দিল্লি টেস্টের একদিন আগেই দলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন শামি, মাঠে ফিরছেন তারকা পেসার !! 1

ঘরের মাঠে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুরন্ত শুরু করেছে। প্রথম ম্যাচেই শুভমান গিলের (Shubman Gill) দল এক ইনিংস এবং ১৪০ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়। আগামীকাল থেকে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। ফলে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ব্লু ব্রিগেডরা। দিল্লির মাটিতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড়ো খবর সামনে এসেছে। তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami) চোট সারিয়ে দলের হয়ে মাঠে ফিরছেন।

Read More: চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে ধনশ্রী, এই জনপ্রিয় তারকার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া !!

ফিরছেন মহম্মদ শামি-

দিল্লি টেস্টের একদিন আগেই দলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন শামি, মাঠে ফিরছেন তারকা পেসার !! 2
Mohammed Shami | Images: Getty Images

২০২৩ একদিনের বিশ্বকাপ (ODI WC 2023) চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। এর ফলে তার অস্ত্রোপচার পর্যন্ত করা হয়। সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরলেও আবারও এই চোট তাকে সমস্যার মধ্যে ফেলে। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজেও তিনি জায়গা পাননি। ফলে কবে আবার এই তারকা পেসার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তা নিয়ে প্রশ্ন ছিল। এবার তার মাঠে ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গেল।

এই বছর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) ১৫ অক্টোবর থেকে উত্তরাখণ্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলা। তার আগেই বুধবার চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। এই দলে রাখা হয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। ফলের সূত্র অনুযায়ী তিনি প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন। যদি রঞ্জি ট্রফিতে পুরোনো ছন্দে ফিরে আসেন তাহলে খুব তাড়াতাড়ি জাতীয় দলেও কামব্যাক করবেন এই তারকা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য শামি এখনও পর্যন্ত ৯০ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪০ টি উইকেট সংগ্রহ করেছেন।

হতাশ করেছেন শামি-

দিল্লি টেস্টের একদিন আগেই দলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন শামি, মাঠে ফিরছেন তারকা পেসার !! 3
Mohammed Shami | Images: Getty Images

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই তারকা পেসার। তিনি টুর্নামেন্টে ৫ ম্যাচে ৯ টি উইকেট সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন। বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্টে ব্লু ব্রিগেডদের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন তিনি। তবে এই বছর আইপিএলে তাকে সেইভাবে ছন্দে দেখা যায়নি। এই বছর টুর্নামেন্টে তাকে মেগা নিলামে ১০ কোটি টাকার বিনিময়ে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)।

কিন্তু ৯ ম্যাচে ৬ উইকেটে সংগ্রহ করে শামি (Mohammed Shami) রীতিমতো হতাশ করেন। চোট সমস্যা পারফর্মেন্সের ওপর প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে রঞ্জি ট্রফিতে নতুন রূপে এই তারকা পেসার কতটা সফলভাবে কামব্যাক করবেন এখন সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত জাতীয় দলের হয়ে এই তারকা বোলার ৬৪ টি টেস্ট ম্যাচে ২২৯ টি উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১০৮ টি ওডিআই ম্যাচে ২০৬ টি উইকেট তুলে নিয়েছেন।

Read Also: ‘৪,৪,৪,৪,৪,৪..’, অস্ট্রেলিয়ান তারকার অবিশ্বাস্য ইনিংস, মুছে গেল ব্রায়ান লারার ৪০০’রানের রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *