মুম্বই থেকে ছুটি হচ্ছে হার্দিকের, এই ভারতীয় ক্যাপ্টেন নিচ্ছেন আবারও দায়িত্ব !! 1

বেশ কয়েকদিন ধরে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সাংসারিক জীবনে অশান্তি নেমে এসেছে হার্দিক পান্ডিয়ার। কয়েকদিন আগেই বিবাহবিচ্ছেদ সম্পন্ন করলেন হার্দিক এবং নাতাশা। এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়াকে বেশ একাকিত্বের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। বর্তমান সময়ে ভারতীয় দল শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে, আর এই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরই মাঝে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ খবর, জানা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে আসন্ন আইপিএল মরসুমের জন্য রিটেন করবে না মুম্বই ইন্ডিয়ান্স দল।

ডায়নামিক অলরাউন্ডার সম্প্রতি আইপিএল ২০২৪ মরশুমে মুম্বই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি গত দশক জুড়ে মুম্বই দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন রোহিত শর্মা। গত মরশুমে সেই রোহিতকে বদলে দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দলের পরবর্তী অধিনায়ক হতে দেখছে। হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ২০২৩ সালের নভেম্বর মাসে পুনরায় দলে শামিল করে।

দল থেকে ছাঁটাই হচ্ছেন হার্দিক

Hardik pandya, ipl 2024
Hardik Pandya | Image: Getty Images

এমনকি পরবর্তী এক মাসের মধ্যে টিম ম্যানেজমেন্ট তাকে দলের নতুন অধিনায়ক হিসাবে নিয়োগ করেছিল। যদিও পান্ডিয়া তার অধিনায়কত্বে গত দুই মরশুমে গুজরাত টাইটান্স দলের হয়ে বেশ দারুন পারফরমেন্স দেখিয়েছিল , তবে মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর তিনি ১৪টি খেলায় দলকে নেতৃত্ব দিলেও দল কেবলমাত্র ৪ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকায় একদম শেষে শেষ করে দল।

প্রতিবেদন অনুসারে, সম্ভবত এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল ২০২৫ নিলাম। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দল থেকে ছেড়ে দেবে। তদুপরি, ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে সূর্যকুমার যাদবকে নতুন অধিনায়ক হিসাবে নিয়োগ করতে পারে। স্কাই আগেও মুম্বই দলকে নেতৃত্ব দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে ২০২৩ সালে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবং ১০০ শতাংশ জেতার রেকর্ড ধরে রেখেছেন তিনি।

নিলামের আগে ফ্রাঞ্চাইজি গুলি নিলো বড় সিদ্ধান্ত

অন্যদিকে নিলামের কথা বলতে গেলে, নিলাম নিয়ে ফ্রাঞ্চাইজি মালিকদের মধ্যে বেশ বচসা হয়েছে। কোনো ফ্রাঞ্চাইজির মালিকরা চেয়েছেন ৩ প্লেয়ারকে রিটেন করতে আর ২ আনক্যাপ প্লেয়ারকে রিটেন করার কথা। আবার কেউ RTM কার্ড ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন। আবার এক ফ্রাঞ্চাইজির মালিক জানিয়ে দিয়েছেন, যে সকল প্লেয়াররা নিলামে নাম দেওয়ার পরেও খেলতে অস্বীকার জানান তাদের যেন ব্যান করে দেওয়া হয়। পাশাপশি, আইপিএল জয়ী ফ্রাঞ্চাইজি মালিকরা মেগা নিলাম আয়োজন করতে ইচ্ছুক নন, কিন্তু যারা এখনও আইপিএল জিততে ব্যার্থ হয়েছেন তারা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জোর দিচ্ছে এই মেগা নিলামের।

Read Also: Hardik Pandya: “ভালোই করেছে ওকে দায়িত্ব…” হার্দিককে অধিনায়ক না করায় খুশি প্রাক্তন ভারতীয় কোচ, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *