বিশ্বজুড়ে নানা দেশে টি-২০ ক্রিকেট লীগে দল রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ফ্র্যাঞ্চাইজির। ইন্ডিয়ান্ প্রিমিয়ার লীগে ৫ বার খেতাব জিতেছে তারা। দুইবার জিতেছে সিএল টি-২০। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লীগ ডব্লুপিএলের প্রথম মরসুমের মুকুট উঠেছে তাদের মাথায়। এর বাইরেও সদ্যসমাপ্ত মেজর লীগ ক্রিকেট (MLC) টুর্নামেন্টেও খেতাব জিতেছে এম আই নিউইয়র্ক। আইপিএল, ডব্লুপিএল, এবং মেজর লীগ ক্রিকেটের বাইরেও সংযুক্ত আরব আমিরশাহীর ইন্টারন্যাশনাল লীগ টি-২০ এবং দক্ষিণ আফ্রিকার SA20 টুর্নামেন্টে দল রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। গত বছর ILT20-তে তৃতীয় স্থানে শেষ করেছে এম আই এমিরেটস। আর দক্ষিণ আফ্রিকার লীগে এম আই কেপ টাউন ছিলো ষষ্ঠ স্থানে। নতুন মরসুমে ঘুরে দাঁড়ানোর শুরুটা দক্ষিণ আফ্রিকার লীগ দিয়েই করতে চায় মুকেশ আম্বানির দল।
Read More: WC 2023: “ও একাই ভারতকে হারিয়ে দেবে…” এশিয়া কাপের আগে চরম সতর্কতা জারি করলেন ওয়াকার ইউনিস !!
SA20-তে প্রোটিয়া তারকাদের ধরে রাখলো MI-
প্রথম মরসুমে দক্ষিণ আফ্রিকার টি-২০ টুর্নামেন্ট বেশ জনপ্রিয় হয়েছে। এইডেন মার্করামের (Aiden Markram) নেতৃত্বাধীন সানরাইজার্স ইস্টার্ণ কেপ (SUNE) ট্রফি জিতেছে। আর রশিদ খান (Rashid Khan), রাসি ফান দার ডুসেনদের (Rassie Van Der Dussen) এম আই কেপটাউন (MICT) শেষ করেছে লীগ তালিকার সবার নীচে। ২০২৪ মরসুমের জন্য ক্রিকেটারদের নিলাম হবে কিছুদিনের মধ্যেই। তার আগে রিলিজ ও রিটেনশন তালিকা প্রকাশ করলো এম আই ফ্র্যাঞ্চাইজি।
রাসি ফান দার ডুসেন (Rassie Van Der Dussen) এবং রায়ান রিকলটনকে (Ryan Rickleton) ধরে রেখেছে তারা। দুজনেই গত মরসুমে বেশ ভালো ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের তরফে যথাক্রমে ডিভিশন-১ ওয়ান ডে কাপ প্লেয়ার অফ টুর্নামেন্ট এবং ডোমেস্টিক প্লেয়ার অফ দ্য ইয়ার পুরষ্কারও পেয়েছেন দুজনে। এছাড়া প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে গ্রান্ট রলফসন, ডেলানো পটগিটার, জর্জ লিন্ড, ডুয়ান ইয়ানসেন এবং বিউরান হেনড্রিকসকেও ফের দেখা যাবে এম আই কেপ টাউনের (MICT) জার্সিতে।
চুক্তিবদ্ধ হয়েছেন একাধিক মহাতারকা-
গত বছর এম আই কেপ টাউনের অধিনায়ক ছিলেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান (Rashid Khan)। টি-২০ ক্রিকেট দুনিয়ার অন্যতম পরিচিত নাম রশিদকে আগামী মরসুমের জন্যও ধরে রাখলো তারা। একই সাথে কাগিসো রাবাডা (Kagiso Rabada), ডিওয়াল্ড ব্রেভিস (Dewal Brevis), স্যাম কারান (Sam Curran), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), টম ব্যান্টনের সাথেও চুক্তি করা হয়েছে বলে জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত বছরে ওয়াইল্ড কার্ড হিসেবে এম আই কেপ টাউন দলে যোগ দিয়েছিলেন পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) এবং অলি স্টোন (Olly Stone)। ২০২৪ মরসুমের জন্য ধরে রাখা হচ্ছে তাঁদেরও।
টুর্নামেন্টের চার দল গত বারের ওয়াইল্ড কার্ডদের ধরে রেখেছে। বাকিদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে কোন দুজনকে ওয়াইল্ড কার্ড হিসেবে রাখছে তারা। রিটেনশনের পাশাপাশি এম আই কেপ টাউনের রিলিজের তালিকায় বেশ লম্বা। আগামী মরসুমে তারা দলে রাখছে না জিয়াদ আব্রাহামস, ওয়েসলি মার্শাল, ওডিন স্মিথ (Odean Smith), ওয়াকার সালামখেইল’কে। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে আইপিএলে নিয়মিত খেললেও দক্ষিণ আফ্রিকার লীগে এম আই ফ্র্যাঞ্চাইজি ছেঁটে ফেলেছে টিম ডেভিডকে (Tim David)। রাখা হচ্ছে না হেনরি ব্রুকসকেও (Henry Brooks)।
সম্পূর্ণ রিলিজ-রিটেনশন তালিকা সামনে আসার পর দেখা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হাতে থাকা এম আই কেপ টাউন (MICT) ফ্র্যাঞ্চাইজির হাতে নিলামের জন্য পরে রয়েছে ৫.০৫ মিলিয়ন মার্কিন ডলার। SA20 টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোনো দলে সর্বোচ্চ ১৯ জন ক্রিকেটার থাকতে পারেন। যার মধ্যে অন্তত ১০ জন দক্ষিণ আফ্রিকান হতে হবে। সর্বোচ্চ ৭ জন বিদেশীকে দলে রাখা যাবে। এবং একজন দক্ষিণ আফ্রিকান তরুণ ক্রিকেটারকেও দলে রাখা বাধ্যতামূলক। বর্তমানে কেপ টাউন স্কোয়াডে রিটেন হওয়া ক্রিকেটারের সংখ্যা ১৫। আসন্ন নিলামে আর কাদের এম আই দলে নেয় নজর থাকবে সেইদিকে।
MI কেপ টাউনের স্কোয়াড-
ডিওয়াল্ড ব্রেভিস, কাগিসো রাবাডা, রাসি ফান দার ডুসেন, ডেলানো পটগিটার, রায়ান রিকলটন, জর্জ লিন্ড, বিউরন হেনড্রিকস, ডুয়ান ইয়ানসেন, গ্রান্ট রলফসন, জোফ্রা আর্চার, রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, টম ব্যান্টন, অলি স্টোন।