিয়েছিল। হঠাৎ সেই পোজ কপি করে সমাজ মাধ্যমে একটি ফটো আপলোড দিলেন ধনশ্রী এবং নতুন এই ফটো শেয়ার করে হয়ে গেলেন ভাইরাল। পাশাপাশি, তিনি ক্যাপশনে লিখেছেন “সেম টু সেম…”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধনশ্রী

Chahal, sirajসোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন ধনশ্রী। যেহেতু তিনি একজন নৃত্যশিল্পী, তার ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় প্রদর্শিত হয়। চাহালের সঙ্গে তার অনেক মজার ভিডিওও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। কিন্তু এখন চাহাল নয়, মোহাম্মদ সিরাজের সঙ্গে তার ইন্সটা গল্প ভাইরাল হয়েছে। শুধু সিরাজ নয় এর আগে শ্রেয়স আইয়ারের সাথেও অনেক ছবি পোস্ট করতে দেখা গিয়েছে চাহাল পত্নীকে। যেকারণে ধনশ্রীর এই ফোনটি আবার ভাইরাল হলো। অন্যদিকে, সিরিজের কথা বলতে গেলে, হাঁটুতে চোট পেয়েছেন মোহাম্মদ সিরাজ। চোটের কারণে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগেই ভারতে ফিরেছেন সিরাজ। আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইনি। এমনকি উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি।

Read More: WI vs IND, 1st T20 HIGHLIGHT: প্রথম টি-টোয়েন্টি ১৫০ রান তাড়া করতে ব্যর্থ ভারত, ৪ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *