মুম্বই ইন্ডিয়ান্স থেকে ছিটকে যাচ্ছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার হাতে উঠছে দলের গুরুদায়িত্ব !! 1

আসন্ন আইপিএল ২০২৫ (IPL 2025) নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। গত দশকে পাঁচবার শিরোপা জয় করে আইপিএল ইতিহাসের রেকর্ড তৈরি করে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে গত চার বছরে কেবলমাত্র একটি বারের জন্যই আইপিএলের প্লে অফে পৌঁছেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের উন্নতির স্বার্থে পরিবর্তন করা হয়েছে অধিনায়ককেও। মুম্বাইকে পাঁচবার আইপিএল শিরোপা জেতানো রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কের পদ থেকে বঞ্চিত করা হয় এবং সতীর্থ হার্দিক পান্ডিয়ার উপরেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়।

রোহিতকে দেখা যাবে না মুম্বইয়ের জার্সিতে

Rohit Sharma
Rohit Sharma | Image: Getty Images

বেশ কিছু খবর অনুযায়ী রোহিত শর্মাকে (Rohit Sharma) আর মুম্বাইয়ের জার্সিতে দেখতে পাওয়া যাবে না। গত বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের যাত্রা পয়েন্ট তালিকায় একেবারে নিম্ন স্থানে সমাপ্ত হয়েছিল। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই দলের পারফরমেন্স ছিল খুবই সাধারণ। এরপর মুম্বাইকে নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছিল চর্চা। বিশেষ করে দলের অধিনায়ক বদলের পর থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রোলের মুখোমুখি হতে হয়েছে। যদিও, আইপিএলের মঞ্চে হার্দিক হয়েছিলেন সম্পূর্ণরূপে ব্যর্থ। অন্যদিকে রোহিত শর্মা দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছিলেন।

Read More: Rohit Sharma: বাংলাদেশ সিরিজের আগেই রোহিত শর্মার সাথে শত্রুতা করলেন গৌতম গম্ভীর, একাদশ থেকে দিলেন বাদ !!

সূত্রের খবর অনুযায়ী রোহিত শর্মাকে (Rohit Sharma) ছাটাই করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন আইপিএল মরসুমে রোহিতকে আর দেখা যাবে না মুম্বাই দলের হয়ে খেলতে। মুম্বই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী নেতা হিসাবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে দায়িত্ব তুলে দিতে চায় এবং হার্দিককে সাধারণ খেলোয়াড় হিসেবে দলে ধরে রাখতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। এই পরিস্থিতিতে দল থেকে জায়গা হারালেন রোহিত শর্মা।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মার ক্যারিয়ার

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মুম্বই দলের অধিনায়কত্ব সামলেছেন রোহিত এবং রোহিতের পরেই হার্দিককে ভবিষ্যতের ক্যাপ্টেন হিসাবে মান্যতা দিয়েছিল মুম্বই টিম ম্যানেজমেন্ট। রোহিত ডেকান চারজার্স দলের হয়ে তার আইপিএল অভিযান শুরু করেন, ২০০৯ সালে চ্যাম্পিয়ন দল ডেকানের ভাইস ক্যাপ্টেন ছিলেন রোহিত, মাত্র ২১ বছর বয়সেই তার হাতে বড় দায়িত্ব তুলে দেন কিংবদন্তি এডাম গিলক্রিস্ট। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা ২০১১ সাল থেকে খেলে আসছেন, আইপিএল ও চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টি মিলিয়ে ২২১টি ম্যাচ খেলেছে ২৯.৬৯ গড়ে এবং ১৩১.০৫ স্ট্রাইক রেটে তিনি ৫৭৩১ রান বানিয়েছেন। আসন্ন মৌসুমে মুম্বই যদি রোহিতকে ছেড়ে দেয় তাহলে তাকে কিনতে একাধিক ফ্রাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়বে।

Read Also: IPL 2025: নিলামের আগেই ‘ডিল’ চূড়ান্ত হলো সূর্যকুমার সাথে, মুম্বইয়ের দ্বিগুণ টাকায় ‘মিস্টার ৩৬০’কে নিচ্ছে KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *