MI vs LSG, IPL 2024, MATCH 67 PREDICTION: নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ও লখনৌ, কে হবে আজকের সেরা পারফর্মার, কোন দল জিতবে ম্যাচ ? জানুন এক ক্লিকেই !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) মৌসুম। আজকের ৬৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। আপাতত দুই দল চলতি আইপিএল মরশুম থেকে বিদায় নিয়েছে। তাদের কাছে কোয়ালিফাই করার মতন কোনো সুযোগই লক্ষ্য করা যাচ্ছে না। দুই দল চলতি আইপিএলের ৪৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচের কথা বলতে গেলে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছিল হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya)। পাওয়ারপ্লের ভিতরেই চার উইকেট হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) ও টিম ডেভিড (Tim David) টেবিলের ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ১৪৪ বানাতে সক্ষম হয়েছিল।

এই রান তাড়া করতে এসে চার বল বাকি থাকতে লখনৌ জয় সুনিশ্চিত করে। দলের হয়ে ৪৫ বলে সাতটি চার ও দুটি ছক্কার বিনিময়ে ৬২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মার্কাস স্টইনিস (Marcus Stoinis)। মুম্বাইয়ের বিরুদ্ধে লখনৌ দলের এটাই ছিল শেষ জয়, প্রথম ১০ ম্যাচের মধ্যেই ৬ টি ম্যাচে জয়লাভ করেছিল লখনৌ এবং আইপিএল প্লে-অফের জন্য নিজেদের টিকিট প্রায় পাকা করে ফেলেছিল। তবে পরবর্তী তিনটি ম্যাচে মিলেছে পরাজয়, যার ফলে আপাতত চলতি আইপিএলের প্লে-অফ থেকে বিদায় নিতে হল তাদের।

গত দুইবার আইপিএল প্লে-অফে পৌঁছে গিয়েছিল লখনউ। তবে প্লে-অফ পৌঁছানোর হ্যাটট্রিক করতে ব্যর্থ হল কেএল রাহুলের (KL Rahul) দলটি। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ছিটকে যেতে হয়েছিল প্লে-অফের দৌড় থেকে। ২০২০ সালে শেষবার আইপিএল খেতাব জয় করেছিল মুম্বই ইন্ডিয়ান্স তবে তার পর থেকে ২০২১,২০২২ ও ২০২৪ মরশুমে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো মুম্বই পল্টন। আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল এবং জয়ের সঙ্গে সিজিন সমাপ্ত করতে চাইবে।

Read More: IPL 2024: প্লে-অফ খেলা হচ্ছে না বেঙ্গালুরু’র, এই বিশেষ কারণে স্বপ্ন ভাঙছে বিরাটদের !!

MI vs LSG, IPL 2024, MATCH 67 PITCH & WEATHER UPDATE

World cup 2023, ipl 2024
Wankhede Stadium | Image: Getty Images

আজকের ম্যাচটি বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। চলতি আইপিএলে আজ শেষ বারের জন্য ওয়ানখেড়েতে নামতে চলেছে মুম্বই। ঘরের মাঠে ৩ ম্যাচ জিতেছে মুম্বই, মুম্বইয়ের উইকেট সর্বদাই ব্যাটসম্যানদের পক্ষে একটি ব্যাটিং স্বর্গ চারদিকের বাউন্ডারি ৬০ মিটারের মধ্যেই অবস্থিত যে কারণে ব্যাটসম্যানরা এখানে আক্রমণাত্মক ব্যাটিং করতে একটুও দ্বিধাবোধ করেন না। আজকের ম্যাচেও দুই দলের ব্যাটসম্যানদের পক্ষ থেকে মারকুটে ব্যাটিং দেখার সম্ভাবনা রয়েছে কারণ দুই দল ছিটকে গিয়েছেন আইপিএল থেকে তাই আজকে দুজনের কাছে হারানোর মতন কিছুই নেই।

আজ মুম্বাইতে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলায় তা ২৯ ডিগ্রিতে নেমে আসবে। বাতাসে ৭১ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপশি ১৮ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে এবং বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনার আশঙ্কা জানায়নি হওয়াঅফিস।

MI vs LSG, IPL 2024, MATCH 67, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স- ঈশান কিষাণ (WK), রোহিত শর্মা, নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, মোহাম্মদ নবী, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা [ইমপ্যাক্ট প্লেয়ার: আনশুল কম্বোজ]

লখনৌ সুপার জায়ান্টস- কেএল রাহুল (c), কুইন্টন ডি কক (WK), মার্কাস স্টয়নিস, দীপক হুডা, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়া, আয়ুশ বাদোনি, আরশাদ খান, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, যুধবীর সিং [ইমপ্যাক্ট প্লেয়ার: মহসিন খান]

MI vs LSG, IPL 2024, MATCH 67 সেরা প্লেয়ার

সেরা ব্যাটসম্যান ( সূর্যকুমার যাদব)

Suryakumar yadav, ipl 2024
Suryakumar Yadav | Image: Getty Images

আজকের ম্যাচে সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চলতি মরশুমে বেশ ভালো ছন্দে রয়েছে স্কাই, লখনৌ’এর বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬ বলে ১০ রান বানিয়েছিলেন তিনি। আপাতত তিনি এই মৌসুমে ১০টি ম্যাচ খেলেছেন যেখানে ৩৮.৩৩ গড়ে এবং ১৬৯.৯৫ স্ট্রাইক রেটে একবার শতরান ও তিনবার অর্ধশতরান সহ ৩৪৫ রান বানিয়েছেন। মুম্বাইতে অনুষ্ঠিত হওয়া শেষ ম্যাচটিতে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেছিলেন এবং সেই ম্যাচে শতরানও জুড়ে দিয়েছিলেন তিনি। রোহিত শর্মার (Rohit Sharma) পর দ্বিতীয় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান হিসেবে আইপিএলে দ্বিতীয় শতরান হাঁকালেন স্কাই। আজকের ম্যাচেও তার উপরে থাকবে মুম্বাই দলের প্রত্যাশা।

সেরা বোলার (জসপ্রীত বুমরাহ)

Jasprit bumrah, ipl 2024
Jasprit Bumrah | Image: Getty Images

আজকের ম্যাচের সেরা বোলার হতে পারেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। বলাই যায় এটি তার আইপিএল ক্যারিয়ারের সবথেকে ভালো মরসুম। এই মৌসুমে তিনি ১৩ টি ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন কুড়িটি উইকেট। একটিবার পাঁচ উইকেটও নিয়েছেন তিনি কেবলমাত্র ২১ রান দিয়ে। চলতি মৌসুমে ওভার পিছু কেবলমাত্র ৬.৪৮ রান দিয়েছেন। আজকের এই মেগা ম্যাচে বুমরাহের চার ওভারের স্পেলটি হতে চলেছে গুরুত্বপূর্ণ।

MI vs LSG, IPL 2024, MATCH 67 জিততে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।

বিধিসম্মত সতর্কীকরণ-

তথ্য এবং পরিসংখ্যান বিশ্লেষন করে দল চয়ন করা হয়ে থাকলেও এই মতামত লেখকের ব্যক্তিগত। আপনার দল নির্বাচন করার সময়, উল্লেখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।

Read Also: IPL 2024: RCB-কে রুখতে মোক্ষম চাল দিচ্ছে CSK, প্লেয়িং ইলেভেনে থাকছে তিন বড় পরিবর্তন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *