mohammed-shamis-return-is-on-the-cards

২০২৩-এর ওডিআই বিশ্বকাপে ঝড় তুলেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। টিম কম্বিনেশনের জন্য প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে খেলাতেই পারে নি ভারতীয় দল (Team India)। কিন্তু বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় কপাল খোলে বাংলার পেসারের। বিশ্বকাপের মঞ্চে আবির্ভাবেই পাঁচ উইকেট তুলে নেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে এনে দেন বড় জয়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। মাত্র ৭ ম্যাচে ১০.৭০ গড়ে তাঁর ঝুলিতে জমা হয় ২৪ উইকেট। টুর্নামেন্টের সেরা উইকেটশিকারীর শিরোপা আদায় করে নিয়েছিলেন শামি (Mohammed Shami)। একইসাথে ওডিআই বিশ্বকাপ ইতিহাসে সফলতম ভারতীয় বোলারের আসনেও বসেন তিনি। পিছনে ফেলেন জাভাগাল শ্রীনাথ ও জাহির খানের মত কিংবদন্তিদের।

গোড়ালি’র চোট থাকা সত্ত্বেও ইঞ্জেকশন নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। কিন্তু টুর্নামেন্ট শেষে তিনি ছিটকে যান বাইশ গজ থেকে। করাতে হয় অস্ত্রোপচার। এরপর থেকেই দীর্ঘ রিহ্যাব চলছে তাঁর। গত বছর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা’র বিরুদ্ধে মাঠে নামতে পারেন নি তিনি। ২০২৪-এ একটিও প্রতিযোগিতামূলক ম্যাচেও দেখা যায় নি তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ (IND vs ENG), আইপিএল (IPL) বা টি-২০ বিশ্বকাপ-শামি’কে (Mohammed Shami) সবই দেখতে হয়েছে মাঠের বাইরে থেকে। মাসখানেক আগে থেকে বোলিং অনুশীলন শুরু করেছেন তারকা পেসার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ভিডিও’ও। দরজায় কড়া নাড়ছে প্রত্যাবর্তন, এমনটাই খবর মিলেছে বোর্ড সূত্রে। মাঠে ফেরার সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে মুখ খুলেছেন শামি নিজেও।

Read More: IPL 2025: ‘শাঁখের করাত’ হয়ে দাঁড়িয়েছেন রিঙ্কু সিং, ফিনিশার’কে নিয়ে চিন্তায় নাইট রাইডার্স !!

দ্রুত মাঠে ফিরতে চলেছেন মহম্মদ শামি-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

দিনকয়েক আগে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয় যে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)  রিহ্যাব চলার সময় গোড়ালিতে নতুন করে চোট পেয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। সুস্থ হয়ে উঠতে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে তাঁর। এই খবর সামনে আসার পর চিন্তা বেড়েছিলো ক্রিকেটজনতার। সামনে রয়েছে নিউজিল্যান্ড টেস্ট, তারপর অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত। তার আগে বাংলার পেসার আদৌ সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে দেখা যায় সংশয়। পরে অবশ্য বোর্ডের এক কর্তা এক সাক্ষাৎকারে স্পষ্ট করেন যে শামির (Mohammed Shami) নতুন করে চোট লাগার বিষয়টি পুরোটাই গুজব। ভালো আছেন ক্রিকেট তারকা। রিহ্যাব’ও চলছে সঠিক পথেই। প্রত্যাবর্তনের জন্য কত সময় লাগতে পারে, জানান তাও।

টাইমস অফ ইন্ডিয়া’কে বোর্ড কর্তা’র বক্তব্য, “শামি’র রিহ্যাব ঠিকঠাক দিকেই এগোচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টকেই পাখির চোখ করা হচ্ছে। ওর দিকে বিসিসিআই কড়া নজর রেখেছে। ও ঠিক দিকেই এগোচ্ছে।” সংবাদমাধ্যমে প্রত্যাবর্তন নিয়ে অসত্য খবর প্রকাশিত হওয়ার ক্ষুব্ধ শামি (Mohammed Shami) স্বয়ং। গতকাল ট্যুইটারে বিভিন্ন সংবাদসংস্থার হেডলাইনের একটি কোলাপজ পোস্ট করে তিনি স্পষ্ট লিখেছেন, “এসব ভিত্তিহীন গুজবের কারণ কি? আমি পরিশ্রম করছি, সর্বোচ্চ চেষ্টা করছি সুস্থ হয়ে ওঠার। বিসিসিআই বা আমি, কেউই জানাই নি যে আমি বর্ডার-গাওস্কর ট্রফি থেকে ছিটকে যাচ্ছি। অসমর্থিত সূত্র থেকে পাওয়া এইসব খবর বিশ্বাস করতে আমি সকলকে বারণ করছি। দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।”

দেখে নিন কি জানিয়েছেন শামি-

অস্ট্রেলিয়ার জন্য তৈরি ভারতের পেস ব্যাটারি-

Mohammed Siraj and Jasprit Bumrah | Image: Getty Images
Mohammed Siraj and Jasprit Bumrah | Image: Getty Images

নভেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) এবার থাকছে পাঁচ টেস্ট ম্যাচ। গত দুইবার অজিদের ডেরায় তাদের হারিয়ে এসেছে ভারত। এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই চ্যালেঞ্জ রোহিত শর্মা’র দলের কাছে। ম্যাচগুলি হবে যথাক্রমে পারথ্‌, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনি’তে। একমাত্র সিডনি ছাড়া প্রতিটি ভেন্যুতেই গতিশীল ও বাউন্স সমৃদ্ধ উইকেট থাকার সম্ভাবনা। বিপক্ষের ২০ উইকেট তুলতে স্পিন নয় বরং গতি’কেই অস্ত্র হিসেবে ব্যহবহার করতে চাইবে ‘মেন ইন ব্লু।’ ক্যাঙারুদের মোকাবিলা করতে প্রস্তুত ভারতের পেস ব্যাটারি। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থাকছেন। স্কোয়াডে থাকতে চলেছেন মহম্মদ সিরাজ’ও (Mohammed Siraj)। শামি যদি মাঠে ফেরেন তাহলে তিনিই হবেন তৃতীয় পেসার। আর চতুর্থ ফাস্ট বোলার হওয়ার দৌড়ে রয়েছেন বাংলার আকাশ দীপ (Akash Deep)।

 Also Read: “ভারত-পাকিস্তানে প্রচুর তফাৎ…” চাঁচাছোলা ভাষায় বাবরদের আক্রমণ বসিত আলি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *