mohammed-shami-returns-to-ranji-trophy

২০২৩-এর ওডিআই বিশ্বকাপে ঝড় তুলেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ডান হাতি পেসারের দুর্দান্ত বোলিং মোহিত করেছিলো ক্রিকেটদুনিয়াকে। টিম কম্বিনেশনের কারণে তাঁকে প্রথম চারটি ম্যাচে সুযোগই দিতে পারে নি টিম ইন্ডিয়া। কিন্তু হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) চোট দরজা খুলে দেয় শামির (Mohammed Shami) জন্য। প্রথম সুযোগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়ে বুঝিয়ে দেন নিজের দক্ষতা। এরপর শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মত প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে দেখা গিয়েছিলো তাঁকে। সেমিফাইনালে ওয়াংখেড়ের বাইশ গজেও লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট তুলে নেন একাই। ফাইনালে ভারত না জিতলেও ৭ ম্যাচে ১০.৭০ গড়ে ২৪ উইকেট তুলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন ভারতের তারকা পেসার।

Read More: “ধ্বংস করেছে ছেলের কেরিয়ার…” সঞ্জু স্যামসনের বাবা তোপ দাগলেন রোহিত-ধোনিদের বিরুদ্ধে !!

এক বছর মাঠের বাইরে শামি-

Mohammed Shami | Image: Twitter
Mohammed Shami | Image: Twitter

বিশ্বকাপের (ICC World Cup) সাফল্যের পরেই বড়সড় ধাক্কা খেতে হয়েছিলো মহম্মদ শামি’কে (Mohammed Shami)। গোড়ালির চোটে ছিটকে গিয়েছিলেন বাইশ গজের দুনিয়া থেকে। চিকিৎসকের পরামর্শে ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করান ভারতীয় দলের তারকা পেসার। এরপর বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের তত্ত্বাবধানে লম্বা সময় ধরে রিহ্যাব চলেছে তাঁর। খেলতে পারেন নি আইপিএল (IPL), টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মত টুর্নামেন্ট’ও। তাঁর প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিলো মুখ্য নির্বাচক অজিত আগরকারকে। সেপ্টেম্বরের বাংলাদেশ সিরিজে দেখা যাবে শামি’কে (Mohammed Shami), আশাবাদী ছিলেন তিনি। কিন্তু পূর্ণ হয় নি সেই প্রত্যাশা। অনুশীলনের সময় হাঁটু ফুলে ওঠায় কয়েকদিন পিছিয়ে গিয়েছিলো শামির মাঠে ফেরা।

লম্বা বিরতির পর শামি যে দ্রুত মাঠে ফিরতে পারেন তার আভাস মিলেছিলো বেঙ্গালুরুতেই। চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট শেষে নেটে বোলিং অনুশীলন করতে দেখা যায় শামি’কে (Mohammed Shami)। টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ার’ও উপস্থিত ছিলেন সেখানে। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT 2024) বাংলার জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটাতে পারেন তিনি। কিন্তু চমকে দিলেন শামি (Mohammed Shami)। চিকিৎসকদের বেঁধে দেওয়া ডেডলাইনের বেশ খানিকটা আগেই মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে গেলেন পেস তারকা। সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে শামি’কে ফেরানোর ঝুঁকি নিচ্ছে না বোর্ড, বরং তাঁকে প্রথমে ঘরোয়া ক্রিকেট খেলে নিজের ফিটনেসের পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রঞ্জি ট্রফিতে ফিরছেন শামি-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

২০১৮ সালে বাংলার জার্সিতে কেরলের বিরুদ্ধে শেষবার রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ছয় বছর পর ফের প্রথম শ্রেণির টুর্নামেন্টে বল হাতে বোলিং রান-আপে দেখা যাবে তাঁকে। আগামী কাল থেকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বাংলা দলের। সেখানে খেলতে চলেছেন শামি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে তেমনটাই। “ভারতীয় দল ও বাংলা রঞ্জি ট্রফি শিবিরের শক্তি বাড়ছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে মহম্মদ শামির প্রত্যাবর্তনের ফলে। এলিট পর্বের গ্রুপ-সি’র ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইন্দোরের মাঠে বুধবার থেকে দেখা যাবে শামি’কে…” স্পষ্ট করা হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে।

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজের জন্য যে আঠারো জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে নেই শামি’র (Mohammed Shami) নাম। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সাথে তৃতীয় পেসার হওয়ার দৌড়ে রয়েছেন বাংলার আকাশ দীপ, দিল্লীর হর্ষিত রাণা ও কর্ণাটকের প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু যদি রঞ্জির ম্যাচে নিজের ফিটনেসের পরীক্ষা দিতে সক্ষম হন তিনি, যদি বল হাতে তাঁকে দেখা যায় চেনা ছন্দে তাহলে অ্যাডিলেড বা ব্রিসবেনে দ্বিতীয় বা তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে তাঁকে উড়িয়েও নিয়ে যাওয়া হতে পারে অস্ট্রেলিয়ায়। বুমরাহ (Jasprit Bumrah) ও সিরাজ (Mohammed Siraj) নিঃসন্দেহে ভারতের ‘ফার্স্ট চয়েজ’ হতে চলেছেন টেস্ট সিরিজে। তৃতীয় পেসারের ভূমিকায় একাদশে জায়গা করে নিতে পারেন শামি।

দেখে নিন সেই বিজ্ঞপ্তি-

Also Read: IND vs SA 3rd T20i: অভিষেককে নিয়ে রয়েছে প্রশ্ন, পেস বিভাগে নতুন মুখকে জায়গা করে দিতে চলেছেন কোচ লক্ষ্মণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *