IPL 2024: পরিসমাপ্তি ঘটলো মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টসের (MI vs LSG) ৬৭তম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন দেবদত্ত পাডিকাল (Devdutt padikkal)। নুয়ান থুসরার (Nuwan Thushara) বলে বিনা কোনো রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লখনৌ দলের হয়ে সর্বাধিক ২৯ বলে ৫টি চার এবং ৮টি ছক্কার বিনিময়ে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। পাশাপশি ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) ৪১ বলে তিনটি চার ও ৩টি ছক্কার বিনিময় ৫৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষের দিকে দুরন্ত ইনিংস খেলে ক্রুনাল ও আয়ুশ দলকে ২১৪ রানে পৌঁছে দেয়।
Read More: জল্পনার ঘটলো অবসান, ভারতীয় দলের হেড কোচ হচ্ছেন গৌতম গম্ভীর !!
১৯৬ রানে শেষ হলো মুম্বই দলের ব্যাটিং
এই রান তাড়া করতে এসে পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করে মুম্বই দলের দুই ব্যাটসম্যান। প্রথম ৬ ওভারে মুম্বই ৫৩ রান জুড়ে দেয়। পাশাপশি, পাওয়ার প্লে শেষ হলে প্যাভিলিয়নে ফেরেন ওপেনিং করতে আসা ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ২০ বলে ১টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ২৩ রান বানান। মুম্বই দলের হয়ে সর্বাধিক ৩৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৬৮ রান বানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)।
তবে বাঁকি ব্যাটসম্যানদের থেকে তুলনামূলক কোনো সাহায্য পেতে দেখা যায়নি। সূর্যকুমার যাদব চলতি মরশুমে আজ তৃতীয়বার খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ১৩ বলে ১৬ রান বানিয়ে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মহসিন খানের (Mohsin Khan) বলে প্যাভিলিয়নে ফেরেন। এমনকি রবি বিষ্ণুর বলে ৩ বলে ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera)। ১৫ বলে ১৪ রান বানান ঈশান কিষান (Ishan Kishan) এবং শেষমেষ ২৮ বলে ৪টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে বিধ্বংসী ইনিংস খেলেন নমন ধীর (Naman Dhir) । ১৯৬ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস, ১৮ রানে আজকের এই ম্যাচে পরাজিত হলো মুম্বই ইন্ডিয়ান্স।