IND vs PAK: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে আজই প্রথম মাঠে নামার কথা ছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দলের। প্রতিপক্ষ ছিলো পাকিস্তান (IND vs PAK)। দুই দেশের প্রাক্তনীদের হেভিওয়েট যুদ্ধকে ঘিরে উত্তেজনা ছিলো চরমে। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন ভারতীয় দলের সদস্যরা। গত এপ্রিলে কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছিলো পাক মদতপুষ্ট জঙ্গিবাহিনী। নিহত হন ২৭ জন। সেই ঘটনার প্রতিবাদস্বরূপ পাক ক্রিকেটারদের বিরুদ্ধে মাঠে নামতে অস্বীকার করেন সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান (Irfan Pathan), হরভজন সিং-রা। শেষমেশ ম্যাচটি বাতিল ঘোষণা করতে বাধ্য হন উদ্যোক্তারা। ভারতীয় তারকাদের সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে উলটো সুর কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের (Ramdas Athawale) গলায়।
Read More: গিল অন্য মেয়ের সঙ্গে কথা বলায় রেগে আগুন সারা, নতুন ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া !!
ম্যাচ বাতিলের বিরুদ্ধে আতাওয়ালে-

বার্মিংহ্যামে ভারত-পাক প্রাক্তনীদের ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় হতাশ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে (Ramdas Athawale)। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “খেলাধূলার সাথে রাজনীতি জড়ানো একেবারেই উচিৎ নয়। খেলা ভারতের মাটিতে হলে বিষয়টি গুরুতর হতে পারত। কিন্তু ম্যাচ হওয়ার কথা ছিলো ইংল্যান্ডে। আমরা পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছি। ওদের ক্রিকেট দলকেও হারিয়েছি। তাই খেলার মাঠে রাজনীতি টেনে আনা সঠিক নয়।” ২২ এপ্রিলের ঘটনার সাথে যে দেশবাসীর ভাবাবেগ জড়িয়ে রয়েছে তা মেনে নিয়েছেন আতাওয়ালে (Ramdas Athawale)। তবে ক্রিকেট ও সন্ত্রাসের মধ্যে পার্থক্য রয়েছে, মনে করেন তিনি। “এটা ঠিক যে পহলগামে জঙ্গি হামলা হয়েছিলো। তবে জবাবে তো ওদের জঙ্গিঘাঁটি আমরা গুঁড়িয়ে দিয়েছি। কিন্তু তার সাথে খেলাকে জড়িয়ে ফেলা একদমই ঠিক নয়,” সংযোজন তাঁর।
পহলগাম হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে ভারত সরকার। নয়াদিল্লীর পাকিস্তানী দূতাবাস থেকে প্রয়োজনের অতিরিক্ত কর্মী ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক ও অন্যান্য উপদেষ্টাদেরও দূতাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে অবস্থানকারী পাকিস্তানী নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে ওয়াঘা সীমান্তের ওপারে। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়াকে পাকিস্তানের বিপক্ষে (IND vs PAK) মাঠে নামার ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়া হবে না বলেই শোনা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। সরকারে থাকা এনডিএ জোটের প্রধান শরিক ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যেই পাকিস্তানের বিরোধিতা করেছে জোর গলায়। তাই তাদের জোটসঙ্গী রিপাকলিক অফ ইন্ডিয়া পার্টি (আতাওয়ালে)’র নেতা রামদাসে’র মন্তব্য সরকারকে অস্বস্তিতে ফেলবে কিনা তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহল।
দেখুন IND vs PAK ম্যাচ বাতিলের বিবৃতি-
Dear all , pic.twitter.com/ViIlA3ZrLl
— World Championship Of Legends (@WclLeague) July 19, 2025
আগেও বিতর্কে জড়িয়েছেন আতাওয়ালে-

এই প্রথম নয়, এর আগেও সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন রামদাস আতাওয়ালে (Ramdas Athawale)। ২০২০ সালে কোভিড অতিমারি চলার সময় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার অদূরে চীনের কনসাল জেনেরাল তাং গুওকাইকে সাথে নিয়ে ‘গো করোনা গো’ স্লোগান দিতে শোনা গিয়েছিলো তাঁকে। অতিমারির সময় যখন চিকিৎসকেরা ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ বজায় রাখার পরামর্শ দিচ্ছিলেন, অযথা ভিড় করতে বারণ করছিলেন, তখন কয়েকশ মানুষকে সাথে নিয়ে মিছিল করার পরিকল্পনা কতদূর যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছিলো। তাঁর সেই ‘গো করোনা গো’ স্লোগান অবশ্য বেশ ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। প্রচুর মিম তৈরি হয়েছিলো তা নিয়ে। ক্রিকেট নিয়েও এর আগে বিতর্কিত মন্তব্য করেছেন আতাওয়ালে। ২০১৭-তে পাকিস্তানের বিরুদ্ধে ভারত (IND vs PAK) চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারার পর টিম ইন্ডিয়াতে জাতিগত সংরক্ষণ চেয়ে সওয়াল করেছিলেন তিনি।