আগামীকাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (India vs Australia ODI Series)। প্রথমবারের মতো ওডিআই দলকে নেতৃত্ব দিতে চলেছেন শুভমান গিল (Shubman Gill)। ফলে এই সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন কর্মকর্তারা। বিসিসিআইয়ের (BCCI) প্রধান নির্বাচিত অজিত আগরকর (Ajit Agarkar) এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সবচেয়ে বড়ো বিষয় হিসেবে চোট সারিয়ে ছন্দে ফিরলেও মহম্মদ শামিকে (Mohammed Shami) বাদ দেওয়া হয়। এবার এই তারকা পেসার বল হাতে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) জ্বলে উঠলেন।
Read More: “ওকে ইচ্ছা করেই সুযোগ দিচ্ছে না…” রোহিতের ছায়ায় ঢাকা জয়সওয়ালের পাশে দাঁড়ালেন মদন লাল !!
বিধ্বংসী ফর্মে শামি-

দীর্ঘদিন চোট সমস্যায় থাকার পর নিজেকে সম্পূর্ণরূপে সুস্থ করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মহম্মদ শামি। ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরে সুযোগ না পেলেও এবার রঞ্জি ট্রফিতে বল হাতে জ্বলে উঠলেন এই তারকা। তিনি বাংলার হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন। এই ম্যাচের প্রথম ইনিংসে বিপক্ষকে ২১৩ রানে অল আউট করে দেয় অভিমন্যু ইশ্বরনের (Abhimanyu Easwaran) দল। এই ইনিংসে বল হাতে শামি ১৪.৫ ওভারে ৪ টি মেডেন এবং ৩৭ রান খরচ করে ৩ টি উইকেট তুলে নেন।
অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বল হাতে আবারও জ্বলে ওঠেন এই তারকা। ২৪.৪ ওভারে ৭ টি মেডেনের সঙ্গে ৩৮ রান খরচ করে ৪ টি উইকেট নিজের ঝুলিতে জমা করেন। এর ফলে বাংলা শেষ পর্যন্ত ৮ উইকেটে বিশাল জয় তুলে নিতে সক্ষম হয়। প্রথম ম্যাচেই ৭ উইকেট সংগ্রহ করে রীতিমতো নির্বাচকদের বার্তা দিয়েছেন শামি। বর্তমানে এই বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে।
বঞ্চিত শামি-

২০২৩ ওডিআই বিশ্বকাপে (ODI WC 2023) ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যাওয়ার বিষয়ে মহম্মদ শামি (Mohammed Shami) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি গোড়ালির চোট নিয়ে শেষ পর্যন্ত দলের পাশে দাঁড়িয়ে ছিলেন। ৭ ম্যাচে ২৪ উইকেট সংগ্রহ করে এই তারকা সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। তারপর চোটের কারণে দীর্ঘদিন তিনি মাঠের বাইরে চলে যান। এই কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি এই তারকা। তবে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) আবারও দলের হয়ে সুযোগ পেয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন বাংলা দলের এই সদস্য।
টুর্নামেন্টে ৫ ম্যাচে সংগ্রহ করেছিলেন ৯ টি উইকেট। তারপর আর জাতীয় দলে সেইভাবে সুযোগ পাননি। চোট সমস্যা থেকে নিজেকে সম্পূর্ণরূপে সুস্থ করলে অস্ট্রেলিয়া সফরে জায়গা না পাওয়া একাধিক প্রশ্ন সামনে এনেছিল। প্রধান কোচ অজিত আগরকার (Ajit Agarkar) এই বিষয়ে বলেন, “৬-৮ মাস ধরে চটের মধ্যে ছিলেন শামি। অস্ট্রেলিয়া সফরে আমরা ওকে দলে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ফিটনেস এখনও সেই পর্যায়ে নেই। ঘরোয়া মরসুমে আরও কয়েকটা ম্যাচে শামির পারফর্মেন্স দেখতে চাই।”