ব্যাট হাতে চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে সফল হন নি তিনি। অস্ট্রেলিয়ার মাটিতেও দেখিয়েছে বেশ ম্রিয়মান। স্টার্ক, হ্যাজেলউড, বোল্যান্ডদের বিপক্ষে কোহলি’র (Virat Kohli) জন্য ‘অ্যাকিলিসের গোড়ালি’ হয়ে দাঁড়িয়েছিলো অফস্টাম্পের বাইরের লাইনের ডেলিভারিগুলি। কখনও ড্রাইভ মারতে গিয়ে ক্যাচ তুলেছেন স্লিপ ফিল্ডারদের হাতে, আবার কখনও খোঁচা মেরেছেন উইকেটরক্ষকের দস্তানায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় ইনিংসের মধ্যে আটবার আউট হয়েছেন তিনি। প্রতিবারই ধরা পড়েছেন হয় স্লিপ ফিল্ডারদের হাতে নয় উইকেটরক্ষকের দস্তানায়। তাঁর মত কিংবদন্তির বারবারই একইভাবে আউট হওয়া চিন্তায় ফেলেছে অনুরাগীদের।
Read More: ভক্তদের জন্য সুসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মেন্টর হিসাবে এন্ট্রি নিচ্ছেন MS ধোনি !!
দুঃসময়ে পাশে পেলেন ক্লার্ককে-
অস্ট্রেলিয়া সফরে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে মাত্র ১৯০ রান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। পার্থ-এর ১০০* ইনিংসটি বাদ দিলে বাকি আট ইনিংসে রান সংখ্যা দাঁড়ায় ১৯০। গড় করে হয় ১২’র কম। পারফর্ম্যান্স যে মোটেও ‘কিং’ কোহলিসুলভ নয় তা মানছেন বিশেষজ্ঞরা। ম্যাথু হেডেনের (Matthew Hayden) মত অনেকেই তাঁর ব্যর্থতার ময়নাতদন্ত করতে বসে দক্ষতা বা টেকনিকে নয়, সমস্যা খুঁজে পেয়েছেন তাঁর মানসিকতায়। ইরফান পাঠান (Irfan Pathan) বা সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মত কেউ কেউ আবার মনে করছেন যে ব্যাগি গ্রিন বাহিনীর বিরুদ্ধে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতিই নেন নি কোহলি ও অন্যান্য ব্যাটাররা। যা গোটা সিরিজ জুড়েই সমস্যায় ফেলেছে দল’কে। বুমরাহ’র অনবদ্য বোলিং সত্ত্বেও সেই কারণেই ১-৩ ফলে হারতে হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)।
ইতিমধ্যে ৩৬ পেরিয়েছেন বিরাট (Virat Kohli)। আর সুযোগ রয়েছে কামব্যাকের? এই প্রশ্নে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল। কেউ চান আরও কয়েকটি সুযোগ পান মহাতারকা, আবার কেউ কেউ এই মুহূর্তেই তাঁকে ছেঁটে ফেলার পক্ষে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke) অবশ্য রয়েছেন প্রথম গোষ্ঠীতে। ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে বিরাটের, মনে করেন তিনি। বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে সম্প্রতি অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। সেখানে কোহলিকে ছেঁটে ফেলা আদৌ যুক্তিযুক্ত কিনা তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ক্লার্ক (Michael Clarke)। তাঁর সাফ বক্তব্য, “কোনো প্রশ্নই আসে নি। বিরাট কোহলির মত ক্রিকেটার প্রজন্মের একবারই আসেন। যতদিন সম্ভব আমি বিরাট কোহলিকে নিজের দলে রাখতে চাইবো। প্রয়োজনে দলে থাকার জন্য অনুরোধ করবো।”
রান করবেন কোহলি, আশাবাদী শাস্ত্রী’ও-
দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বিরাটের (Virat Kohli)। এমতাবস্থায় নিয়মিত যখন তাঁর দিকে উড়ে আসছে সমালোচনার বাণ, তখন ভারতীয় কিংবদন্তি পাশে পেলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকেও (Ravi Shastri)। ধৈর্য্য আর শৃঙ্খলা মেনে ব্যাটিং করলে এখনও ভয়ানক হয়ে উঠতে পারেন কোহলি (Virat Kohli), মনে করছেন তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট চলাকালীন স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “লোকে কি বলছে তা সম্পূর্ণ ভুলে যাও। যেমন ব্যাটিং করছ করে যাও। সোনালী সময় আসবে। শৃঙ্খলার আলাদা গুরুত্ব রয়েছেন। অফস্টাম্পের বাইরের বল ছাড়ো। অস্ট্রেলিয়াকে তোমার শরীরে বোলিং করতে বাধ্য করো। ধৈর্য্য ধরো।” “যদি সঠিক পথে এগোয় তাহলে আগামী ২ থেকে ৩ বছর প্রচুর রান করবে বিরাট কোহলি,” প্রাক্তন ছাত্রের সাফল্য চেয়ে সংযোজন শাস্ত্রী’র।
Also Read: রাহানে-পূজারার পথে হাঁটছেন কোহলি, ভারত ছেড়ে ক্রিকেট খেলবেন এই দেশে !!