আইপিএল ইতিহাসের প্রথম দল হিসেবে পাঁচটি শিরোপা জয় করে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে পাঁচ বার আইপিএল খেতাব জয় করেছে মুম্বাই দল। ২০২০ সালে শেষবার মুম্বাইয়ের হয়ে শিরোপা জয় করেছিলেন রোহিত শর্মা। তবে এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের যাত্রা খুব একটা ভালো দিকে যায়নি, ২০২১ সালে প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২২ সালে টেবিলের শেষে সমাপ্ত হয়েছিল মুম্বাইয়ের যাত্রা। ২০২৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স দলের কাছে পরাস্ত হতে হয়েছিল মুম্বাইকে। এবং গত মৌসুমে আবার একবার টেবিলের দশম স্থানে সমাপ্ত হয়েছিল মুম্বাইয়ের পথ চলা।
গত মৌসুমে ফ্রাঞ্চাইজিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে দলের অধিনায়ক রোহিত শর্মাকে ছাটাই করে হার্দিক পান্ডিয়াকে দলের নতুন অধিনায়ক বানানো হয়েছিল। হার্দিকের নেতৃত্বে মুম্বাই দলের আত্মবিশ্বাস ভেঙে যায় এবং পুরো টুর্নামেন্টে কেবলমাত্র ৪টি জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া ২০২২ সালে মুম্বই ছেড়ে গুজরাট টাইটান্স শিবিরের অধিনায়ক হিসেবে শামিল হয়েছিলেন। গুজরাটের হয়ে প্রথম দুই মৌসুমেই ফাইনালে পৌঁছেছিল তার দল, এমনকি প্রথম বছরেই শিরোপা জয় করে গুজরাট। হার্দিকের ক্যাপটেনসির দক্ষতার উপরে নজর রেখে মুম্বাই টিম ম্যানেজমেন্ট তাকে দলে ফিরিয়ে আনে। প্লেয়ার ও ক্যাপ্টেন হিসাবে ব্যার্থ হয়েছিলেন পান্ডিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এরূপ পরিণতির পর আসন্ন আইপিএল দলে দেখা যাবে একাধিক পরিবর্তন। আসন্ন আইপিএলের নিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স (MI) তাদের দল বাছাই করে ফেলেছে।
Read More: IPL 2025: দীপাবলিতে লটারি লাগলো রিঙ্কু সিং-এর, মালামাল করলেন শাহরুখ খান !!
হার্দিক-রোহিতকে আবার একসাথে যাবে দেখা
জসপ্রিত বুমরাহকে সর্বোচ্চ ১৮ কোটি টাকায় ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের পরে, হার্দিক পান্ডিয়াকে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকায় এবং সূর্যকুমার যাদবকে ১৬ কোটি ১৫ লক্ষ টাকায় ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঞ্চাইজি। পাশাপশি, ফ্রাঞ্চাইজি তাদের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) ১৬ কোটি ৩০ লক্ষ টাকায় ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত তিন বছর ধরে মুম্বাই দলের হয়ে অসাধারণ ব্যাটিং প্রদর্শনী দেখানো তিলক ভার্মার (Tilak Varma) জন্য ৮ কোটি টাকা খরচ করতে হয়েছে মুম্বাইকে। এমনকি আসন্ন মৌসুমের জন্য ক্যাপ্টেনের বাছাই করে ফেললো ফ্রাঞ্চাইজি। কোচ মাহেলা জয়াবর্ধনে স্টার স্পোর্টসে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পরবর্তী মরসুমের জন্য দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছেন।
পাঁচজন খেলোয়াড়কে রিটেন করলো MI
- জসপ্রীত বুমরাহ- ১৮ কোটি টাকা
- হার্দিক পান্ডিয়া- ১৬.৩৫ কোটি টাকা
- রোহিত শর্মা- ১৬.৩০ কোটি টাকা
- সূর্যকুমার যাদব- ১৬.১৫ কোটি টাকা
- তিলক ভার্মা- ৮ কোটি টাকা
- নিলামের মঞ্চে RTM’এর ব্যবহার- ১টি
দলে জায়গা পেলেন না ঈশান-ডেভিডরা
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবার রিটেন হলেন না ঈশান কিষান (Ishan Kishan)। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান মুম্বইয়ের জার্সিতে দীর্ঘ সময় ধরে খেলেছেন। এমনকি ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৫.২৫ কোটি টাকায় নিলামের মঞ্চে বিক্রি হয়েছিলেন তিনি। তবে, বিগত কয়েক সিজিনে তিনি তার সেরা প্রদর্শন দেখাতে ব্যার্থ হয়েছেন। তার এই পারফর্মেন্স ম্যানেজমেন্টের স্বভাবসিদ্ধ না লাগায় তাকে ছাড়তে বাধ্য হলো ফ্রাঞ্চাইজি। তাছাড়া, টিম ডেভিডের মতন ফিনিশার ব্যাটসম্যানকে রিটেন করলো না মুম্বাই ফ্রাঞ্চাইজি। গত মৌসুমে স্পিন বোলারদের বিরুদ্ধে তার ব্যর্থতার জেরে তাকে দলে রিটেন করলো না ফ্রাঞ্চাইজি। পাশাপশি, নেহাল ওয়াধেরা, নমন ধীর, পীযুষ চাওলাদের মতন খেলোয়াড়দের ধরে রাখলো না MI ফ্রাঞ্চাইজি।