আগামী মাসেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। ভারতীয় দলের গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে রাখা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড প্রকাশ করলেও ভারত কিংবা পাকিস্তান এখনও তাদের দল ঘোষণা করেনি। আর চ্যাম্পিয়ন্স ট্রফির অবহে টিম ইন্ডিয়ার স্কোয়াড প্রকাশ করলেন মোহাম্মদ কাইফ (Mohammed Kaif)। মোহাম্মদ কাইফ তার ইউটিউব চ্যানেলে তার পছন্দের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন।
রোহিত-গিল-কোহলির উপরেই দিলেন ব্যাটিং সূচনার ধার
ভারতীয় দলের হয়ে ওপেনারদের মধ্যে রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিলকে (Shubman Gill) বেছে নিয়েছেন মোহাম্মদ কাইফ (Mohammed Kaif)। ২০২৩ সাল থেকে ওডিআই ক্রিকেটে এই জুটি ভারতের হয়ে সবথেকে সফল, যে কারণে এই জুটির উপরেই ভরসা দেখাতে চাইছেন কাইফ। তিন নম্বরে দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে (Virat Kohli) দেখতে চাইছেন কাইফ। চলতি সময়ে ফর্মের সঙ্গে লড়াই করছেন বিরাট কোহলি (Virat Kohli), বিরাটকে ফর্মে ফিরতে দেখতে চান মোহাম্মদ কাইফ। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আবার নিজের ফর্মে ফিরবেন কোহলি।
Read More: Champions Trophy 2025: সুর বদল BCCI-এর, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তান যাচ্ছেন রোহিত শর্মা !!
এরপর মিডিল অর্ডারে দল থেকে ছাটাই হওয়া শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) দেখতে চাইছেন কাইফ। ২০২৩ সালের বিশ্বকাপে মিডিল অর্ডারে ব্যাটিং করে ভারতের হয়ে সর্বাধিক রান বানিয়েছিলেন শ্রেয়স। যদিও শ্রীলংকার বিরুদ্ধে তিনি তার শেষ সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে আসন্ন দিনে ভারতীয় দলের দায়িত্ব তার হাতেই ছাড়তে চলেছেন কাইফ। পাশাপশি, কাইফ তার দলে দুইজন উইকেট রক্ষক ব্যাটসম্যানকে রাখতে চাইছেন দলে। তার দলে ইনফর্ম সঞ্জু স্যামসনকে (Sanju Samson) রাখতে চাইছেন। তিন মাসের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি শত রান হাকিয়েছেন তিনি। এছাড়া কাইফের দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে কেএল রাহুলকে (KL Rahul) দেখতে পাওয়া যাবে।
জসপ্রীত বুমরাহকে দিলেন দল থেকে বাদ
আসলে ভারতীয় দলের ওডিআই ফরম্যাটে বিগত কয়েক বছর ধরে রাহুলকে উইকেট রক্ষক হিসেবে দেখা যাচ্ছে। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মোহাম্মদ কাইফের প্রথম পছন্দ হলেন কে এল রাহুল। মোহাম্মদ কাইফ তার দলের অলরাউন্ডারদের মধ্যে বেশ বৈচিত্র রেখেছেন। দলে পেসার অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং নীতিশ রেড্ডিকে (Nitish Reddy) সুযোগ দিয়েছেন তিনি। তার পাশাপাশি স্পিন অলরাউন্ডারদের মধ্যে থেকে অক্ষর প্যাটেল (Axar Patel) রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) বাছাই করে নিয়েছেন।
বোলারদের মধ্যে তারকা স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দেখতে চাইছেন। তিনি ওডিআই ফরমেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন। এই তারকারদের পাশাপাশি মোহাম্মদ কাইফের (Mohammed Kaif) দলের জায়গা হয়নি। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ (Jasprit Bumrah) যে কারণে কাইফ তার দলে বুমরাহকে রাখেননি। তার পরিবর্তে তিনজন পেশারকে নির্বাচন করেছেন তিনি। অর্ষদীপ সিং (Arshdeep Singh), মোহাম্মদ শামি (Mohammed Shami), মোহাম্মদ সিরাজদের (Mohammed Siraj) নিয়ে চাম্পিয়ন্স ট্রফির দল গঠন করলেন কাইফ।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কাইফের পছন্দের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।