যুবরাজ সিং
ভারতীয় তথা বিশ্বের নামি অলরাউন্ডার যুবরাজ সিং তার বিধাঙ্গী মেজাজের জন্য বরাবর বিখ্যাত। 2011 সালের একদিবসীয় ক্রিকেট বিশ্ব কাপে তার অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স যেমন ভারতীয় ক্রিকেট কে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলো, ঠিক তেমনি ২০০৭ সালের t20 ক্রিকেট বিশ্ব কাপে স্টুয়ার্ট বৰ্ড কে এক ওভারে মারা ছটি ছক্কা আজ বিশ্ব বাসীর মনে তাজা হয়ে আছে। বাঁহাতি এই ভারতীয় অলরাউন্ডার তার বিধংসী ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিন বোলিং এর জাদুতেও অনেক নামিদামি ব্যাটসম্যান কে ঘায়েল করেছেন, তাছাড়াও তার অনবদ্য ফিল্ডিং ভারতীয় ক্রিকেট দলকে বহুবার বহু ম্যাচে জয় এনে দিয়েছে। ভারতীয় ক্রিকেটের এই সুপারস্টার iphone এবং স্টাইলিশ oppo ফোন ব্যবহার করেন।