mohammed-shami-rule-out-from-ipl-2024

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মরসুম। গত বছরের ডিসেম্বরের ১৯ তারিখ সমাপ্ত হয়েছে মিনি নিলাম। দল গুছিয়ে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে এখনও অবধি সূচি ঘোষণা করা হয় নি ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে। তবে সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে টুর্নামেন্ট। ২০২৪ সালে দেশে রয়েছে সাধারণ নির্বাচন, সেই কারণেই আইপিএলের (IPL) সম্পূর্ণ সূচি প্রকাশে জটিলতা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। নিরাপত্তাব্যবস্থা সংক্রান্ত জটিলতা এড়াতে সম্ভবত রজার বিনি, জয় শাহ’রা আইপিএলের সূচি ঘোষণা করতে পারেন দুই দফায়। প্রথম দফায় শুরুর ১৫ দিনের সূচি ঘোষিত হওয়ার সম্ভাবনা। এরপর নির্বাচনের দিনক্ষণ পর্যালোচনা করে বাকি ম্যাচগুলির নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে।

টুর্নামেন্টের সূচি সংক্রান্ত জটিলতা সত্ত্বেও উত্তেজনায় ভাটা পড়ে নি বিন্দুমাত্র। কারা হতে পারে সম্ভাব্য চ্যাম্পিয়ন তা নিয়ে ইতিমধ্যেই চলছে জল্পনা। চেন্নাই, মুম্বইয়ের মত হেভিওয়েট দলের পাশাপাশি ফেভারিটের তালিকায় রয়েছে গুজরাত টাইটান্স’ও (GT)। ২০২৪-এ নিজেদের তৃতীয় আইপিএলে অংশ নেবে গুজরাত। গত দুই বছরে একবার চ্যাম্পিয়ন হয়েছে তারা আর একবার জুটেছে রানার্সের তকমা। সাফল্যের সেই ধারা তৃতীয় মরসুমেও ধরে রাখতে চাইবে টাইটান্সরা। এবার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে আহমেদাবাদের দলের জন্য। গত দুই মরসুমে তাদের সাফল্যের অন্যতম কাণ্ডারী, অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দল ছেড়েছেন। নতুন নেতা শুভমান গিলের (Shubman Gill) হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার মাঝেই বড় ধাক্কা খেলো গুজরাত ফ্র্যাঞ্চাইজি। প্রধান পেস অস্ত্র মহম্মদ শামিকে (Mohammed Shami) গোটা মরসুমের জন্য হারাতে চলেছে তারা।

Read More: পিঠের ব্যাথা নিয়ে আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন শ্রেয়স আইয়ার !!

প্রয়োজন অস্ত্রোপচার, IPL-এর বাইরে শামি-

Mohammed Shami | IPL 2024 | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

২০২৩ সালে স্বপ্নের ফর্মে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার পেসার আইপিএলে (IPL) সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে জিতে নিয়েছিলেন বেগুনি টুপি। একই সাথে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপেও বল হাতে ঘাতক হয়ে উঠেছিলেন তিনি। প্রথম চার ম্যাচ না খেলেও হন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। মাত্র ৭ ম্যাচে অবিশ্বাস্য ১০.৭০ গড়ে ২৪ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেন ৭ উইকেট। স্মরণীয় বিশ্বকাপ পারফর্ম্যান্সের পুরষ্কারস্বরূপ পান অর্জুন পুরষ্কারও। কিন্তু এরপরেই বদল আসে শামির (Mohammed Shami) ভাগ্যে। গোড়ালির চোটের জন্য ইঞ্জেকশন নিয়ে বিশ্বকাপ খেলেছিলেন। তবে টুর্নামেন্ট মিটতেই মাঠ থেকে ছিটকে যান তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে নাম থাকলেও মাঠে নামা হয় নি তাঁর। চিকিৎসকদের তরফে বল হাতে রান-আপে ফেরার জন্য সবুজ সংকেত দেওয়া হয় নি তাঁকে।

চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের দলেও জায়গা হয় নি তাঁর। আগামী মাসেই রয়েছে আইপিএল (IPL)। গোড়ালির চোট কি গতবারের বেগুনি টুপির বিজেতাকে এবার ছিটকে দেবে টুর্নামেন্ট থেকে? আশঙ্কা ছিলোই। শেষমেশ সত্যি হলো সেটাই। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে যে গোটা মরসুমেই তাঁকে পাচ্ছে না গুজরাত টাইটান্স। শামির (Mohammed Shami) চোটের যা হালত তাতে অস্ত্রোপচার করা অত্যন্ত প্রয়োজন। অস্ত্রোপচারের পর মাঠে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ এখনই জানা যায় নি তবে অক্টোবর বা নভেম্বরের আগে শামির (Mohammed Shami) বোলিং রান-আপে ফেরার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে টি-২০ বিশ্বকাপেও খেলা হবে না তাঁর। প্রত্যাবর্তন ঘটাতে পারেন বাংলাদেশ অথবা নিউজিল্যান্ড সিরিজে।

দ্রুত শামির বিকল্প খুঁজতে হবে গুজরাতকে-

Mohammed Shami and Rashid Khan | IPL 2024 | Image: Getty Images
Mohammed Shami and Rashid Khan | Image: Getty Images

সদ্য অস্ত্রোপচার করিয়েছেন রশিদ খান (Rashid Khan)। আফগানিস্তানের স্পিন জাদুকর এখনও মাঠে ফেরেন নি বল হাতে। আইপিএলের আগে তাঁর ফিটনেস কোন পর্যায়ে থাকবে তা নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এখনও। এরই মধ্যে শামির (Mohammed Shami) ছিটকে যাওয়া নিঃসন্দেহে গুজরাত টাইটান্স বোলিং-কে বেশ দুর্বল করে দিলো। গত মরসুমে ২৮ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। তাঁর অভাব বোধ করবে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। দিনকয়েক আগে মার্ক উডের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফকে (Shamar Joseph) নিয়ে এসেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। শামির জন্যও তেমন কোনো বদলির সন্ধান করতে হবে গুজরাতকে (GT)। তাদের বিদেশী স্লট খালি নেই কোনো। ফলে কোনো ভারতীয় পেসারকেই দলে সামিল করতে হবে টাইটান্সদের।

শামির (Mohammed Shami) অবর্তমানে পেস বিভাগের গুরুদায়িত্ব কাঁধে নিতে হবে মোহিত শর্মাকে (Mohit Sharma)। অভিজ্ঞ মিডিয়াম পেসার গত মরসুমে দুরন্ত পারফর্ম্যান্স করেছিলেন। মাত্র ১৪ ম্যাচ খেলে তুলে নিয়েছিলেন ২৭ উইকেট। হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। বিশেষ করে ডেথ ওভারে তাঁর নিয়ন্ত্রিত বোলিং চোখ ধাঁধিয়েছিলো। এবারও বল হাতে নিজের সেরাটা দিতে হবে তাঁকে। মোহিত ছাড়াও আপাতত গুজরাত স্কোয়াডে পেসার হিসেবে রয়েছেন আয়ারল্যান্ডের জশুয়া লিটল (Joshua Little)। তাছাড়া প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা উমেশ যাদবকে (Umesh Yadav) নিলাম থেকে দলে সামিল করেছেন আশিষ নেহরারা। বড় দায়িত্ব নিতে হবে তাঁকেও। অস্ট্রেলিয়ার তরুণ বাম হাতি পেসার স্পেন্সার জনসনের (Spencer Johnson) জন্য গুজরাত নিলামে দিয়েছে ১০ কোটি টাকা। নজর থাকবে তাঁর দিকেও।

Also Read: কভার ড্রাইভের ‘কিং’ কোহলি নাকি বাবর? সমাজমাধ্যমে ভাইরাল মহম্মদ আমিরের প্রতিক্রিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *