ভারতের একাধিক তারকা ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদের ঘটনা সাম্প্রতিক সময় খবরের শিরোনামে উঠে এসেছিল। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) থেকে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বিবাহ বন্ধন দীর্ঘদিন স্থায়ী হয়নি। তাদের বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে নতুন প্রেমিকার সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। এর মধ্যেই মহম্মদ শামি (Mohammed Shami) এবং হাসিন জাহানের (Hasin Jahan) মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলায় খোরপোশ দাবি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। প্রতি মাসে ৪ লক্ষ টাকাতেও সংসার চালাতে পারছেন না বলে এবার হাস্যকর অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হলেন হাসিন জাহান।
Read More: “সূর্যকুমারকেও ৩০ ম্যাচে নিষিদ্ধ করা হোক”, হারিস রাউফের ব্যান নিয়ে জয় শাহকে তোপ, পাক তারকার !!
৪ লক্ষ টাকায় চলছে না সংসার-

ভারতের অন্যতম তারকা পেসার হলেন মহম্মদ শামি। এই জনপ্রিয় ক্রিকেট তারকার সঙ্গে ২০১৪ সালে মডেল এবং অভিনেত্রী হাসিন জাহানের বিবাহ হয়। ২০১৫ সালে কন্যা সন্তানের জন্ম হয় তাদের। কিন্তু এই সুখের দাম্পত্য জীবন বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালে যাদবপুর থানায় শামি এবং তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন হাসিন। সেই মামলা এখনও আদালতে চলছে। তবে এর মধ্যেই মামলার খরচ এবং অন্তবর্তীকালীন ভরণপোষণের জন্য টাকার দাবি করা হয়।
বর্তমানে কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি মাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ টাকা এবং হাসিন জাহানের জন্য দেড় লক্ষ টাকা দেন ভারতের জনপ্রিয় এই তারকা পেসার। কিন্তু তাতেও মন ভরছে না হাসিন জাহানের। তিনি খোরপোশ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিলেন। এই আবেদনের ভিত্তিতে এবার সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ নটিশ পাঠাল শামিকে।
হাসিন জাহানের অভিযোগ-

মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছেন যে খোরপোশের জন্য তিনি যে টাকা পাচ্ছেন তাতে খরচ চালানো যাচ্ছে না। এই আবেদনে সাড়া দিয়ে আদালত শামিকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। তারপরেই মামলার শুনানি শুরু হবে। বর্তমানে এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখ পড়েছেন হাসিন জাহান (Hasin Jahan)। তার এই পদক্ষেপে নেটিজেনদের চোখ কপালে উঠেছে।
অন্যদিকে শামি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। চোট সারিয়ে চলতি রঞ্জিত ট্রফিতে (Ranji Trophy 2025) বাংলার হয়ে মাঠে নেমে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। ৩ ম্যাচে সংগ্রহ করেছেন ১৫ টি উইকেট। কিন্তু তাও আসন্ন দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা পেলেন না এই তারকা। শেষ দেশের হয়ে শামি ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকার দেশের হয়ে ৬৪ টি টেস্ট ম্যাচে ২২৯ টি উইকেট নিজের দখলে রয়েছে।