ওয়াংখেড়ের বাইশ গজে ২০১৬ সালে ইতিহাস গড়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। বীরেন্দ্র শেহবাগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক আঙিনায় পেরিয়েছিলেন ত্রিশতরানের গণ্ডী। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। সেই ম্যাচেই টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান’ও স্কোরবোর্ডে যোগ করেছিলো টিম ইন্ডিয়া। ত্রিশতকের আলোকে সেই সময় উজ্জ্বল হয়েছিলেন করুণ (Karun Nair)। অনেকেই তাঁর মধ্যে দেখতে পেয়েছিলেন আগামীর তারকাকে। মিডল অর্ডারে পরবর্তী দশকে বহু মাইলস্টোন স্পর্শ করবেন তিনি, আশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু এসব কিছুই আর হয় নি বাস্তবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় বাদ পড়েন ২০১৭-র গোড়ায়। এরপর আর আসেই নি জাতীয় দলের ডাক। বিস্মৃতির অতলেই তলিয়ে গিয়েছিলেন করুণ (Karun Nair)।
Read More: রঞ্জি প্রত্যাবর্তন এড়াতে চোটের অজুহাত কোহলির ? ক্রিকেটদুনিয়ায় তুঙ্গে জল্পনা !!
বিজয় হাজারে’তে ঝড় করুণের-
গত কয়েকটা বছর খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন করুণ নায়া(Karun Nair)র । জাতীয় দলের পর কর্ণাটক’ও তাঁকে ছেঁটে ফেলে তিন ফর্ম্যাট থেকেই। ভেঙে পড়েছিলেন তিনি। হতাশাগ্রস্ত হয়ে ট্যুইটারে লেখেন, “প্রিয় ক্রিকেট আমার আরও একটা সুযোগ দাও।” হয়ত করুণের সেই করুণ আর্তি মন ভিজিয়েছিলো ক্রিকেট ঈশ্বরেরও। ২০২৫ সালের গোড়াতেই ঘরোয়া ক্রিকেটে পায়ের তলায় শক্ত জমি খুঁজে নিয়েছেন তিনি। সুযোগের অন্বেষণে আগেই কর্ণাটক ছেড়ে বিদর্ভে পাড়ি দিয়েছেন করুণ (Karun Nair)। নতুন দলের জার্সিতেই ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) তাঁর যা পারফর্ম্যান্স, তা রীতিমত চমকে দিয়েছে সকলকে। খোদ ব্র্যাডম্যানকেও (Sir Don Bradman) পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন বছর ৩৩-এর ক্রিকেটার।
এবারের বিজয় হাজারে ট্রফিতে করুণের (Karun Nair) রান সংখ্যা যথাক্রমে ১১২*, ৪৪*, ১৬৩*, ১১১*, ১১২, ১২২* ও ৮৮*। সাত ইনিংসের মধ্যে শতকের গণ্ডী পেরিয়েছেন পাঁচটিতে। রয়েছে একটি অর্ধশতক’ও। আউট হয়েছেন মাত্র ১ বার। মোট রানসংখ্যা ৭৫২। যেহেতু গোটা টুর্নামেন্টে মাত্র একবার আউট হয়েছেন তিনি, সেহেতু ব্যাটিং গড়’ও ৭৫২-ই। এহেন পরিসংখ্যান ক্রিকেট ইতিহাসে কেউ কখনও বজায় রেখেছেন কিনা তা মনে করতে পারছেন না বিশেষজ্ঞরাও। টেস্টে ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার পর ক্রিকেটমহলের একটা বড় অংশ দাবী তুলেছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে (IND vs ENG) মিডল অর্ডারে ফেরানো হোক তাঁকে। অফ ফর্মে থাকা শুভমান গিল বা রোহিত শর্মা’র বদলে ছন্দে থাকা করুণ (Karun Nair) দলের জন্য অধিক কার্যকর হবেন, মত ক্রিকেটজনতারও।
দুর্দান্ত প্রত্যাবর্তনকে কুর্নিশ কাইফের-
করুণ নায়ারের (Karun Nair) পারফর্ম্যান্স হইচই ফেলে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে। দিনকয়েক আগে একটি ইউটিউব ভিডিওতে তঁর হয়ে গলা ফাটাতে শোনা গিয়েছিলো হরভজন সিং-কে (Harbhajan Singh)। “আমি ওর (করুণ) পরিসংখ্যান দেখছিলাম। ২০২৪-২৫ মরসুমে ও ছয়টি ম্যাচে পাঁচবার নট-আউট থেকেছে। করেছে ৬৬৪ রান। সেটাই ওর গড়। ১২০’র স্ট্রাইক রেট’ও বজায় রেখেছে। এরপরও যদি সুযোগ না পায় তাহলে সেটা ঠিক না,” বলেছিলেন ভাজ্জি। করুণের কৃতিত্ব’কে কুর্নিশ মহম্মদ কাইফেরও (Mohammad Kaif)। আজ ট্যুইটারে লেখেন, “বছরের পর বছর আড়ালে থাকার পর ফের দৌড়ে ফিরে করুণ নায়ার আমাদের বড় শিক্ষা দিয়ে গেলেন। কখনও হাল ছেড়ো না। কখনও স্বপ্ন দেখা বন্ধ কোরো না। টেস্ট দলে বড়সড় রদবদল চলছে। ঘরোয়া ক্রিকেটে একদম সঠিক সময় বড় রান করছে (করুণ) নায়ার।”
দেখে নিন কাইফের ট্যুইট’টি-
Back in contention after being sidelined for years, Karun Nair teaches all of us an important lesson. Never stop trying, never stop dreaming. With Test team going through transition, Nair scoring at the right time in domestic cricket. @karun126
— Mohammad Kaif (@MohammadKaif) January 17, 2025
Also Read: ইংল্যান্ড যাচ্ছেন করুণ নায়ার, দুর্দান্ত কামব্যাকের অপেক্ষায় ত্রিশতকের নায়ক !!