মোবাইল ফোন আজ কাল প্রত্যেক মানুষের নিত্য প্রয়োজনের সঙ্গী, তা সে কোনো সাধারণ মানুষ হোক অথবা বড়ো কোনো সেলেব্রেটি। আজ কাল মানুষ মোবাইলের মাধ্যমে সকালের টুথপেস্ট থেকে শুরু করে রাতের ডিনার অব্দি মোবাইলের সাহায্য নিয়ে থাকে। ভারতবর্ষে মোবাইল ফোনের এতো চাহিদা বেড়ে যাবার ফলে বিশ্বের সমস্ত বড়ো বড়ো মোবাইল কোম্পনি গুলি ভরতবর্ষে তাদের আলাদা করে অফিস খুলে রেখেছে, এর পাশাপাশি প্রত্যেক ভারতবাসীর চাহিদার সাথে তাল মিলিয়ে তারা তাদের নিজস্ব ব্যান্ড এর মোবাইলের এর বিক্রি বাড়িয়ে চলেছে। ভারতীয় ক্রিকেটাররা ক্রমশ ধীরে ধীরে ধনী হয়ে উঠছে তার কারণ প্রত্যেক বছর বি সি সি আই এর নির্দেশে বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল এ অনেক উঠতি খেলোয়াড় অনশগ্রহন করে, তাছাড়াও বি সি সি আই এই মুহূর্তে বিশ্বে সমস্ত ক্রিকেট বোর্ডের তুলনায় অনেক ধনী ক্রিকেট বোর্ড হিসাবে পরিচিত।
ক্রিকেটাররা একজন খেলোয়াড় হিসাবে ছাড়াও আরো নানা রকম ভাবে সাধারণ মানুষকে উৎসাহিত করে থাকেন, যেমন তারা নানা রকম ব্র্যান্ড এর বিজ্ঞাপনে নিজেদের প্রকাশ ঘটিয়ে সেই ব্র্যান্ড এর প্রতি সাধারণ মানুষকে আকর্ষিত করে তোলেন। ক্রিকেটাররা যে সমস্ত দামি জিনিস ব্যবহার করে এটা আমরা সবাই জানি, তাই আমরা এখানে এমন কিছু সেরা ভারতীয় ক্রিকেটারের সমন্ধে আলোচনা করবো যারা নামিদামি ব্র্যান্ড এর মোবাইল ফোন ব্যবহার করেন।