miandad-comment-on-india-resurfaces-post-world-cup

World Cup 2023: দেশের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023) জেতার স্বপ্ন চুরমার হয়েছে টিম ইন্ডিয়ার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে পা রাখলেও অন্তিম বাধাটুকু পেরোনো এবারও সম্ভব হয় নি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) পক্ষে। চেন্নাইতে গ্রুপ পর্বের ম্যাচে যে অস্ট্রেলিয়াকে ভারত হারিয়েছিলো ৬ উইকেটে, তারাই ফাইনালে প্রবলতর প্রতিপক্ষ হয়ে ওঠে ‘মেন ইন ব্লু’র সামনে। ৬ উইকেটের ব্যবধানেই গ্রুপ পর্বের হারের বদলা নেয় অজিরা। জিতে নেয় বিশ্বকাপ (ICC World Cup 2023)। খেতাব না জিতলেও ভারতের পারফর্ম্যান্স নজর কেড়েছে চলতি বিশ্বকাপে। মহম্মদ কাইফের মত কোনো কোনো ক্রিকেট বিশেষজ্ঞ তো বলেই দিয়েছেন, ট্রফি হয়ত অস্ট্রেলিয়া জিতেছে, কিন্তু সেরা ক্রিকেট উপহার দিয়েছে ভারতই।

বিশ্বকাপ মিটতে এখন চলছে পারফর্ম্যান্সের পর্যালোচনা। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে সত্যিই সদ্যসমাপ্ত টুর্নামেন্টে আগাগোড়া দাপট দেখিয়েছে ভারতই। আইসিসি’র তরফ থেকে যে ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’ বেছে নেওয়া হয়েছিলো, সেখানেও রমরমা টিম ইন্ডিয়ার। ছয়জন রয়েছেন ভারত থেকে। এ তো গেলো দলগত সাফল্যের খতিয়ান। ব্যক্তিগত সাফল্যের নিরিখেও এগিয়ে ভারত’ই। ৭৬৫ রান করে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হয়েছেন বিরাট কোহলি। সর্বোচ্চ উইকেটসংগ্রাহক’ও ভারতের মহম্মদ শামি, মাত্র ৭ ম্যাচ খেলে ১০.৭০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন। যে ব্র্যান্ডের ক্রিকেট টিম ইন্ডিয়া খেলেছে সাম্প্রতিক ম্যাচগুলিতে তাকে গোটা দুনিয়া যখন কুর্নিশ জানাচ্ছে, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাক কিংবদন্তি জাভেদ মিয়াদাঁদের (Javed Miandad) একটি ভিডিও। দুই পড়শি দেশের মূল্যায়নে কতটা ভুল ছিলেন মিয়াদাঁদ, তা নিয়েই চলছে আলোচনা।

Read More: IPL 2024: মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর, ট্রফি জিততে নাইটদের দুর্দান্ত চাল !!

মিয়াদাঁদের মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়-

Javed Miandad | ICC World Cup 2023 | Image: Getty Images
Javed Miandad | Image: Getty Images

বিশ্বকাপে ভারত যখন দাপটের সঙ্গে একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করে এগিয়ে যাচ্ছিলো ফাইনালের দিকে, তখন রীতিমত নাজেহাল অবস্থা হয়েছিলো পাকিস্তানের। দুই দলের মধ্যেকার মানের ফারাকটা বেশ স্পষ্ট হয়ে গিয়েছিলো টুর্নামেন্টের মাঝামাঝি সময়েই। ওয়াসিম আক্রম (Wasim Akram), মঈন খান, মিসবাহ উল হক, শোয়েব মালিকদের (Shoaib Malik) মত পাক প্রাক্তনীরা এই সহজ সত্যিটুকু মেনে নিয়ে ভারতকে শুভেচ্ছা জানালেও পাক ক্রিকেটমহলের এক অংশ তা মানতে পারেন নি। ফলে প্রায়শই অন্তর্ঘাতের তত্ত্ব উঠে আসতে দেখা গিয়েছে পাকিস্তানী সংবাদমাধ্যম সুত্রে। হাসান রাজা (Hasan Raza) দাবী করেন আলাদা বলে বোলিং করছে ভারত। সেই কারণে অতিরিক্ত স্যুইং পাচ্ছেন শামি-সিরাজ-বুমরাহ। আবার সিকান্দার বখত (Sikander Bakht) বলে বসেন যে টসে কারচুপি করছেন রোহিত শর্মা। মহম্মদ হাফিজকে শোনা যায় অহেতুক বিরাট কোহলির নিন্দা করতে।

পারফর্ম্যান্সে দুই দল ধারেকাছে না এলেও নিজেদের দলের দিকে না তাকিয়ে, টিম ইন্ডিয়ার সমালোচনা করা যে পাক ক্রিকেটমহলের পুরনো অভ্যাস, তা প্রমাণ হয়ে গিয়েছে কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad) একটি ভিডিও সামনে আসায়। এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তান যাবে না দল, জানিয়ে দিয়েছিলো ভারত। সেই নিয়ে জটিলতা চলাকালীন মিয়াঁদাদ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, “চুলোয় যাক ভারত। আমাদের ক্রিকেট ওদের থেকে অনেক উন্নত। আমরা অনেক এগিয়ে। ওরা না আসলে আমাদের যায় আসে না কিছু। আমাদের যথেষ্ট অর্থ রয়েছে। আমাদের প্রয়োজন নেই ভারতকে…” এই সাংবাদিক সম্মেলনে আরও অনেক আপত্তিকর কথা বলতে শোনা যায় তাঁকে। ভারতীয় প্রধানমন্ত্রীর দিকেও কটাক্ষের তীর ছোঁড়েন তিনি।

প্রাক্তন ব্যাটারের মূল্যায়নে যে কতখানি গলদ ছিলো তা অবশ্য সাম্প্রতিক পারফর্ম্যান্সই প্রমাণ করে দিয়েছে। মিয়াদাঁদের (Javed Miandad) এই উক্তির পর ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছে ৩টি। একটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। অন্য দুটি সহজেই জিতেছে টিম ইন্ডিয়া। ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন, বিশ্বকাপ ফাইনালিস্ট। সেখানে পাকিস্তান দুই টুর্নামেন্টেই মুখ থুবড়ে পড়েছে। মিয়াঁদাদ (Javed Miandad), হাসান রাজা (Hasan Raza), সিকান্দার বখতদের মত প্রাক্তনীদের বিশ্বকাপ শেষে এক সাক্ষাৎকারে একহাত নিয়েছেন মহম্মদ শামি। বাংলার পেসার খোলাখুলিই জানিয়েছেন, “পাকিস্তানের কিছু খেলোয়াড় আমাদের সাফল্য সহ্য করতে পারেন নি। তারা উদ্ভট সব অভিযোগ করেছেন। আমি মোটেই এমনটা করি না। উলটে ‘দুয়া’ করি সকলের সাফল্যের জন্য। আপনি যদি অন্যের সাফল্য উদযাপন করতে পারেন, আপনিই খেলোয়াড় হিসেবে উন্নতি করবেন।”.

দেখে নিন মিয়াঁদাদের সম্পূর্ণ সাক্ষাৎকার-

Also Read: World Cup 2023: “অন্যের সাফল্যে যদি খুশি হতে শেখ…” পাকিস্তানী ক্রিকেটমহলকে একহাত নিলেন মহম্মদ শামি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *