সারা দেশের নজর আজ অযোধ্যার দিকে। দীর্ঘ আইনি জটিলতার পর উত্তরপ্রদেশের অযোধ্যায় ২০১৯ সালে রাম মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলো ভারতের সুপ্রিম কোর্ট। এরপর জোরকদমে এগিয়েছে কাজ। শেষমেশ আজ অর্থাৎ ২০২৪ সালের ২২ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের। থাকছে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সাজ সাজ রব গোটা অযোধ্যা শহরে। অন্তত এক সপ্তাহ আগে থেকেই ভক্তেরা ভীড় জমাতে শুরু করেছেন অযোধ্যায়। তাঁদের স্বাগত জানাতে প্রস্তুত স্থানীয় প্রশাসন’ও। রামায়ণের নানা কাহিনীর ছবি আঁকা হয়েছে শহরের দেওয়াল জুড়ে। দেশের গৌরবময় অতীতকেও তুলে ধরা হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।
কর্ণাটকের প্রতিথযশা ভাস্কর অরুণ যোগিরাজ নির্মিত ভগবান শ্রী রামের মূর্তিতে বৈদিক প্রথা মেনে হবে প্রাণপ্রতিষ্ঠা করা হবে আজ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। এছাড়াও সমাজের বহু বিশিষ্ট জনকে আহ্বান জানানো হয়েছে অযোধ্যার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), রনবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল’দের মত বলিউড তারকারা থাকবেন। থাকার কথা দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ, প্রভাস, ধনুষ, রজনীকান্তদেরও (Rajinikanth)। রাজনীতিবিদ, সিনেমা জগতের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেট নক্ষত্র’ও। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিথালী রাজ (Mithali Raj)। অনুষ্ঠানের দিন অযোধ্যা পৌঁছে নিজের অনুভূতি জানালেন তিনি।
Read More: অযোদ্ধার পথে রওনা দিলেন কিং কোহলি, রাম লালার প্রাণ প্রতিষ্ঠায় হাজির বিরাট !!
অযোধ্যা’র উৎসবে সামিল মিথালী, জানালেন অভিজ্ঞতা-
ক্রিকেট জগত থেকে একঝাঁক তারকা আজ সামিল হবেন রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে। ইতিমধ্যেই অযোধ্যা পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), শচীন তেন্ডুলকর’রা। সস্ত্রীক অযোধ্যা এসেছেন অনিল কুম্বলে। মন্দির চত্বর থেকে একটি সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট’ও করেছেন তিনি। এছাড়াও প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহবাগদের। আমন্ত্রণপত্র পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন, ভেঙ্কটেশ প্রসাদরাও। শ্রী রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ পাচ্ছেন মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিথালী রাজ’ও (Mithali Raj)। অযোধ্যায় পা রেখে বেশ আপ্লুত তিনি। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের মনের ভাব দেশের জনতার সাথে ভাগ করে নিলেন তিনি।
গোটা অযোধ্যা জুড়ে রাম মন্দির উদ্বোধন’কে নিয়ে যে উচ্ছ্বাস হচ্ছে তাকে উৎসবের সাথে তুলনা করেছেন মিথালী। অনেকের মত তিনিও যে এই দিনটার অপেক্ষায় ছিলেন, তা অকপটে স্বীকারও করেছেন তিনি। ANI-কে মিথালী (Mithali Raj) বলেন, “কোনো ধর্মীয় স্থানে এলে একজন মানুষ যেমনটা অনুভব করেন, আমিও তেমনটাই অনুভব করছি। আমরা সকলেই এই দিনটার অপেক্ষায় ছিলাম। এই বিশেষ দিনে এখানে আসতে পারা ভাগ্যের ব্যাপার। এটা একটা উৎসব। এখানে এসে এই বিশাল উৎসবের অংশ হতে পেরে আমি বেশ আনন্দিত।” রাম মন্দির উদ্বোধনের কারণে অযোধ্যায় আজ চাঁদের হাট। দেশের ‘হুজ হু’রা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন শহরে। সেই কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে শহর জুড়ে। মঙ্গলবার অবধি সাধারণ ভক্তদের জন্য মন্দিরে ঢোকায় রয়েছে নিষেধাজ্ঞা। ড্রোন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চালানো হচ্ছে নজরদারী।
দেখুন কি জানালেন মিথালী-
#WATCH | Ayodhya, Uttar Pradesh | Former cricketer Mithali Raj says, “I feel what one feels when they are at a very religious place…We all wanted this for a very long time and I feel it is a calling to be here on this big occasion. It’s a celebration and we are all happy to be… pic.twitter.com/59akVMllBG
— ANI (@ANI) January 22, 2024