"ফিট না হলে রঞ্জি খেলতে..." অজিত আগারকারের উপর ক্ষুব্ধ মোহাম্মদ শামি, উগরে দিলেন ক্ষোভ !! 1

ভারতের অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ না পেলেও আবারও বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে (Mohammed Shami in Ranji Trophy) মাঠে নামছেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। বুধবার ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে নামতে চলেছে বাংলা। আর এই ম্যাচের আগেই সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন শামি। মোহম্মদ শামি রোহিত ও বিরাটের মতন ৭ মাস আগে দেশের জার্সিতে খেলেছিলেন। তারপর থেকে আর দেখতে পাওয়া যায়নি তাকে। শামিকে আইপিএলে খেলতে দেখা গেলেও তিনি অর্ধেক মৌসুম পর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) সংবাদ সম্মেলনীতে মোহম্মদ শামিকে আনফিট ঘোষণা করেছিলেন।

আগারকারের উপর ক্ষুব্ধ শামি

উত্তরাখণ্ডের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে নামবেন তিনি (Bengal Ranji Team)। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিজ্ঞ পেসার স্পষ্ট জানিয়ে দিলেন যে, তিনি সম্পূর্ণ ফিট এবং নিজের ফিটনেস নিয়ে নির্বাচকদের আপডেট দেওয়ার কোনও দায় তাঁর নয়। শামি বলেছেন, “যদি আমার ফিটনেসে সমস্যা থাকত, তাহলে আমি রঞ্জি ট্রফি খেলতাম কিভাবে ? আমি যদি চারদিনের ম্যাচ (রঞ্জি ট্রফি) খেলতে পারি তাহলে ৫০ ওভারের খেলা খেলতে সমস্যা হওয়ার কথা নয়। আমি নিজের কাজটা করে যাচ্ছি। NCA- তে যাচ্ছি, অনুশীলন করে যাচ্ছি, ম্যাচ খেলছি। কাউকে আপডেট দেওয়াটা আমার কর্তব্য নয়।

Read More: “লজ্জা লাগা উচিত…” হার্ষিতকে আক্রমণ করায় ফুঁসলেন গম্ভীর, শ্রীকান্তকে একহাত নিলেন কোচ !!

নিজেকে সুস্থ দাবি করছেন শামি

Mohammed shami, শামি
Mohamed Shami | Image: Twitter

বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) সম্প্রতি বলেছিলেন, শামিকে নিয়ে বোর্ডের কাছে কোনও তথ্য নেই। সেই মন্তব্য শুনেই বেজায় চটেছেন শামি (fitness of Mohammed Shami)। পাল্টা জবাব দিয়ে শামি বলেন, “বোর্ডের কেউ আমার সাথে যোগাযোগ করেনি। আমি নিজের ফিটনেস নিয়ে কাকেই বা জনাবো ? সেটা আমার কাজ নয়। ওদের উচিত আমার খবর রাখার। আমি যদি ফিট না থাকতাম, তাহলে এনসিএতে থাকতাম, রঞ্জি ট্রফিতে নয়।” শামি বিগত ১ বছরে ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক ম্যাচ খেলেছেন। অজিতের বয়ানের পর, মোহাম্মদ শামি নিজের ফিটনেস নিয়ে কোনও সন্দেহ রাখেননি। তাঁর দাবি, ফিটনেস নয়, অন্য কোনও কারণে তাঁকে উপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমি নিয়মিত চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল, দলীপ ট্রফিতে অংশ নিয়েছি। আমার কোনো চোট জাতীয় সমস্যা নেই। আমি একদম ফিট।” জাতীয় দলে ডাক না পেলেও বাংলার হয়ে খেলতে পেরে বেশ খুশি শামি। মন্তব্য করে তিনি বলেছেন, “আকাশ দীপ আমাকে বলছে কোনোদিন একসাথে আমরা মাঠে নামেনি। এবার সেই সুযোগ আসতে পারে। আমাদের বোলিং আক্রমন বেশ শক্তিশালী। আকাশ, মুকেশ, কাইফ, সুরজরা ভালো ছন্দে রয়েছেন। আশা করছি এই দল বাংলাকে অনেক দূর নিয়ে যাবে।” হয়তো রঞ্জিতে ভালো প্রদর্শন দেখিয়ে জাতীয় দলে ফিরতে চান শামি।

Read Also: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও বিপদে ভারত, WTC ফাইনাল স্বপ্ন এখনো দূর-অস্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *