mlc-2025-mi-ny-signs-quinton-de-kock

এই মুহূর্তে আইপিএল (IPL) খেলতে ব্যস্ত ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। ৩ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে তিনি যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের। বেগুনি-সোনালী জার্সিতে ইতিমধ্যে চারটি ম্যাচও খেলে ফেলেছেন প্রোটিয়া ক্রিকেটার। এখনও অবধি যথেষ্ট ওঠানামার মধ্যে দিয়েই গিয়েছে তাঁর নাইট রাইডার্স (KKR) কেরিয়ার। বেঙ্গালুরুর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে আউট হয়েছিলেন চার রান করে। দ্বিতীয় ম্যাচে জ্বলে ওঠেন তিনি। গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে করেন অপরাজিত ৯৭ রান। পরের দু’টি ম্যাচে ফের ম্রিয়মান লেগেছে তাঁকে। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিরতে হয়েছে ১ রান করে। ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেন নি সানরাইজার্সের বিরুদ্ধেও। ইডেনেও তাঁর ঝুলিতে ১ রান। আইপিএল মরসুমের মাঝপথেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। চুক্তিবদ্ধ হলেন মুম্বই ইন্ডিয়ান্সের সাথে।

Read More: IPL 2025: ব্যাটে আর নেই পুরনো ম্যাজিক, প্যাট কামিন্সের কপালে ভাঁজ ফেলছেন এই তারকা !!

MLC-তে আম্বানিদের দলে ডি কক-

Quinton de Kock | Image: Twitter
Quinton de Kock | Image: Twitter

টেস্ট ও ওয়ান ডে থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর কুড়ি-বিশের ফর্ম্যাটেও দেশের জার্সিতে দেখা যায় নি তাঁকে। বর্তমানে বিশ্বের নানা প্রান্তে কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান তিনি। আইপিএল (IPL) শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে মেজর লীগ ক্রিকেট (MLC) হতে চলেছে তাঁর পরবর্তী চ্যালেঞ্জ। ১২ জুন থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। তৃতীয় বছরে পা দিচ্ছে আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লীগ। নয়া মরসুমের জন্য মুকেশ আম্বানিদের মালিকানাধীন এমআই নিউ ইয়র্কের (MINY) সাথে চুক্তিবদ্ধ হলেন তিনি। এর আগে সিয়াটল অক্রাসের হয়ে দুই মরসুম খেলেছেন তিনি। ১৪ ম্যাচে ৩৬.১৬ গড় ও ১৪০ স্ট্রাইক রেটে ৪৩৪ রান’ও রয়েছে তাঁর। ২০২৫-এর টুর্নামেন্ট শুরুর আগে দলবদলের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার।

২০২৩ সালে এমএলসি-র (MLC 2023) প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এমআই নিউ ইয়র্ক (MINY)। ২০২৪-এ লীগ তালিকায় চতুর্থ স্থানে শেষ করে তারা। ২০২৫-এ খেতাব পুনরুদ্ধারের লক্ষ্যে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে থিঙ্কট্যাঙ্ক। কাগিসো রাবাডা (Kagiso Rabada), অনরিখ নর্খিয়া ও ডিওয়াল্ড ব্রেভিসের সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছে তারা। ডি ককের (Quinton de Kock) পাশাপাশি আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকেও সই করিয়েছে এমআই নিউ ইয়র্ক। যোগ দিচ্ছেন মাইকেল ব্রেসওয়েল, নবীন-উল-হক’ও (Naveen-ul-Haq)। SA20 টুর্নামেন্টে এমআই কেপ টাউন জার্সিতে সাফল্যের পর দক্ষিণ আফ্রিকার জর্জ লিণ্ডেকে আমেরিকার মাটিতে এমআই নিউ ইয়র্কের হয়ে দেখা যাবে। এছাড়াও ট্রেন্ট বোল্ট, কিয়েরণ পোলার্ড, নিকোলাস পুরান, রশিদ খানদেরও রিটেন করেছে তারা।

৪ বছর পর MI ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন ডি কক-

Quinton de Kock | Image: Getty Images
Quinton de Kock | Image: Getty Images

আম্বানিদের দলের হয়ে আগে আইপিএল’ও (IPL) খেলেছেন ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। দক্ষিণ আফ্রিকান তারকা ২০১৯ থেকে ২০২১ অবধি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১৯ ও ২০২০তে মুম্বইয়ের চতুর্থ ও পঞ্চম আইপিএল খেতাব জয়ের পিছনে বড় ভূমিকাও ছিলো তাঁর। রোহিত শর্মা’র (Rohit Sharma) সাথে ডি ককের (Quinton de Kock) ওপেনিং জুটি বহু ম্যাচে সাফল্য এনে দিয়েছিলো তাদের। ৩ মরসুমে মোট ৪২ ম্যাচে ১৩২৯ রান করেছিলেন তিনি। ১০টি অর্ধশতক’ও করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ৪ বছর পর ফের এমআই ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হতে চলেছেন বাম হাতি ব্যাটার। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে ‘বিগ অ্যাপল’-এর ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশনে লিখেছে, ‘ক্যুইনি ইজ হোম।’

ডি কক’কে স্বাগত জানিয়েছে MINY-

Also Read: IPL 2025 LSG vs MI Dream 11 Prediction: মর্যাদার লড়াইতে মুখোমুখি মুম্বই ও লক্ষ্ণৌ, ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *