জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মৌসুম। এই মৌসুমে ঘটে চলেছে একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ। তবে চলতি আইপিএলে দুই সফল দলের অধিনায়ককে আর দেখা যাচ্ছে না। প্রথমত মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানো হয়েছে, অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই দলের ভার তুলে দিয়েছেন দলের প্রমুখ ওপেনার ঋতুরাজ গায়কোয়ার্ডের হাতে।
আইপিএল ইতিহাসের এই দুই অধিনায়কের হাতেই উঠেছে পাঁচটি করে ট্রফি। গত বছর চেন্নাইকে বিজয়ী করে পঞ্চম বারের জন্য শিরোপা জেতেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলে হয়তো তাকে শেষবারের মতো খেলতে দেখা যাচ্ছে। আর আইপিএল এর মাঝেই উঠে আসলো এমএস ধোনিকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য।
অভিযোগ উঠলো ধোনির বন্ধুর বিরুদ্ধে

প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এমএস ধোনির (MS Dhoni) প্রাক্তন ব্যবসায়িক অংশীদার মিহির দিবাকর এবং তার স্ত্রী সৌম্য দাস দিল্লি হাইকোর্টে ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। এবার উল্টে মিহির দিবাকরকে গ্রেপ্তার করলো পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ধারা ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১২০B সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারাকে ঘিরে আবর্তিত হয়েছে এবং অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে রাঁচি জেলা আদালতে অভিযোগ দায়ের করেছিলেন।
প্রথমে ধোনি এই সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি সরে দাঁড়ান এবং তার নাম ব্যবহারের জন্য অনুমোদন প্রত্যাহার করে নিয়েছিলেন। তা সত্ত্বেও, তার বন্ধু দিবাকর জয়পুরে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার জন্য ধোনির পরিচিতি নিয়ে ছেলেখেলা করেন। প্রসঙ্গত, দিবাকরের সঙ্গে ধোনির চুক্তিতে দেশ বিদেশে ধোনির নামে গুটিকয়েক ক্রিকেট অ্যাকাডেমি খোলার কথা থাকলেও ক্যাপ্টেন কুল পরে সব চুক্তি নাকচ করে দিয়েছিলেন। তবুও ধোনির অজান্তে তার নাম ব্যবহার করে অনেক ক্রিকেট অ্যাকাডেমি ও স্পোর্টস কমপ্লেক্স খুলে ফেলেন দিবাকর।
গ্রেপ্তার করা হলো মিহির দিবাকরকে

প্রতারণার অভিযোগ এবার দিবাকরকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারের পর তাকে পাঠানো হল জয়পুরে। কর্তৃপক্ষ তাকে জয়পুরে স্থানান্তর করার আগে গৌতম বুদ্ধ নগর থেকে গ্রেপ্তার করেছিল। মূলত, ধোনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে জয়পুরের করনি বিহার থানায় তার বিরুদ্ধে আগেই FIR দায়ের করা হয়েছিল। সেই FIR অনুসরণ করেই গ্রেপ্তার করা হলো ধোনির বন্ধুকে।
জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ নিশ্চিত করেছেন যে, মিহির দিবাকরের বিরুদ্ধে মামলাটি জয়পুরে ধোনির নামে একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার সাথে জড়িত। আর প্রতারণামূলক কার্যকলাপের অভিযোগ অনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।