mi-to-retain-hardik-as-captain-in-ipl, mi
Hardik Pandya and Rohit Sharma | Image: Getty Images

IPL 2025: ২০১৩ থেকে ২০২০-এই আট বছরের মধ্যে পাঁচ বার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। ধারাবাহিকতার নতুন এক নিদর্শন স্থাপন করেছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। চেন্নাই সুপার কিংসকে পিছনে ফেলে টুর্নামেন্টের সফলতম দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো নিজেদের। কিন্তু গত দশকের দাপট চলতি দশকে আর ধরে রাখতে সক্ষম হয় নি তারা। ২০২১ থেকে ২০২৪-চার বছর জুটেছে কেবলই ব্যর্থতা। ২০২৩-এ কোনোক্রমে প্লে-অফের গণ্ডীটুকু পেরিয়েছিলো তারা। কিন্তু এই বছর তাও সম্ভব হয় নি। বরং দশ দলের লীগে শেষ করতে হয়েছিলো সবার নীচে। ২০২২-এও দেখা গিয়েছিলো একই অবস্থা। কোন ফর্মূলায় ঘুরে দাঁড়াতে পারবে মুম্বই? ট্রফি আসবে আরব সাগরের তীরে? প্রশ্নের উত্তরের সন্ধানে ফ্র্যাঞ্চাইজি। নেতৃত্বে আবারও বদল করা হবে কিনা তা নিয়ে চলছে চর্চা।

Read More: দিন ফুরোচ্ছে রোহিত শর্মা’র, টেস্ট ও ওডিআই দলের নেতৃত্ব পাবেন MS ধোনির উত্তরসূরি !!

অধিনায়ক থাকছেন হার্দিক’ই-

Hardik Pandya | IPL | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

২০১৩ সালে আইপিএলের (IPL) মাঝপথেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন রিকি পন্টিং। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয় রোহিত শর্মা’র (Rohit Sharma) নাম। তারপর এক দশক তিনিই সামলেছেন দলের দায়িত্ব। এনে দিয়েছেন পাঁচটি ট্রফি। কিন্তু ২০২৪ মরসুমের আগে হঠাৎ’ই পরিবর্তনের জন্য উঠেপড়ে লেগেছিলো ফ্র্যাঞ্চাইজি। তড়িঘড়ি বিপুল অর্থের বিনিময়ে দলে ফেরানো হয় হার্দিক পান্ডিয়াকে। ২০২২ সালে অধিনায়ক হিসেবে গুজরাত টাইটান্সকে (GT) ট্রফি জিতিয়েছিলেন তিনি। সাফল্যের সন্ধানে মুম্বই ইন্ডিয়ান্সও তাঁর হাতেই তুলে দেয় নেতৃত্বের ব্যাটন। টাইটান্সদের মতই পল্টনদের ক্যাবিনেটেও খেতাব এনে দেবেন হার্দিক (Hardik Pandya), এমনটাই আশা করেছিলেন নীতা আম্বানিরা। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে সম্পূর্ণ উলটো ছবি। চূড়ান্ত ব্যর্থ হয়েছে দল। মাঠের লড়াইতে পড়েছে মুখ থুবড়ে।

গোদের উপর বিষফোঁড়ার মত হার্দিকের (Hardik Pandya) ব্যক্তিগত ফর্ম’ও ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাঁকে। ১৪ ম্যাচে ১৮ গড়ে করতে পেরেছেন মাত্র ২১২ রান। নিয়েছেন ১১ উইকেট। যা একেবারের ন্যায়বিচার করে নি তাঁর প্রাইস ট্যাগের সাথে। সমর্থকদের কাছ থেকে জুটেছে কটাক্ষ, কটূক্তি’ও। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে হার্দিককে কেন্দ্র করে সাজঘরের বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছিলো নাকি। চরম হতাশাজনক ফলাফলের পর সমর্থকদের তরফ থেকে দাবী উঠেছিলো যে সরানো হোক হার্দিক পান্ডিয়াকে। হয় রোহিত শর্মা’র হাতে ফেরানো হোক দায়িত্ব, অথবা ব্যাটন তুলে দেওয়া হোক বুমরাহ (Jasprit Bumrah) বা সূর্যকুমার যাদবের হাতে। কিন্তু সূত্র মারফৎ খবর মিলেছে যে কঠিন সময়ে আরও একটি লাইফলাইন পাচ্ছেন হার্দিক পান্ডিয়া। ২০২৫-এর আইপিএলের (IPL) আগে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে জানানো হয়েছে, “হার্দিকই আমাদের অধিনায়ক থাকছে। বদলের কোনো প্রশ্নই নেই।”

ফায়দা হতে পারে নাইট রাইডার্সের-

Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

হার্দিক পান্ডিয়াই (Hardik Pandya) যদি অধিনায়ক থাকেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সেক্ষেত্রে সাজঘরের ফাটল আরও চওড়া হওয়ারই সম্ভাবনা। গত মরসুমে তাঁর হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার পরে অখুশি হয়েছিলেন জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) মত তারকারা। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট’ও করেন তাঁরা। চরম ব্যর্থতার পরেও যদি দ্বিতীয় সুযোগ পান হার্দিক, তাহলে চরম সিদ্ধান্ত নিলেও নিতে পারেন তাঁরা, ছাড়তে পারেন দল। আর যদি তাই হয়, তাহলে ফায়দা তুলতে মুখিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স (KKR)।

ইতিমধ্যেই ক্রিকেটমহলে জোর গুঞ্জন যে সূর্যকুমার’কে (Suryakumar Yadav) পেতে ছক সাজাচ্ছে শাহরুখ খানের দল। নাইট জার্সিতেই আইপিএলে পথচলা শুরু হয়েছিলো তাঁর। মিস্টার ৩৬০ ডিগ্রী’কে দলে পেতে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে অবধি ট্রেডিং উইন্ডোতে মুম্বইয়ের হাতে তুলে দিতে রাজী কেকেআর। ইতিমধ্যেই অধিনায়কত্বের প্রস্তাব’ও নাকি দেওয়া হয়েছে সূর্য’কে। হার্দিক নেতার পদে টিকে গেলে সূর্য’কে পেতে হয়ত সুবিধা হবে কলকাতার (KKR)। আগামী আইপিএল (IPL) মরসুমে বেগুনি-সোনালী জার্সি পরে ইডেনে যদি ‘হোম ম্যাচ’ খেলতে মাঠে নামেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Also Read: IPL 2025: গম্ভীরের উত্তরসূরি খুঁজে নিলো KKR, আগামী আইপিএলে মেন্টর হচ্ছন প্রাক্তন অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *